Ajker Patrika

জন্মদিনে এতিমদের উপহার দিল তোহা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৫: ১৮
জন্মদিনে এতিমদের উপহার দিল তোহা

নিজের জন্মদিন পালন না করে মানবকল্যাণকামী অনাথালয়ের শিশুদের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণে করেছে এক স্কুলছাত্রী। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই প্রতিপাদ্যে এ কাজ করেছে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের তাসফিয়া হোসেন তোহা। গত মঙ্গলবার সন্ধ্যায় নিজের ১২ তম জন্মদিন উপলক্ষে এ সকল সামগ্রী বিতরণ করা হয়।

তোহা দৈনিক দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক তোবারক হোসেন খোকন ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাসিনা আক্তারের মেয়ে। তোহার পরিবার সূত্রে জানা গেছে, আগে প্রতিবছরই কেক কেটে বন্ধু-বান্ধবীদের নিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে জন্মদিন পালন করত সে। গত বছর থেকে সেই অনুষ্ঠান না করে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ শুরু করে তোহা। সে টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমসের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

স্কুলছাত্রী তোহা বলে, ‘সবাইকে নিয়ে জন্মদিনের কেক কেটে যে আনন্দ পাই, তার চেয়ে বেশি আনন্দ পাই এতিম শিশুদের মধ্যে উপহার বিতরণ করে। তাই গত বছর থেকে এতিম শিশুদের মধ্যে উপহার ও খাবার বিতরণ শুরু করি। কিন্তু যে শিশুদের বাবা-মা নেই, তাদের জন্মদিন পালন করবে কে? তাই আমার জমানো টাকা ও বাবা-মার দেওয়া টাকা দিয়ে এতিম ও দরিদ্র শিশুদের জন্য খাদ্যসামগ্রী সহ নানা ধরনের উপহার কিনে বিতরণ করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত