Ajker Patrika

হেলিকপ্টারে চড়ে দ্বিতীয় বিয়ে করতে গেলেন মুফতি

অভয়নগর (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৫: ৩১
হেলিকপ্টারে চড়ে দ্বিতীয় বিয়ে করতে গেলেন মুফতি

হেলিকপ্টারে করে যশোরের অভয়নগরে বিয়ে করতে গিয়ে আলোচনার ঝড় তুলেছেন আল ফারুক প্রোপার্টিজের চেয়ারম্যান এবং যশোর জামেয়া ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক মুফতি লুৎফর রহমান ফারুকী (৫৫)। গত সোমবার উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের মেয়ে খাদিজা পারভীন লিপিকে (৩৩) বিয়ে করেন তিনি। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

স্থানীয়রা জানান, সোমবার বেলা ৩টার দিকে হেলিকপ্টার নিয়ে কনের বাড়িতে আসেন ফারুকী। তিনি যশোরের মনিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। প্রথম স্ত্রীর ঘরে তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। কনে লিপির আগের সংসারেও দুটি ছেলে আছে। অভয়নগরের পুড়াখালী মহিলা মাদ্রাসার সুপার আশেক এলাহীর ঘটকালিতে এই বিয়ে হয়।

তবে বিয়ের চেয়ে বরের হেলিকপ্টারে আসা নিয়ে এলাকাবাসীর আগ্রহ ও আলোচনার শেষ নেই। তাঁরা জানান, কনের আত্মীয়দের পক্ষ থেকে বিয়ের ব্যাপারে এলাকার মানুষকে কিছু বলা হয়নি। তবে হেলিকপ্টারে আসায় এলাকার মানুষজন সেখানে ভিড় করেন। এ ব্যাপারে ফারুকী বলেন, ব্যস্ততার কারণে সময় বাঁচাতে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এসেছেন। অন্য কোনো ব্যাপার নয়। দ্বিতীয় বিয়ের কারণ জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তিগত সমস্যার কারণে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করছেন। তবে এ ব্যাপারে কনের মন্তব্য পাওয়া যায়নি।

ঘটক আশেক এলাহী জানান, দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে। করোনার কারণে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন করা হয়েছে। এলাকাবাসীকে জানানো হয়নি।

শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্যা গতকাল বুধবার মোবাইল ফোনে জানান, লিপির সঙ্গে তাঁর প্রথম স্বামীর ছাড়াছাড়ি হয়ে গেছে। বিয়ের পর লিপি ও তাঁর দুই ছেলেকে হেলিকপ্টারে করে নিয়ে যান ফারুকী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত