ফারুক ছিদ্দিক, ঢাবি

আয়োজকেরা বলছেন, পাঠকেরাও মানেন—অমর একুশে বইমেলা সবার। এখানে সবাই আসবে। বইয়ের কথা হবে, সংস্কৃতির আলোচনা হবে। কিন্তু হঠাৎ সব ছাপিয়ে মেলার প্রতিটি মানুষের মুখে যেন এক দম্পতির নাম। মুশতাক-তিশা।
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ কয়েক মাস আগে বিয়ে করেন একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে। তাঁদের এই অসমবয়সী সম্পর্ক নিয়ে তখন থেকেই কথা হচ্ছে। এই দম্পতিকে দুবার বের করে দেওয়া হলো বইমেলা থেকে।
এবারের মেলায় মুশতাকের লেখা দুটি বই বেরিয়েছে। ‘তিশার ভালোবাসা’ এবং ‘তিশা অ্যান্ড মুশতাক’ নামের বই দুটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স।
মুশতাক ও তিশা গতকাল বিকেলে বইমেলায় গিয়ে বিরূপ পরিস্থিতির মুখে পড়েন। চারপাশ থেকে ‘ভুয়া’ ‘ভুয়া’ দুয়োধ্বনি দেওয়া হতে থাকে তাঁদের উদ্দেশে। এই অবস্থায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহায়তায় তাঁরা মেলা থেকে বের হয়ে যান। এর আগে গত শুক্রবারও একই পরিস্থিতির মুখে পড়েন তাঁরা। গতকালের ঘটনার পর নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন খন্দকার মুশতাক ও সিনথিয়া ইসলাম।
খন্দকার মুশতাক সাংবাদিকদের বলেন, ‘এখানে একজন লেখক-পাঠক হিসেবে আমার আসার অধিকার রয়েছে। যারা এসব করেছে, তারা তো পাঠক না, তারা বিশৃঙ্খলাকারী।’
বিকেলে বইমেলায় এ নিয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিশা রহমানের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এভাবে অপছন্দের লোকদের যদি আমরা বের করে দিই, তাহলে আমাদের সহনশীলতা থাকল কই?’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সমাজচিন্তক জোবাইদা নাসরীন আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলা একাডেমি এ বিষয়ে একটু দায়িত্বশীল হলে এ রকম ঘটত না।’
তবে বইমেলা পরিচালক কমিটির সদস্যসচিব কে এম মুজাহিদুল ইসলাম বলেন, ‘মুশতাক-তিশা আসলে লেখক হিসেবে নয়, তাঁদের সমস্যা ভিন্ন একটা ইমেজের কারণে। তাঁরা যখন মিজান পাবলিশার্সে আসেন, তখন আশপাশের একাধিক প্রতিষ্ঠান থেকে বলা হয়, তাঁরা অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ছেন। তাঁদের বেচাবিক্রি হচ্ছে না। পরে মিজান পাবলিশার্সকে বলা দেওয়া হয়, তারা যেন যথাযথ ব্যবস্থা নেয়। পরে তারা হয়তো পুলিশের সহযোগিতায় মেলা থেকে সসম্মানে তাঁদের চলে যাওয়ার জন্য পথ তৈরি করে দিয়েছে।’

আয়োজকেরা বলছেন, পাঠকেরাও মানেন—অমর একুশে বইমেলা সবার। এখানে সবাই আসবে। বইয়ের কথা হবে, সংস্কৃতির আলোচনা হবে। কিন্তু হঠাৎ সব ছাপিয়ে মেলার প্রতিটি মানুষের মুখে যেন এক দম্পতির নাম। মুশতাক-তিশা।
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ কয়েক মাস আগে বিয়ে করেন একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে। তাঁদের এই অসমবয়সী সম্পর্ক নিয়ে তখন থেকেই কথা হচ্ছে। এই দম্পতিকে দুবার বের করে দেওয়া হলো বইমেলা থেকে।
এবারের মেলায় মুশতাকের লেখা দুটি বই বেরিয়েছে। ‘তিশার ভালোবাসা’ এবং ‘তিশা অ্যান্ড মুশতাক’ নামের বই দুটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স।
মুশতাক ও তিশা গতকাল বিকেলে বইমেলায় গিয়ে বিরূপ পরিস্থিতির মুখে পড়েন। চারপাশ থেকে ‘ভুয়া’ ‘ভুয়া’ দুয়োধ্বনি দেওয়া হতে থাকে তাঁদের উদ্দেশে। এই অবস্থায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহায়তায় তাঁরা মেলা থেকে বের হয়ে যান। এর আগে গত শুক্রবারও একই পরিস্থিতির মুখে পড়েন তাঁরা। গতকালের ঘটনার পর নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন খন্দকার মুশতাক ও সিনথিয়া ইসলাম।
খন্দকার মুশতাক সাংবাদিকদের বলেন, ‘এখানে একজন লেখক-পাঠক হিসেবে আমার আসার অধিকার রয়েছে। যারা এসব করেছে, তারা তো পাঠক না, তারা বিশৃঙ্খলাকারী।’
বিকেলে বইমেলায় এ নিয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিশা রহমানের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এভাবে অপছন্দের লোকদের যদি আমরা বের করে দিই, তাহলে আমাদের সহনশীলতা থাকল কই?’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সমাজচিন্তক জোবাইদা নাসরীন আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলা একাডেমি এ বিষয়ে একটু দায়িত্বশীল হলে এ রকম ঘটত না।’
তবে বইমেলা পরিচালক কমিটির সদস্যসচিব কে এম মুজাহিদুল ইসলাম বলেন, ‘মুশতাক-তিশা আসলে লেখক হিসেবে নয়, তাঁদের সমস্যা ভিন্ন একটা ইমেজের কারণে। তাঁরা যখন মিজান পাবলিশার্সে আসেন, তখন আশপাশের একাধিক প্রতিষ্ঠান থেকে বলা হয়, তাঁরা অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ছেন। তাঁদের বেচাবিক্রি হচ্ছে না। পরে মিজান পাবলিশার্সকে বলা দেওয়া হয়, তারা যেন যথাযথ ব্যবস্থা নেয়। পরে তারা হয়তো পুলিশের সহযোগিতায় মেলা থেকে সসম্মানে তাঁদের চলে যাওয়ার জন্য পথ তৈরি করে দিয়েছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫