Ajker Patrika

দুদকের পাঁচ আবেদনের নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২: ০০
দুদকের পাঁচ আবেদনের নিষ্পত্তি

সুনির্দিষ্ট বিধি বা আইন প্রণয়ন না করা পর্যন্ত অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আদালতের অনুমতি নেওয়া সংক্রান্ত রায় দিয়েছেন আপিল বিভাগ। গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঁচটি আবেদন নিষ্পত্তি করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ।

তবে কী সিদ্ধান্ত দিয়েছেন এবং কী কী পর্যবেক্ষণ দিয়েছেন, তা জানা যাবে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর। হাইকোর্টের তিনটি রায় ও দুটি আদেশের বিরুদ্ধে দুদকের পাঁচটি লিভ টু আপিল নিষ্পত্তি করে এই রায় দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের সিদ্ধান্ত জানিয়ে প্রধান বিচারপতি আদালতে বলেন, ‘হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করা হলো এবং হাইকোর্টের রায় সংশোধন করা হলো। আশা করি, রায় আগামী ১৫ দিনের মধ্যে পাওয়া যাবে। আর অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলগুলো নিষ্পত্তি করা হলো। সে ক্ষেত্রে হাইকোর্টের বিচারাধীন রুলও নিষ্পত্তি হয়ে যাবে।’

তবে হাইকোর্টের রায়ে কী সংশোধন করা হয়েছে, আর কী পর্যবেক্ষণ থাকছে, তা উন্মুক্ত আদালতে ঘোষণা করেননি প্রধান বিচারপতি। এ বিষয়ে বিস্তারিত জানতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। ৭ সেপ্টেম্বর লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি শুরু হয়। পরে ১৩ সেপ্টেম্বর শুনানি শেষে গতকাল ছিল রায়ের দিন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান এবং এ কে এম ফজলুল হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আর যেসব রিট আবেদনে হাইকোর্টের ওই রায় এসেছিল, সেই রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী প্রবীর নিয়োগী, মুরাদ রেজা, মাহবুব উদ্দিন খোকন, আরশাদুর রউফ ও মো. রুহুল কুদ্দুস কাজল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত