প্রতিনিধি, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ)

অনিয়মিত হালনাগাদ, ভুল ও অসম্পূর্ণ তথ্য দিয়ে রাজনগর উপজেলার বিভিন্ন দপ্তরের তথ্য বাতায়নের কার্যক্রম চলছে। প্রয়োজনীয় জনবল ও ইন্টারনেট-সংযোগও রয়েছে সব দপ্তরে; তবুও অসম্পূর্ণ তথ্য বাতায়ন। এ কারণে তথ্যবিভ্রাটে পড়তে হচ্ছে সুবিধাভোগীদের।
উপজেলার সুবিধাভোগীদের দাবি, তথ্য বাতায়নের ওয়েবসাইটটিতে যে তথ্য রয়েছে তা হালনাগাদ করা হয় না নিয়মিত। সরকারের ডিজিটাল কার্যক্রমের অন্যতম একটি হলো ‘তথ্য বাতায়ন’। অথচ উপজেলা তথ্য বাতায়ন চলছে দায়সারাভাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশকে ডিজিটালে রূপান্তরের পাশাপাশি সরকারি সেবা ও তথ্য জনগণের কাছে সহজে পৌঁছে দিতে ২০১৪ সালের ১৪ জুলাই একসঙ্গে ২৫ হাজার ওয়েবসাইটের সমন্বয়ে চালু হয় জাতীয় তথ্য বাতায়ন ওয়েব পোর্টাল।
থানার তথ্য বাতায়নে সাবেক অফিস প্রধানদের তালিকাটি রয়েছে ফাঁকা। কর্মকর্তাদের তালিকায় বদলি হয়ে যাওয়া (পুলিশ পরিদর্শক) মো. আবুল হাসিমের নাম থাকলেও বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের কোনো তথ্য নেই। বাতায়নে কর্মকর্তার তালিকায় অফিস প্রধান (পুলিশ পরিদর্শক) হিসেবে আছেন মো. আবুল হাসিম; যিনি ২০২১ সালের জুনে বদলি হয়ে অন্যত্র চলে গেছেন।
এদিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে ফরিদ আহমদ দায়িত্ব পালন করলেও বাতায়নে তাঁর কোনো তথ্যই পাওয়া যায়নি।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তীর নাম থাকলেও ছবি রয়েছে আগের ভাইস চেয়ারম্যান ডলি বেগমের। উপজেলা প্রশাসনের কর্মকর্তার নাম থেকে শুরু করে মাসিক কর্মসূচি, সভার নোটিশ ও কার্যবিবরণী তালিকায় ডিজিটালের কোনো ছোঁয়া লাগেনি। এগুলো রয়েছে ফাঁকা। উপজেলা সাব রেজিস্ট্রির কার্যালয়ে যেন ডিজিটালের কোনো ছোঁয়া লাগেনি। সাব রেজিস্ট্রার পদে কত কর্মকর্তার যোগদান হলো, বদলি হলো; কিন্তু পোর্টালে নেই কোনো কর্মকর্তারই তথ্য। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের পোর্টালে অফিস প্রধান, কর্মকর্তা-কর্মচারীদের কোনো তথ্যই পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাধ্যমিক শিক্ষা অফিস, একাডেমিক সুপার ভাইজার অফিস, পোস্ট অফিস, পল্লীবিদ্যুৎ অফিস, উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্প অফিস, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন অফিসসহ অনেক অফিসেরই তথ্য নেই তথ্য বাতায়নে। যুব উন্নয়ন অধিদপ্তরের পোর্টালে কর্মকর্তা-কর্মচারীর বিষয়ে তথ্য থাকলেও, তথ্য নেই যোগাযোগের বিষয়ে।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় তথ্য বাতায়নে নিয়মিত তথ্য আপলোড নিশ্চিত করতে নিজ নিজ দপ্তরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিগগিরই এগুলো ঠিক হয়ে যাবে।

অনিয়মিত হালনাগাদ, ভুল ও অসম্পূর্ণ তথ্য দিয়ে রাজনগর উপজেলার বিভিন্ন দপ্তরের তথ্য বাতায়নের কার্যক্রম চলছে। প্রয়োজনীয় জনবল ও ইন্টারনেট-সংযোগও রয়েছে সব দপ্তরে; তবুও অসম্পূর্ণ তথ্য বাতায়ন। এ কারণে তথ্যবিভ্রাটে পড়তে হচ্ছে সুবিধাভোগীদের।
উপজেলার সুবিধাভোগীদের দাবি, তথ্য বাতায়নের ওয়েবসাইটটিতে যে তথ্য রয়েছে তা হালনাগাদ করা হয় না নিয়মিত। সরকারের ডিজিটাল কার্যক্রমের অন্যতম একটি হলো ‘তথ্য বাতায়ন’। অথচ উপজেলা তথ্য বাতায়ন চলছে দায়সারাভাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশকে ডিজিটালে রূপান্তরের পাশাপাশি সরকারি সেবা ও তথ্য জনগণের কাছে সহজে পৌঁছে দিতে ২০১৪ সালের ১৪ জুলাই একসঙ্গে ২৫ হাজার ওয়েবসাইটের সমন্বয়ে চালু হয় জাতীয় তথ্য বাতায়ন ওয়েব পোর্টাল।
থানার তথ্য বাতায়নে সাবেক অফিস প্রধানদের তালিকাটি রয়েছে ফাঁকা। কর্মকর্তাদের তালিকায় বদলি হয়ে যাওয়া (পুলিশ পরিদর্শক) মো. আবুল হাসিমের নাম থাকলেও বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের কোনো তথ্য নেই। বাতায়নে কর্মকর্তার তালিকায় অফিস প্রধান (পুলিশ পরিদর্শক) হিসেবে আছেন মো. আবুল হাসিম; যিনি ২০২১ সালের জুনে বদলি হয়ে অন্যত্র চলে গেছেন।
এদিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে ফরিদ আহমদ দায়িত্ব পালন করলেও বাতায়নে তাঁর কোনো তথ্যই পাওয়া যায়নি।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তীর নাম থাকলেও ছবি রয়েছে আগের ভাইস চেয়ারম্যান ডলি বেগমের। উপজেলা প্রশাসনের কর্মকর্তার নাম থেকে শুরু করে মাসিক কর্মসূচি, সভার নোটিশ ও কার্যবিবরণী তালিকায় ডিজিটালের কোনো ছোঁয়া লাগেনি। এগুলো রয়েছে ফাঁকা। উপজেলা সাব রেজিস্ট্রির কার্যালয়ে যেন ডিজিটালের কোনো ছোঁয়া লাগেনি। সাব রেজিস্ট্রার পদে কত কর্মকর্তার যোগদান হলো, বদলি হলো; কিন্তু পোর্টালে নেই কোনো কর্মকর্তারই তথ্য। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের পোর্টালে অফিস প্রধান, কর্মকর্তা-কর্মচারীদের কোনো তথ্যই পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাধ্যমিক শিক্ষা অফিস, একাডেমিক সুপার ভাইজার অফিস, পোস্ট অফিস, পল্লীবিদ্যুৎ অফিস, উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্প অফিস, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন অফিসসহ অনেক অফিসেরই তথ্য নেই তথ্য বাতায়নে। যুব উন্নয়ন অধিদপ্তরের পোর্টালে কর্মকর্তা-কর্মচারীর বিষয়ে তথ্য থাকলেও, তথ্য নেই যোগাযোগের বিষয়ে।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় তথ্য বাতায়নে নিয়মিত তথ্য আপলোড নিশ্চিত করতে নিজ নিজ দপ্তরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিগগিরই এগুলো ঠিক হয়ে যাবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫