বাসাইল প্রতিনিধি

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও একজনের মৃত্যুর ঘটনায় আতঙ্কের জনপদে পরিণত হয়েছে বাসাইলের ফুলকী ইউনিয়নের বালিয়া উত্তরপাড়া। প্রতিপক্ষের হামলা ও মামলা আতঙ্কে পুরুষেরা আত্মগোপন করেছন।
জানা গেছে, ৫ জানুয়ারি পঞ্চম ধাপে এ উপজেলার ৪ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরে ওই দিন সন্ধ্যায় উপজেলার ফুলকী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী জামাল উদ্দিনের সমর্থকেরা অপর পরাজিত সদস্যপ্রার্থী একই গ্রামের আব্দুল আজিজের সমর্থকদের প্রায় ১৫-২০টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।
এ সময় হামলাকারীদের দায়ের কোপে হেলাল মিয়া আহত হন। পরে ওই অবস্থায় তাঁকে বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার তিন দিন পর ৮ জানুয়ারি হেলাল মিয়া (৬৫) মারা যান। তবে হেলাল মিয়ার মৃত্যু নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ বলছেন, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন, তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে। আবার কেউ বলছেন, সহিংসতার শিকার হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, নির্বাচনী সহিংসতায় আহত হয়ে তিনি মারা গেছেন। মৃত হেলাল মিয়ার ছেলে মেহেদি হাসান মামুন বলেন, ‘নির্বাচনে হেরে জামাল উদ্দিনের লোকজন আমাদের বাড়িতে হামলা করে। এ সময় আমার মা ও বাবাকে মারধর করে। এর দুদিন পর বাবা মারা যান।
মামলা তুলে নিতে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি আমার বাবার খুনিদের বিচার চাই।’
এদিকে প্রতিপক্ষ পরাজিত প্রার্থী জামাল উদ্দিনের দাবি, ওই দিন রাতে বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর করা হয়েছে। কিন্তু হেলাল মিয়াকে মারধর করা হয়নি। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন।
এ ঘটনার পরেই আতঙ্ক বেড়ে গেছে কয়েক গুণ। গ্রামটিতে সুনসান নীরবতা বিরাজ করছে। গ্রেপ্তার আতঙ্কে এলাকা এখন পুরুষশূন্য। দিনে কিছু বয়স্ক মানুষের দেখা মিললেও রাতে বাড়িতে থাকছেন না কেউ। এলাকার নারী ও শিশুরাও আতঙ্কে জীবনযাপন করছেন। বন্ধ রয়েছে আয়-রোজগার, দৈনন্দিন কাজকর্ম। ইরি-বোরো মৌসুমের কৃষি আবাদেও পড়ছে এর প্রভাব। ভয় ও আতঙ্কে এ গ্রামে শ্রমিকেরাও আসতে চান না কাজ করতে। ফলে বন্ধ প্রায় কৃষি কার্যক্রম।
ওই গ্রামের অবসরপ্রাপ্ত দারোগা হাজি বাদশা মিয়াসহ এলাকাবাসী অভিযোগ করে বলেন, ‘নির্বাচনী সহিংস ঘটনায় আমরা এলাকার সাধারণ মানুষ ভয় আর আতঙ্কের মধ্যে মানবেতর জীবনযাপন করছি। বাড়িঘরে হামলা-ভাঙচুরের মামলা, তার ওপর একজনের মৃত্যুতে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। পুরুষশূন্য হয়ে পড়ছে গ্রাম। বিষয়টির দ্রুত সুরাহা চাই।’
মামলার তদন্তকারী পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল মোমেন আজকের পত্রিকাকে জানান, মামলার পর এ ঘটনার সঙ্গে জড়িত প্রায় সবাই আত্মগোপনে রয়েছেন। ইতিমধ্যে একজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, বাড়িঘরে হামলার ঘটনায় ৭ জানুয়ারি মামলা হয়েছে। মৃত্যুর বিষয়টি নিয়ে অভিযোগ ওঠায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা হচ্ছে না।

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও একজনের মৃত্যুর ঘটনায় আতঙ্কের জনপদে পরিণত হয়েছে বাসাইলের ফুলকী ইউনিয়নের বালিয়া উত্তরপাড়া। প্রতিপক্ষের হামলা ও মামলা আতঙ্কে পুরুষেরা আত্মগোপন করেছন।
জানা গেছে, ৫ জানুয়ারি পঞ্চম ধাপে এ উপজেলার ৪ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরে ওই দিন সন্ধ্যায় উপজেলার ফুলকী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী জামাল উদ্দিনের সমর্থকেরা অপর পরাজিত সদস্যপ্রার্থী একই গ্রামের আব্দুল আজিজের সমর্থকদের প্রায় ১৫-২০টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।
এ সময় হামলাকারীদের দায়ের কোপে হেলাল মিয়া আহত হন। পরে ওই অবস্থায় তাঁকে বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার তিন দিন পর ৮ জানুয়ারি হেলাল মিয়া (৬৫) মারা যান। তবে হেলাল মিয়ার মৃত্যু নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ বলছেন, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন, তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে। আবার কেউ বলছেন, সহিংসতার শিকার হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, নির্বাচনী সহিংসতায় আহত হয়ে তিনি মারা গেছেন। মৃত হেলাল মিয়ার ছেলে মেহেদি হাসান মামুন বলেন, ‘নির্বাচনে হেরে জামাল উদ্দিনের লোকজন আমাদের বাড়িতে হামলা করে। এ সময় আমার মা ও বাবাকে মারধর করে। এর দুদিন পর বাবা মারা যান।
মামলা তুলে নিতে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি আমার বাবার খুনিদের বিচার চাই।’
এদিকে প্রতিপক্ষ পরাজিত প্রার্থী জামাল উদ্দিনের দাবি, ওই দিন রাতে বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর করা হয়েছে। কিন্তু হেলাল মিয়াকে মারধর করা হয়নি। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন।
এ ঘটনার পরেই আতঙ্ক বেড়ে গেছে কয়েক গুণ। গ্রামটিতে সুনসান নীরবতা বিরাজ করছে। গ্রেপ্তার আতঙ্কে এলাকা এখন পুরুষশূন্য। দিনে কিছু বয়স্ক মানুষের দেখা মিললেও রাতে বাড়িতে থাকছেন না কেউ। এলাকার নারী ও শিশুরাও আতঙ্কে জীবনযাপন করছেন। বন্ধ রয়েছে আয়-রোজগার, দৈনন্দিন কাজকর্ম। ইরি-বোরো মৌসুমের কৃষি আবাদেও পড়ছে এর প্রভাব। ভয় ও আতঙ্কে এ গ্রামে শ্রমিকেরাও আসতে চান না কাজ করতে। ফলে বন্ধ প্রায় কৃষি কার্যক্রম।
ওই গ্রামের অবসরপ্রাপ্ত দারোগা হাজি বাদশা মিয়াসহ এলাকাবাসী অভিযোগ করে বলেন, ‘নির্বাচনী সহিংস ঘটনায় আমরা এলাকার সাধারণ মানুষ ভয় আর আতঙ্কের মধ্যে মানবেতর জীবনযাপন করছি। বাড়িঘরে হামলা-ভাঙচুরের মামলা, তার ওপর একজনের মৃত্যুতে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। পুরুষশূন্য হয়ে পড়ছে গ্রাম। বিষয়টির দ্রুত সুরাহা চাই।’
মামলার তদন্তকারী পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল মোমেন আজকের পত্রিকাকে জানান, মামলার পর এ ঘটনার সঙ্গে জড়িত প্রায় সবাই আত্মগোপনে রয়েছেন। ইতিমধ্যে একজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, বাড়িঘরে হামলার ঘটনায় ৭ জানুয়ারি মামলা হয়েছে। মৃত্যুর বিষয়টি নিয়ে অভিযোগ ওঠায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা হচ্ছে না।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫