নয়ন রহমান

আগে দর্শনধারী পরে গুণবিচারি। নিজেকে আরও আকর্ষণীয় ও মোহনীয় করে তুলতে পোশাকের প্রতি বাড়তি নজর মানুষের যুগে যুগে। পোশাকের ডিজাইনে ও গুণগত মানে যেমন ভিন্নতা রয়েছে, তেমনি দামেও আছে বিশাল তারতম্য। জমকালো আয়োজনগুলোতে সাধারণত দামি পোশাকের পসরা দেখা যায়। আর এসব ব্যাপারে বিনোদনজগতের তারকাদের প্রতি নজর থাকে পৃথিবীজোড়া মানুষের।
৫. প্যারিস হিলটন
৫ লাখ ক্রিস্টালে তৈরি অগাস্ট গ্যাটি গাউনটি পরে প্যারিস হিলটন হলিউডের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। বিখ্যাত স্বরোস্কি জিমখচিত এই পোশাকটির দাম ধরা হয়েছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা। দামের পাশাপাশি দেখতেও অনন্য এ পোশাকটি প্যারিস হিলটনের সৌন্দর্যকে ভিন্নমাত্রায় উন্নীত করেছিল সবদিক দিয়েই।
৪. অড্রে হেপবার্ন
অভিজাত জুয়েলারি রিটেইলার টিফানি অ্যান্ড কোম্পানির ব্রেকফাস্ট পার্টিতে পরা কালো রঙের পোশাকটিতে অড্রে হেপবার্নের একটি আইকনিক লুক তৈরি হয়েছিল। ফরাসি ফ্যাশন ও পারফিউম হাউস জিভানসি’র তৈরি করা এ পোশাকটি নিলামে বিক্রি হয়েছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি টাকায়, যা তার প্রাথমিক মূল্যের ৬ গুণ বেশি। সে অর্থ দান করা হয়েছিল ভারতের একটি দারিদ্র্য বিমোচনে কাজ করা দাতব্য প্রতিষ্ঠানের তহবিলে।
৩. নিকোল কিডম্যান
২ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৭ কোটি টাকার বেশি মূল্যের পোশাকটি নিকোল কিডম্যান পরেছিলেন ১৯৯৭ সালের অস্কার অনুষ্ঠানে। শুধু দামে নয়, ডিজাইন ও মানের বিচারেও অনন্য এ পোশাক তখন পর্যন্ত চোখধাঁধানো পোশাকের শীর্ষে ছিল এবং এর মাধ্যমেই তিনি লাল কার্পেটে অনন্য এক উদাহরণ তৈরি করেন।
২. জেনিফার লরেন্স
২০১৩ সালের একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজেকে মোহনীয় করে রাখতে জেনিফার লরেন্স যে পোশাকটি পরেছিলেন, দামের বিচারে এখন পর্যন্ত এটি আছে তালিকার ২ নম্বর অবস্থানে। ব্লাশ গোলাপি রঙের পোশাকটি দিয়ে অতিথিদের মুগ্ধ করে অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখা পোশাকটির দাম জানা গিয়েছিল ৪ মিলিয়ন মার্কিন ডলার বা সাড়ে ৩৪ কোটি টাকা।
১. মেরিলিন মনরো
অনেকের স্বপ্ন জগতের নায়িকা মেরিলিন মনরো শুধু অভিনয় নয় ফ্যাশনের জন্যও বিখ্যাত। ‘দ্য সেভেন ইয়ার ইচ’ চলচ্চিত্রের জন্য চিত্র গ্রহণের সময় মেরিলিন যে পোশাকটি পরেছিলেন, তা এখন পর্যন্ত আইকনিক পোশাকগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। ২০১১ সালে নিলামে বিক্রি হওয়া এ পোশাকের দাম উঠেছিল ৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা। নাম জানাতে অনিচ্ছুক ক্রেতার কিনে নেওয়া সেই পোশাকটিই এখনো সবচেয়ে দামি পোশাকের তালিকায় শীর্ষে অবস্থান করছে।
সূত্র: ব্রাইট সাইড

আগে দর্শনধারী পরে গুণবিচারি। নিজেকে আরও আকর্ষণীয় ও মোহনীয় করে তুলতে পোশাকের প্রতি বাড়তি নজর মানুষের যুগে যুগে। পোশাকের ডিজাইনে ও গুণগত মানে যেমন ভিন্নতা রয়েছে, তেমনি দামেও আছে বিশাল তারতম্য। জমকালো আয়োজনগুলোতে সাধারণত দামি পোশাকের পসরা দেখা যায়। আর এসব ব্যাপারে বিনোদনজগতের তারকাদের প্রতি নজর থাকে পৃথিবীজোড়া মানুষের।
৫. প্যারিস হিলটন
৫ লাখ ক্রিস্টালে তৈরি অগাস্ট গ্যাটি গাউনটি পরে প্যারিস হিলটন হলিউডের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। বিখ্যাত স্বরোস্কি জিমখচিত এই পোশাকটির দাম ধরা হয়েছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা। দামের পাশাপাশি দেখতেও অনন্য এ পোশাকটি প্যারিস হিলটনের সৌন্দর্যকে ভিন্নমাত্রায় উন্নীত করেছিল সবদিক দিয়েই।
৪. অড্রে হেপবার্ন
অভিজাত জুয়েলারি রিটেইলার টিফানি অ্যান্ড কোম্পানির ব্রেকফাস্ট পার্টিতে পরা কালো রঙের পোশাকটিতে অড্রে হেপবার্নের একটি আইকনিক লুক তৈরি হয়েছিল। ফরাসি ফ্যাশন ও পারফিউম হাউস জিভানসি’র তৈরি করা এ পোশাকটি নিলামে বিক্রি হয়েছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি টাকায়, যা তার প্রাথমিক মূল্যের ৬ গুণ বেশি। সে অর্থ দান করা হয়েছিল ভারতের একটি দারিদ্র্য বিমোচনে কাজ করা দাতব্য প্রতিষ্ঠানের তহবিলে।
৩. নিকোল কিডম্যান
২ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৭ কোটি টাকার বেশি মূল্যের পোশাকটি নিকোল কিডম্যান পরেছিলেন ১৯৯৭ সালের অস্কার অনুষ্ঠানে। শুধু দামে নয়, ডিজাইন ও মানের বিচারেও অনন্য এ পোশাক তখন পর্যন্ত চোখধাঁধানো পোশাকের শীর্ষে ছিল এবং এর মাধ্যমেই তিনি লাল কার্পেটে অনন্য এক উদাহরণ তৈরি করেন।
২. জেনিফার লরেন্স
২০১৩ সালের একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজেকে মোহনীয় করে রাখতে জেনিফার লরেন্স যে পোশাকটি পরেছিলেন, দামের বিচারে এখন পর্যন্ত এটি আছে তালিকার ২ নম্বর অবস্থানে। ব্লাশ গোলাপি রঙের পোশাকটি দিয়ে অতিথিদের মুগ্ধ করে অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখা পোশাকটির দাম জানা গিয়েছিল ৪ মিলিয়ন মার্কিন ডলার বা সাড়ে ৩৪ কোটি টাকা।
১. মেরিলিন মনরো
অনেকের স্বপ্ন জগতের নায়িকা মেরিলিন মনরো শুধু অভিনয় নয় ফ্যাশনের জন্যও বিখ্যাত। ‘দ্য সেভেন ইয়ার ইচ’ চলচ্চিত্রের জন্য চিত্র গ্রহণের সময় মেরিলিন যে পোশাকটি পরেছিলেন, তা এখন পর্যন্ত আইকনিক পোশাকগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। ২০১১ সালে নিলামে বিক্রি হওয়া এ পোশাকের দাম উঠেছিল ৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা। নাম জানাতে অনিচ্ছুক ক্রেতার কিনে নেওয়া সেই পোশাকটিই এখনো সবচেয়ে দামি পোশাকের তালিকায় শীর্ষে অবস্থান করছে।
সূত্র: ব্রাইট সাইড

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫