
ওটিটি কনটেন্টের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন একসময়ের টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা ও মডেল মনির খান শিমুল। ‘রেড সার্কেল’ নামের ওয়েব সিরিজে গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে তাঁকে। চরিত্রের নাম রিও।
কামরুল জিন্নাহ পরিচালিত থ্রিলারধর্মী সিরিজটির গল্পে দেখা যাবে, রিও দক্ষিণ এশিয়ার মোস্ট ওয়ান্টেড একজন ক্রিমিনাল। এশিয়ার অনেক দেশের গোয়েন্দা সংস্থা তাকে নিয়ে রিসার্চ করে। আমাদের দেশেও তার অস্তিত্ব পাওয়া যায়। তার সম্বন্ধে তদন্ত আরও জোরদার করা হয়। সবার মনে একটাই প্রশ্ন, কে এই রিও? অনুসন্ধানে নামে পুরো দল।
সিরিজটি নিয়ে মনির খান শিমুল বলেন, ‘দুর্দান্ত একটি থ্রিলার গল্পের সিরিজ রেড সার্কেল। এখনই পুরো গল্পটা বলা যাচ্ছে না। তবে এটুকু বলতে পারি, এ ধরনের গল্প বাংলাদেশে তেমন একটা হয়নি। আমরা চেষ্টা করেছি দর্শকদের ভিন্ন স্বাদের একটি ওয়েব সিরিজ উপহার দিতে। এরই মধ্যে সিরিজের টিজার প্রকাশ হয়েছে। টিজার প্রকাশের পর অনেকেই প্রশংসা করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। সামনে আরও চমক রয়েছে দর্শকের জন্য।’
পরিচালক কামরুল জিন্নাহ বলেন, ‘আমরা চেষ্টা করেছি ভালো মানের একটি থ্রিলার সিরিজ নির্মাণ করতে। অভিনয়শিল্পী ও কলাকুশলীরাও যার যার জায়গা থেকে সেরাটা দিয়েছেন। আমার বিশ্বাস, সিরিজটি দর্শকদের জন্য বেশ উপভোগ্য হবে।’
রেড সার্কেল সিরিজে আরও অভিনয় করেছেন আইনুন পুতুল, নাফিস আহমেদ, যোজন মাহমুদ, ইভা, মিজু ইনজাম, সিনথিয়া প্রমুখ।
রেড সার্কেল সিরিজটি তৈরি হয়েছে মেলোডিসের ব্যানারে। কাহিনি ও চিত্রনাট্য লেখার পাশাপাশি সিরিজটি প্রযোজনা করেছেন মিনহাজুল আলম সুপ্রিয়। তিনি জানিয়েছেন, শিগগিরই দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে রেড সার্কেল।

ওটিটি কনটেন্টের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন একসময়ের টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা ও মডেল মনির খান শিমুল। ‘রেড সার্কেল’ নামের ওয়েব সিরিজে গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে তাঁকে। চরিত্রের নাম রিও।
কামরুল জিন্নাহ পরিচালিত থ্রিলারধর্মী সিরিজটির গল্পে দেখা যাবে, রিও দক্ষিণ এশিয়ার মোস্ট ওয়ান্টেড একজন ক্রিমিনাল। এশিয়ার অনেক দেশের গোয়েন্দা সংস্থা তাকে নিয়ে রিসার্চ করে। আমাদের দেশেও তার অস্তিত্ব পাওয়া যায়। তার সম্বন্ধে তদন্ত আরও জোরদার করা হয়। সবার মনে একটাই প্রশ্ন, কে এই রিও? অনুসন্ধানে নামে পুরো দল।
সিরিজটি নিয়ে মনির খান শিমুল বলেন, ‘দুর্দান্ত একটি থ্রিলার গল্পের সিরিজ রেড সার্কেল। এখনই পুরো গল্পটা বলা যাচ্ছে না। তবে এটুকু বলতে পারি, এ ধরনের গল্প বাংলাদেশে তেমন একটা হয়নি। আমরা চেষ্টা করেছি দর্শকদের ভিন্ন স্বাদের একটি ওয়েব সিরিজ উপহার দিতে। এরই মধ্যে সিরিজের টিজার প্রকাশ হয়েছে। টিজার প্রকাশের পর অনেকেই প্রশংসা করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। সামনে আরও চমক রয়েছে দর্শকের জন্য।’
পরিচালক কামরুল জিন্নাহ বলেন, ‘আমরা চেষ্টা করেছি ভালো মানের একটি থ্রিলার সিরিজ নির্মাণ করতে। অভিনয়শিল্পী ও কলাকুশলীরাও যার যার জায়গা থেকে সেরাটা দিয়েছেন। আমার বিশ্বাস, সিরিজটি দর্শকদের জন্য বেশ উপভোগ্য হবে।’
রেড সার্কেল সিরিজে আরও অভিনয় করেছেন আইনুন পুতুল, নাফিস আহমেদ, যোজন মাহমুদ, ইভা, মিজু ইনজাম, সিনথিয়া প্রমুখ।
রেড সার্কেল সিরিজটি তৈরি হয়েছে মেলোডিসের ব্যানারে। কাহিনি ও চিত্রনাট্য লেখার পাশাপাশি সিরিজটি প্রযোজনা করেছেন মিনহাজুল আলম সুপ্রিয়। তিনি জানিয়েছেন, শিগগিরই দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে রেড সার্কেল।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫