আবদুল আযীয কাসেমি

কোরবানি আল্লাহর নবী হজরত ইবরাহিম (আ.)-এর সুন্নত। তাঁর কোরবানির আমল আল্লাহর কাছে অধিক পছন্দনীয় হওয়ায় মহানবী (সা.)-এর শরিয়তে সামর্থ্যবান মুসলিমদের জন্য তা আবশ্যক করে দেওয়া হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো।’ (সুরা কাউসার: ২) তবে সবার জন্য কোরবানি করা আবশ্যক নয়। কয়েকটি শর্ত পূর্ণ হওয়া সাপেক্ষে কোরবানি ওয়াজিব। যথা—
এক. মুসলিম হওয়া; অতএব অমুসলিমদের জন্য কোরবানির বিধান প্রযোজ্য নয়।
দুই. প্রাপ্তবয়স্ক হওয়া; অতএব অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি নির্দিষ্ট সম্পদের মালিক হলেও কোরবানি আবশ্যক নয়।
তিন. সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া; অতএব পাগল সম্পদের মালিক হলেও কোরবানি ওয়াজিব হবে না।
চার. স্বাধীন ব্যক্তি হওয়া; অতএব দাসের ওপর কোরবানি করা আবশ্যক নয়।
পাঁচ. মুকিম হওয়া অর্থাৎ কোনো স্থানে ১৫ দিনের বেশি সময়ের জন্য স্থায়ী হওয়া; অতএব মুসাফিরের ওপর কোরবানি আবশ্যক নয়।
ছয়. জাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। ১০ জিলহজ ফজরের পর থেকে ১২ জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকে কোরবানি দিতে হবে। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য ওই সম্পদ এক বছর মালিকানায় থাকা জরুরি নয়। (আদ-দুররুল মুখতার,৫/২১৯)
এ ছাড়া কোরবানির মানত করলে তা পূর্ণ করা ওয়াজিব। কারণ, আল্লাহ তাআলা বলেন, ‘তারা যেন নিজেদের মান্নত পূর্ণ করে’ (সুরা হজ: ২৯) আর যার জন্য কোরবানি আবশ্যক নয় সে যদি কোরবানি করার নিয়তে পশু কিনে ফেলে, তবে সেই পশুর কোরবানি দেওয়া তার জন্য আবশ্যক হয়ে যায়। এর বাইরে অন্য সব ধরনের কোরবানি নফল ও সওয়াবের কাজ।
আবদুল আযীয কাসেমি, শিক্ষক ও হাদিস গবেষক

কোরবানি আল্লাহর নবী হজরত ইবরাহিম (আ.)-এর সুন্নত। তাঁর কোরবানির আমল আল্লাহর কাছে অধিক পছন্দনীয় হওয়ায় মহানবী (সা.)-এর শরিয়তে সামর্থ্যবান মুসলিমদের জন্য তা আবশ্যক করে দেওয়া হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো।’ (সুরা কাউসার: ২) তবে সবার জন্য কোরবানি করা আবশ্যক নয়। কয়েকটি শর্ত পূর্ণ হওয়া সাপেক্ষে কোরবানি ওয়াজিব। যথা—
এক. মুসলিম হওয়া; অতএব অমুসলিমদের জন্য কোরবানির বিধান প্রযোজ্য নয়।
দুই. প্রাপ্তবয়স্ক হওয়া; অতএব অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি নির্দিষ্ট সম্পদের মালিক হলেও কোরবানি আবশ্যক নয়।
তিন. সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া; অতএব পাগল সম্পদের মালিক হলেও কোরবানি ওয়াজিব হবে না।
চার. স্বাধীন ব্যক্তি হওয়া; অতএব দাসের ওপর কোরবানি করা আবশ্যক নয়।
পাঁচ. মুকিম হওয়া অর্থাৎ কোনো স্থানে ১৫ দিনের বেশি সময়ের জন্য স্থায়ী হওয়া; অতএব মুসাফিরের ওপর কোরবানি আবশ্যক নয়।
ছয়. জাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। ১০ জিলহজ ফজরের পর থেকে ১২ জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকে কোরবানি দিতে হবে। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য ওই সম্পদ এক বছর মালিকানায় থাকা জরুরি নয়। (আদ-দুররুল মুখতার,৫/২১৯)
এ ছাড়া কোরবানির মানত করলে তা পূর্ণ করা ওয়াজিব। কারণ, আল্লাহ তাআলা বলেন, ‘তারা যেন নিজেদের মান্নত পূর্ণ করে’ (সুরা হজ: ২৯) আর যার জন্য কোরবানি আবশ্যক নয় সে যদি কোরবানি করার নিয়তে পশু কিনে ফেলে, তবে সেই পশুর কোরবানি দেওয়া তার জন্য আবশ্যক হয়ে যায়। এর বাইরে অন্য সব ধরনের কোরবানি নফল ও সওয়াবের কাজ।
আবদুল আযীয কাসেমি, শিক্ষক ও হাদিস গবেষক

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫