Ajker Patrika

৬ বন্ধু বেড়াতে বেরিয়ে ফিরল ৩ জনের লাশ

চাঁদপুর ও গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১১: ৩৫
৬ বন্ধু বেড়াতে বেরিয়ে  ফিরল ৩ জনের লাশ

কুমিল্লা থেকে ঘুরতে দুটি মোটরসাইকেলে চাঁদপুর গিয়েছিলেন ছয় বন্ধু। পথে মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন। চাঁদপুর-কুমিল্লা সড়কের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

এ ছাড়া রাজশাহীর গোদাগাড়ীতে গতকাল বাসের ধাক্কায় মায়ের হাত থেকে ছিটকে পড়ে বাসচাপায় নিহত হয়েছে এক শিশু।

চাঁদপুরের হাজীগঞ্জে নিহত তিন বন্ধু হলেন কুমিল্লার চান্দিনা পৌরসভার বেলাশ্বর এলাকার মৃধাবাড়ির বাসিন্দা মো. সোহাগ হোসেন (৩০), মো. মনির হোসেন (৩০) ও মো. সুজন হোসেন (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছয় বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে আসছিলেন। পথে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ধেররা নামক এলাকায় কুমিল্লাগামী একটি বাস তাঁদের একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলে থাকা তিন বন্ধু ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা বাসটিকে তাড়া করে হাজীগঞ্জ বাজারে আটকাতে পারলেও চালক পালিয়ে যান।

রাজশাহীর গোদাগাড়ীতে বাসচাপায় নিহত হয়েছে মো. তৌফিক নামে পাঁচ বছর বয়সী শিশু। গতকাল সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ীর জামাদান্নী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌফিক রাজশাহীর চারঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. বাবুর ছেলে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, জামাদান্নী মোড়ে শিশুটির নানার বাড়ি। সকালে মায়ের সঙ্গে সে জামাদান্নী আসে। গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় গ্রামীণ ট্রাভেলসের একটি বাস শিশুটিকে ধাক্কা দেয়। তখন মায়ের হাত থেকে ছিটকে পড়ে শিশুটি বাসের নিচে পিষ্ট হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত