নীলফামারী প্রতিনিধি

ঈদে যাত্রী পরিবহনে বগি মেরামতে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫০টি বগি মেরামতের কথা থাকলেও হয়েছে ৬০টির মতো। এসব বগি সর্বশেষ গতকাল বুধবার হস্তান্তর করা হয়েছে রেলের ট্রাফিক বিভাগে। হস্তান্তরিত বগিগুলো দিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়েতে ঈদে ঘরমুখো যাত্রী পরিবহনের জন্য ঢাকা-খুলনা, ঢাকা-পার্বতীপুর রুটে দুটি বিশেষ ট্রেন চালু হবে। ট্রেন দুটিতে ২৪টি বগি সংযুক্ত করা হবে। ট্রেন দুটি ঈদের চার দিন আগে থেকে চলাচল শুরু করবে। বাকি বগিগুলো দেওয়া হবে অন্য আন্তনগর ট্রেনে।
সূত্রে জানা গেছে, এবার রেলপথে ঢাকা থেকে অন্যান্য গন্তব্যে অধিক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীরা যাতে কিছুটা স্বস্তিতে বাড়ি যেতে পারেন, সে বিষয়টি মাথায় রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভ্রমণের জন্য স্বাচ্ছন্দ্য মাধ্যম হিসেবে ট্রেনকে বেশি গুরুত্ব দিচ্ছেন সাধারণ মানুষ।
এর আগে বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর-উল আলম চৌধুরী গত সপ্তাহে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন এবং ওই সময় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বগি মেরামতের তাগিদ দেন কারখানা কর্তৃপক্ষকে।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রেল খাতে যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এবার পশ্চিমাঞ্চল রেলওয়েতে ৬০টি অতিরিক্ত বগি সংযুক্ত হচ্ছে; যা মেরামত হয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়।’ তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঈদে যাত্রীসেবায় রেল কারখানা সামান্যতম হলেও অবদান রাখতে পারছ, এ জন্য গৌরববোধ করছি আমরা।
আমাদের জনবল রয়েছে যান্ত্রিক শাখায় ২ হাজার ৮৫৯ জনের স্থলে মাত্র ৬৩২ এবং বৈদ্যুতিক শাখায় ৩৩৭ জনের জায়গায় মাত্র ১৪৮ জন। কেবল ২৫ ভাগ জনবল নিয়ে চলছে এ কারখানার বিশাল কর্মযজ্ঞ।’ তিনি কারখানায় জনবল নিয়োগে গুরুত্ব আরোপ করেন।

ঈদে যাত্রী পরিবহনে বগি মেরামতে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫০টি বগি মেরামতের কথা থাকলেও হয়েছে ৬০টির মতো। এসব বগি সর্বশেষ গতকাল বুধবার হস্তান্তর করা হয়েছে রেলের ট্রাফিক বিভাগে। হস্তান্তরিত বগিগুলো দিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়েতে ঈদে ঘরমুখো যাত্রী পরিবহনের জন্য ঢাকা-খুলনা, ঢাকা-পার্বতীপুর রুটে দুটি বিশেষ ট্রেন চালু হবে। ট্রেন দুটিতে ২৪টি বগি সংযুক্ত করা হবে। ট্রেন দুটি ঈদের চার দিন আগে থেকে চলাচল শুরু করবে। বাকি বগিগুলো দেওয়া হবে অন্য আন্তনগর ট্রেনে।
সূত্রে জানা গেছে, এবার রেলপথে ঢাকা থেকে অন্যান্য গন্তব্যে অধিক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীরা যাতে কিছুটা স্বস্তিতে বাড়ি যেতে পারেন, সে বিষয়টি মাথায় রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভ্রমণের জন্য স্বাচ্ছন্দ্য মাধ্যম হিসেবে ট্রেনকে বেশি গুরুত্ব দিচ্ছেন সাধারণ মানুষ।
এর আগে বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর-উল আলম চৌধুরী গত সপ্তাহে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন এবং ওই সময় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বগি মেরামতের তাগিদ দেন কারখানা কর্তৃপক্ষকে।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রেল খাতে যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এবার পশ্চিমাঞ্চল রেলওয়েতে ৬০টি অতিরিক্ত বগি সংযুক্ত হচ্ছে; যা মেরামত হয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়।’ তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঈদে যাত্রীসেবায় রেল কারখানা সামান্যতম হলেও অবদান রাখতে পারছ, এ জন্য গৌরববোধ করছি আমরা।
আমাদের জনবল রয়েছে যান্ত্রিক শাখায় ২ হাজার ৮৫৯ জনের স্থলে মাত্র ৬৩২ এবং বৈদ্যুতিক শাখায় ৩৩৭ জনের জায়গায় মাত্র ১৪৮ জন। কেবল ২৫ ভাগ জনবল নিয়ে চলছে এ কারখানার বিশাল কর্মযজ্ঞ।’ তিনি কারখানায় জনবল নিয়োগে গুরুত্ব আরোপ করেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫