এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া

পুঠিয়ায় বিভিন্ন এলাকায় ফসলি জমিগুলোতে মাত্রাতিরিক্ত পুকুর খনন করা হয়েছে। গত দুই বছরে অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের পাইপলাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার পরিমাণ অর্ধকোটি টাকার বেশি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, রাজনৈতিক প্রভাব থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপজেলা সহকারী প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, গত দুই বছরে উপজেলার বিভিন্ন এলাকার যত্রতত্রভাবে ফসলি জমিতে পুকুর খনন করা হয়েছে। পুকুর খননের ভেকু মেশিনের আঘাত ও ইটভাটার মাটিবাহী ট্র্যাক্টরের চাপে গভীর নলকূপগুলোর পাইপ লাইনের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত গভীর নলকূপের সংখ্যা ৮০ টি। আর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫৫ লাখ টাকা। এদিকে সময়মতো সেচ সুবিধা দিতে না পারায় স্থানীয় চাষিদের প্রায় ৮০০ একর জমির ফসলহানি ঘটেছে। ফলে চাষিদের প্রায় অর্ধকোটি টাকা লোকসান গুনতে হয়েছে।
জিউপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম বলেন, বিলমাড়িয়া গ্রামের হায়দার আলী ও শাহীন মোল্লা নামের দুজন ব্যক্তি অবৈধভাবে রাতের আঁধারে ভেকুর মাধ্যমে পুকুর খনন করেছেন। এতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের একটি আউটলেটসহ শতাধিক মিটার জুড়ে পানি সরবরাহের পাইপ ধ্বংস হয়েছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পুঠিয়া উপজেলা সহকারী প্রকৌশলী আল মামুন অর রশিদ ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপজেলার মধ্যে অপরিকল্পিতভাবে অনেক পুকুর খনন হয়েছে। এতে বরেন্দ্রের ৮০টি গভীর নলকূপের পাইপ লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা ইতিমধ্যে আদালত ও থানায় কয়েকটি অভিযোগ দায়ের করেছি। এর মধ্যে চারটি মামলা আদালতে বিচারাধীন। অপরদিকে থানায় ৬টি সাধারণ ডায়েরি করা হয়েছে।’
থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, গভীর নলকূপের ক্ষয়ক্ষতির বিষয়ে উপজেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ থানায় একাধিক লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়গুলোর তদন্ত চলমান।
উপজেলার সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারী কারও বন্ধু হতে পারে না। ইতিমধ্যে কয়েকজন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।

পুঠিয়ায় বিভিন্ন এলাকায় ফসলি জমিগুলোতে মাত্রাতিরিক্ত পুকুর খনন করা হয়েছে। গত দুই বছরে অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের পাইপলাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার পরিমাণ অর্ধকোটি টাকার বেশি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, রাজনৈতিক প্রভাব থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপজেলা সহকারী প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, গত দুই বছরে উপজেলার বিভিন্ন এলাকার যত্রতত্রভাবে ফসলি জমিতে পুকুর খনন করা হয়েছে। পুকুর খননের ভেকু মেশিনের আঘাত ও ইটভাটার মাটিবাহী ট্র্যাক্টরের চাপে গভীর নলকূপগুলোর পাইপ লাইনের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত গভীর নলকূপের সংখ্যা ৮০ টি। আর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫৫ লাখ টাকা। এদিকে সময়মতো সেচ সুবিধা দিতে না পারায় স্থানীয় চাষিদের প্রায় ৮০০ একর জমির ফসলহানি ঘটেছে। ফলে চাষিদের প্রায় অর্ধকোটি টাকা লোকসান গুনতে হয়েছে।
জিউপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম বলেন, বিলমাড়িয়া গ্রামের হায়দার আলী ও শাহীন মোল্লা নামের দুজন ব্যক্তি অবৈধভাবে রাতের আঁধারে ভেকুর মাধ্যমে পুকুর খনন করেছেন। এতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের একটি আউটলেটসহ শতাধিক মিটার জুড়ে পানি সরবরাহের পাইপ ধ্বংস হয়েছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পুঠিয়া উপজেলা সহকারী প্রকৌশলী আল মামুন অর রশিদ ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপজেলার মধ্যে অপরিকল্পিতভাবে অনেক পুকুর খনন হয়েছে। এতে বরেন্দ্রের ৮০টি গভীর নলকূপের পাইপ লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা ইতিমধ্যে আদালত ও থানায় কয়েকটি অভিযোগ দায়ের করেছি। এর মধ্যে চারটি মামলা আদালতে বিচারাধীন। অপরদিকে থানায় ৬টি সাধারণ ডায়েরি করা হয়েছে।’
থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, গভীর নলকূপের ক্ষয়ক্ষতির বিষয়ে উপজেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ থানায় একাধিক লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়গুলোর তদন্ত চলমান।
উপজেলার সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারী কারও বন্ধু হতে পারে না। ইতিমধ্যে কয়েকজন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫