মো. অলি উল্লাহ

তুরস্ক বুর্সলারি স্কলারশিপ তুরস্ক সরকারের দেওয়া বৃত্তি, যা সব দেশের জন্যই প্রযোজ্য। দুই দশক ধরে শিক্ষা খাতে ব্যাপক আধুনিকায়নের পরিপ্রেক্ষিতে প্রতিবছর উচ্চশিক্ষার জন্য বিশ্বের প্রায় ১৭২টি দেশ থেকে ৫ হাজার শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেওয়া হয়। এই বৃত্তির আবেদন ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে; যা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন করার সুযোগ রয়েছে অনার্স, মাস্টার্স ও পিএইচডিতে।
এটি তুরস্ক সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। তারা নির্দিষ্ট উদ্দেশ্য সামনে নিয়ে ২০১২ সাল থেকে বৃহৎ আকারে পুরো পৃথিবী থেকে ছাত্র আনা শুরু করে। সে বছরই বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা এই স্কলারশিপে তুরস্কতে আসা শুরু করেন। প্রতিবছর বাংলাদেশ থেকে অনার্স, মাস্টার্স ও পিএইচডিতে সর্বসাকল্যে ৭০-৮০ জনকে এই স্কলারশিপ দিয়ে থাকে। গত বছর মোট আবেদন করেছে ১ লাখ ৬৫ হাজার।
তুরস্কের সেরা বিশ্ববিদ্যালয়
তুরস্কতে বর্তমানে ২০৯টি বিশ্ববিদ্যালয় আছে, যার মধ্যে ৫০টির বেশি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ওপরের সারিতে। এর মধ্যে কয়েকটি সেরা বিশ্ববিদ্যালয় হচ্ছে—মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি, বোয়াজিসি ইউনিভার্সিটি, ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটি, আঙ্কারা ইউনিভার্সিটি, আঙ্কারা-ইস্তাম্বুল ইউনিভার্সিটি, হাজেতেপে ইউনিভার্সিটি, এগে ইউনিভার্সিটি, ডকুজ এইলুল ইউনিভার্সিটি।
সুযোগ-সুবিধা
আবেদনের সময়কাল
প্রতিবছর জানুয়ারির মাঝামাঝি শুরু হয়ে প্রায় এক মাস চলে। এ বছর ২০২৩ সালের ১০ জানুয়ারি আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ৩টায় শেষ হবে। এই সময়ের মধ্যে যেকোনো দিন আবেদন করা যাবে। একসঙ্গে পুরো আবেদন শেষ করতে হবে এ রকম কোনো শর্ত নেই। প্রথম দিন শুরু করে শেষ দিনও কমপ্লিট করতে পারেন।
যা যা লাগবে
বি.দ্র.: অনার্সের জন্য: এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ৭০ শতাংশ মার্কস সমান বাংলাদেশের জিপিএ-৩.৪০।
মাস্টার্স ও পিএইচডির জন্য এসএসসি ও এইচএসসিতে ৭৫ শতাংশ মার্কস সমান বাংলাদেশের জিপিএ-৩.৬৭ এবং অনার্সে সিজিপিএ-২.৯৩ (মাস্টার্সের জন্যও প্রযোজ্য)। মেডিকেলের জন্য ৯০ শতাংশ মার্কস সমান জিপিএ-৪.৪৫। আবেদনের বিস্তারিত জানতে ব্রাউজ করুন।
বয়সসীমা
১০ জানুয়ারি ২০২৩ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে। অনার্সের জন্য আবেদন করতে সর্বোচ্চ বয়স ২১ বছর বা তার কম হতে হবে। মাস্টার্সের জন্য সর্বোচ্চ বয়স ৩০ বছর বা তার কম হতে হবে। পিএইচডির জন্য আবেদন করতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে। রিসার্চ/পোস্ট ডক্টরেট প্রোগ্রামের জন্য আবেদন করতে সর্বোচ্চ বয়স ৪৫ বছর বা তার কম হতে হবে।
পরামর্শ
যেহেতু তুরস্ক বুর্সলারি স্কলারশিপে আবেদনের জন্য প্রফেসর বা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে আবেদন করতে হয় না, স্কলারশিপের ওয়েবসাইটে গিয়ে একবার আবেদন করলেই হয়। সুতরাং সততা ও দক্ষতার সঙ্গে নিজের শিক্ষা জীবন, আপনার যোগ্যতা, তীব্র আগ্রহ ও কেন তুরস্ক আসতে চান, সবকিছুর সমন্বয়ে একটা সৃজনশীল উপস্থাপনা স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) থাকাটা খুব জরুরি। একই সঙ্গে প্রপোজালটাও সুস্পষ্ট এবং একাডেমিকেলি খুবই চমৎকার হওয়া জরুরি। যেহেতু এই স্কলারশিপ খুবই প্রতিযোগিতামূলক, তাই আপনার সব অর্জন ও এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটির প্রমাণপত্র বা সার্টিফিকেট আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে, এগুলো দিতেও ভুলবেন না।
মো. অলি উল্লাহ, পিএইচডি গবেষক, ইস্তাম্বুল মেদেনিয়েত ইউনিভার্সিটি, তুরস্ক।
অনুলিখন: মো. আশিকুর রহমান

তুরস্ক বুর্সলারি স্কলারশিপ তুরস্ক সরকারের দেওয়া বৃত্তি, যা সব দেশের জন্যই প্রযোজ্য। দুই দশক ধরে শিক্ষা খাতে ব্যাপক আধুনিকায়নের পরিপ্রেক্ষিতে প্রতিবছর উচ্চশিক্ষার জন্য বিশ্বের প্রায় ১৭২টি দেশ থেকে ৫ হাজার শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেওয়া হয়। এই বৃত্তির আবেদন ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে; যা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন করার সুযোগ রয়েছে অনার্স, মাস্টার্স ও পিএইচডিতে।
এটি তুরস্ক সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। তারা নির্দিষ্ট উদ্দেশ্য সামনে নিয়ে ২০১২ সাল থেকে বৃহৎ আকারে পুরো পৃথিবী থেকে ছাত্র আনা শুরু করে। সে বছরই বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা এই স্কলারশিপে তুরস্কতে আসা শুরু করেন। প্রতিবছর বাংলাদেশ থেকে অনার্স, মাস্টার্স ও পিএইচডিতে সর্বসাকল্যে ৭০-৮০ জনকে এই স্কলারশিপ দিয়ে থাকে। গত বছর মোট আবেদন করেছে ১ লাখ ৬৫ হাজার।
তুরস্কের সেরা বিশ্ববিদ্যালয়
তুরস্কতে বর্তমানে ২০৯টি বিশ্ববিদ্যালয় আছে, যার মধ্যে ৫০টির বেশি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ওপরের সারিতে। এর মধ্যে কয়েকটি সেরা বিশ্ববিদ্যালয় হচ্ছে—মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি, বোয়াজিসি ইউনিভার্সিটি, ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটি, আঙ্কারা ইউনিভার্সিটি, আঙ্কারা-ইস্তাম্বুল ইউনিভার্সিটি, হাজেতেপে ইউনিভার্সিটি, এগে ইউনিভার্সিটি, ডকুজ এইলুল ইউনিভার্সিটি।
সুযোগ-সুবিধা
আবেদনের সময়কাল
প্রতিবছর জানুয়ারির মাঝামাঝি শুরু হয়ে প্রায় এক মাস চলে। এ বছর ২০২৩ সালের ১০ জানুয়ারি আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ৩টায় শেষ হবে। এই সময়ের মধ্যে যেকোনো দিন আবেদন করা যাবে। একসঙ্গে পুরো আবেদন শেষ করতে হবে এ রকম কোনো শর্ত নেই। প্রথম দিন শুরু করে শেষ দিনও কমপ্লিট করতে পারেন।
যা যা লাগবে
বি.দ্র.: অনার্সের জন্য: এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ৭০ শতাংশ মার্কস সমান বাংলাদেশের জিপিএ-৩.৪০।
মাস্টার্স ও পিএইচডির জন্য এসএসসি ও এইচএসসিতে ৭৫ শতাংশ মার্কস সমান বাংলাদেশের জিপিএ-৩.৬৭ এবং অনার্সে সিজিপিএ-২.৯৩ (মাস্টার্সের জন্যও প্রযোজ্য)। মেডিকেলের জন্য ৯০ শতাংশ মার্কস সমান জিপিএ-৪.৪৫। আবেদনের বিস্তারিত জানতে ব্রাউজ করুন।
বয়সসীমা
১০ জানুয়ারি ২০২৩ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে। অনার্সের জন্য আবেদন করতে সর্বোচ্চ বয়স ২১ বছর বা তার কম হতে হবে। মাস্টার্সের জন্য সর্বোচ্চ বয়স ৩০ বছর বা তার কম হতে হবে। পিএইচডির জন্য আবেদন করতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে। রিসার্চ/পোস্ট ডক্টরেট প্রোগ্রামের জন্য আবেদন করতে সর্বোচ্চ বয়স ৪৫ বছর বা তার কম হতে হবে।
পরামর্শ
যেহেতু তুরস্ক বুর্সলারি স্কলারশিপে আবেদনের জন্য প্রফেসর বা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে আবেদন করতে হয় না, স্কলারশিপের ওয়েবসাইটে গিয়ে একবার আবেদন করলেই হয়। সুতরাং সততা ও দক্ষতার সঙ্গে নিজের শিক্ষা জীবন, আপনার যোগ্যতা, তীব্র আগ্রহ ও কেন তুরস্ক আসতে চান, সবকিছুর সমন্বয়ে একটা সৃজনশীল উপস্থাপনা স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) থাকাটা খুব জরুরি। একই সঙ্গে প্রপোজালটাও সুস্পষ্ট এবং একাডেমিকেলি খুবই চমৎকার হওয়া জরুরি। যেহেতু এই স্কলারশিপ খুবই প্রতিযোগিতামূলক, তাই আপনার সব অর্জন ও এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটির প্রমাণপত্র বা সার্টিফিকেট আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে, এগুলো দিতেও ভুলবেন না।
মো. অলি উল্লাহ, পিএইচডি গবেষক, ইস্তাম্বুল মেদেনিয়েত ইউনিভার্সিটি, তুরস্ক।
অনুলিখন: মো. আশিকুর রহমান

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫