Ajker Patrika

চিংড়ির মাথায় জেলি চারজনকে জরিমানা

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৭: ২৩
চিংড়ির মাথায় জেলি  চারজনকে জরিমানা

রাজশাহীতে চিংড়ির মাথায় জেলি পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালান ভোক্তা অধিকারের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল-মারুফ।

হাসান আল-মারুফ জানান, ওজন বাড়ানোর জন্য চিংড়ির মাথায় এক ধরনের জেলি ঢুকিয়ে দেওয়া হয়। এক ক্রেতা মাছ কিনে বাসায় যাওয়ার পর এটি দেখতে পান। তিনি পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে তা জানান। এরপর বোয়ালিয়া থানার মাধ্যমে তাঁরা এ খবর পান। এরপর সাগরপাড়া কাঁচাবাজারে গিয়ে মাছ বিক্রেতা মো. রজব ও মো. লিটনের কাছে এর সত্যতা পাওয়া যায়। এ সময় দুজনকে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়। এ দুই ব্যবসায়ী শালবাগান এলাকার হেলালের আড়ত থেকে মাছ কিনেছিলেন।

অভিযান চালিয়ে হেলালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আমচত্বর এলাকায় গিয়ে সোলেমান আলী নামের এক ব্যক্তির মাছের দোকানেও জেলি দেওয়া চিংড়ি পাওয়া যায়। তখন তাঁকেও এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাঁর দোকানে থাকা ২ কেজি ৮০০ গ্রাম মাছ জব্দ করে ধ্বংস করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত