বরগুনা প্রতিনিধি

অস্বাভাবিক জোয়ারের পানিতে সমুদ্র উপকূলীয় বরগুনা জেলার প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। পাউবো কর্তৃপক্ষ জানিয়েছে, জেলার বিষখালী নদীর পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটারের ওপর দিয়ে বইছে। এ ছাড়া বুড়িশ্বর ও বলেশ্বরেও জোয়ারের পানি বেড়েছে।
গতকাল রোববার বরগুনার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জেলায় বেলা ১টা পর্যন্ত জোয়ারের মোট উচ্চতা ছিল ৩ দশমিক ১৬ মিটার, যা বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে বরইতলা-বাইনচটকী ও পুরাকাটা-আমতলী দুটি ঘাটে ফেরি ও খেয়া চলাচল তিন ঘণ্টা বন্ধ ছিল।
বাইনচটকী ফেরিঘাট এলাকার বাসিন্দা আবদুল হক বলেন, ‘ফেরিতে ওঠার সংযোগ সড়ক পানিতে তলিয়ে থাকায় উভয় পাড়ে শতাধিক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছে। বেলা ১টার দিকে ভাটিতে পানি নামার পর সেসব যানবাহন পারাপার হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, পানির অস্বাভাবিক চাপে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ডেমা গুলিশাখালী, মাঝেরচর, পাতাকাটা, এম বালিয়াতলী ইউনিয়নের, ছোট বালিয়াতলী, পালের বালিয়াতলী, নলটোনা ইউনিয়নের পদ্মা, সোনাতলা, আমতলা ও নিশানবাড়িয়া, ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা, লতাবাড়িয়া, গোলবুনিয়া, মাঝখালী, উত্তর ডালভাঙা, দক্ষিণ ডালভাঙা গ্রাম প্লাবিত হয়েছে।
পাথরঘাটায় ভাঙা বেড়িবাঁধ দিয়ে বলেশ্বর নদের পানি ঢুকে তলিয়ে গেছে চরদোয়ানি, কাঁঠালতলী, জ্ঞানপাড়া, পদ্মা, রুহিতা, জিনতলা, বাদুরতলা, কোরালিয়া, নিজ লাঠিমারা, ছোট টেংরা, গাববাড়িয়া এলাকা।
বেতাগী উপজেলার বিষখালী নদীসংলগ্ন উত্তর বেতাগী, ঝিলবুনিয়া, ছোপখালী, ঝোপখালী, ভোলানাথপুর, জগাইখালী, কালিকাবাড়ি, গাবতলী, আলিয়াবাদ, জোয়ার করুনা, গ্রোমর্দন ভাসছে জোয়ারের পানিতে। এ ছাড়া ঝুঁকিতে রয়েছে বেতাগী শহর রক্ষা বাঁধ।
বুড়িশ্বর নদের জোয়ারের পানিতে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে তলিয়ে গেছে বৈঠাকাটা, ঘটখালী, বেতমোর, চন্দ্রা, উত্তর কান্দা ও বালিয়াতলী। সেই সঙ্গে পৌরসভার আমুয়ার চরসহ ঝুঁকিতে রয়েছে আমতলী শহর রক্ষা বাঁধ।
এ ছাড়া বেড়িবাঁধের বাইরে পায়রা নদীসংলগ্ন তালতলী উপজেলার নিম্নাঞ্চলের খোট্টার চর, নলবুনিয়ার চর, আশার চর ও তেঁতুলবাড়িয়ার চর জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানিতে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম বলেন, মূলত স্বাভাবিক জোয়ারে বরগুনার বিভিন্ন নদ-নদীতে ২ দশমিক ৮৫ মিটারের নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। কিন্তু গতকাল রোববার জোয়ারের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা মূলত পূর্ণিমার জোয়ারের প্রভাব বলে তিনি জানান। আরও দু-এক দিন এভাবে পানি বাড়তে পারে বলেও তিনি জানান।

অস্বাভাবিক জোয়ারের পানিতে সমুদ্র উপকূলীয় বরগুনা জেলার প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। পাউবো কর্তৃপক্ষ জানিয়েছে, জেলার বিষখালী নদীর পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটারের ওপর দিয়ে বইছে। এ ছাড়া বুড়িশ্বর ও বলেশ্বরেও জোয়ারের পানি বেড়েছে।
গতকাল রোববার বরগুনার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জেলায় বেলা ১টা পর্যন্ত জোয়ারের মোট উচ্চতা ছিল ৩ দশমিক ১৬ মিটার, যা বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে বরইতলা-বাইনচটকী ও পুরাকাটা-আমতলী দুটি ঘাটে ফেরি ও খেয়া চলাচল তিন ঘণ্টা বন্ধ ছিল।
বাইনচটকী ফেরিঘাট এলাকার বাসিন্দা আবদুল হক বলেন, ‘ফেরিতে ওঠার সংযোগ সড়ক পানিতে তলিয়ে থাকায় উভয় পাড়ে শতাধিক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছে। বেলা ১টার দিকে ভাটিতে পানি নামার পর সেসব যানবাহন পারাপার হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, পানির অস্বাভাবিক চাপে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ডেমা গুলিশাখালী, মাঝেরচর, পাতাকাটা, এম বালিয়াতলী ইউনিয়নের, ছোট বালিয়াতলী, পালের বালিয়াতলী, নলটোনা ইউনিয়নের পদ্মা, সোনাতলা, আমতলা ও নিশানবাড়িয়া, ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা, লতাবাড়িয়া, গোলবুনিয়া, মাঝখালী, উত্তর ডালভাঙা, দক্ষিণ ডালভাঙা গ্রাম প্লাবিত হয়েছে।
পাথরঘাটায় ভাঙা বেড়িবাঁধ দিয়ে বলেশ্বর নদের পানি ঢুকে তলিয়ে গেছে চরদোয়ানি, কাঁঠালতলী, জ্ঞানপাড়া, পদ্মা, রুহিতা, জিনতলা, বাদুরতলা, কোরালিয়া, নিজ লাঠিমারা, ছোট টেংরা, গাববাড়িয়া এলাকা।
বেতাগী উপজেলার বিষখালী নদীসংলগ্ন উত্তর বেতাগী, ঝিলবুনিয়া, ছোপখালী, ঝোপখালী, ভোলানাথপুর, জগাইখালী, কালিকাবাড়ি, গাবতলী, আলিয়াবাদ, জোয়ার করুনা, গ্রোমর্দন ভাসছে জোয়ারের পানিতে। এ ছাড়া ঝুঁকিতে রয়েছে বেতাগী শহর রক্ষা বাঁধ।
বুড়িশ্বর নদের জোয়ারের পানিতে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে তলিয়ে গেছে বৈঠাকাটা, ঘটখালী, বেতমোর, চন্দ্রা, উত্তর কান্দা ও বালিয়াতলী। সেই সঙ্গে পৌরসভার আমুয়ার চরসহ ঝুঁকিতে রয়েছে আমতলী শহর রক্ষা বাঁধ।
এ ছাড়া বেড়িবাঁধের বাইরে পায়রা নদীসংলগ্ন তালতলী উপজেলার নিম্নাঞ্চলের খোট্টার চর, নলবুনিয়ার চর, আশার চর ও তেঁতুলবাড়িয়ার চর জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানিতে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম বলেন, মূলত স্বাভাবিক জোয়ারে বরগুনার বিভিন্ন নদ-নদীতে ২ দশমিক ৮৫ মিটারের নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। কিন্তু গতকাল রোববার জোয়ারের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা মূলত পূর্ণিমার জোয়ারের প্রভাব বলে তিনি জানান। আরও দু-এক দিন এভাবে পানি বাড়তে পারে বলেও তিনি জানান।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫