ফেনী প্রতিনিধি

ফেনী শহরে গ্যাস-সংকট চরম আকার ধারণ করায় পৌরবাসীকে তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে। কয়েক বছর ফেনীতে গ্যাসসংকট থাকলেও কয়েকদিন ধরে এ সমস্যা আরও ব্যাপক আকার ধারণ করেছে। গ্যাসসংকটের কারণে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষেরা পড়েছেন মহাবিপদে। তারা লাইনে সাপ্লাই পাওয়া গ্যাসের পাশাপাশি সিলিন্ডার গ্যাস ক্রয় করায় ভোগান্তির শেষ নেই বলে জানান।
নিম্নবিত্তের বাসিন্দাদের মধ্যে অনেকেই জ্বালানি কাঠ ব্যবহার করে কোনো রকম রান্নাবান্না করতে পারলেও বহুতল ভবন ও দালান ঘরের বাসিন্দারা খড়-লাকড়ি ব্যবহার করতে না পারায় তাদের বাধ্য হয়ে গ্যাস সিলিন্ডার ক্রয় করতে হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ বেড়ে যাওয়ায় চাপ কমেছে।
জানা যায়, শহরের মাস্টারপাড়া, উত্তর সহদেবপুর, দক্ষিণ সহদেবপুর, কদল গাজী রোড, একাডেমি, রামপুর, দাউদপুর, আরামবাগ এলাকায় গ্যাসসংকটের পরিমাণ বেশি। প্রতিবছর এসব এলাকায় এ সমস্যা হলেও অন্য বছরের তুলনায় এবার সমস্যা অসহনীয় পর্যায়ে চলে গেছে। এসব এলাকার বাসিন্দারা বলেন, ‘সকাল ৬টা ৩০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত পৌর এলাকায় চুলা জ্বলে না। দিনে গ্যাসের প্রেসার না থাকায় গৃহিণীদের গভীর রাতে রান্না করতে হয়। এতে তাদের চরম দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। তীব্র গ্যাসসংকটের কারণে এসব এলাকার গ্যাস সংযোগ থাকার পরও এলপি গ্যাসের সিলিন্ডার ক্রয় করতে হচ্ছে তাঁদের।
শহরের শান্তিধারা এলাকার গৃহিণী হালিমা বেগম বলেন, ‘রাতের বেলায়ও অনেক সময় চুলায় আগুন মিটমিট করে জ্বলে।’ একই এলাকার গৃহবধূ শাহিনুর ইসলাম জানান, গ্যাস সংযোগ থাকার পরও তাঁরা কয়েক বছর ধরে সিলিন্ডারের গ্যাসই বেশি ব্যবহার করেন। ঠিক সময় খেতে হলে গ্যাস সিলিন্ডারের বিকল্প নেই।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল থেকে লালপোল পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন দুটি। দুটির মধ্যে মহিপালের নজির আহম্মদ ফিলিং স্টেশনে গ্যাস পাওয়া গেলেও প্রেসার থাকে অনেক কম। লালপোলের স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশন প্রায় প্রতিদিন সকাল ৬টা ৩০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত বন্ধই থাকে।
এতে সিএনজিচালিত পরিবহন ব্যবহারকারীরা বিপাকে রয়েছেন।
মহিপালের জসিম নামের এক সিএনজি অটোরিকশাচালক জানান, গেল রোববার তার গাড়িতে সিএনজি শেষ হয়ে যাওয়ায় সোমবার ভোরে অকটেনে গাড়ি চালিয়ে নজির আহম্মদ সিএনজি স্টেশনে যান। গাড়ির বিশাল লাইন দেখে ও প্রেসার কম থাকায় চলে যান লালপোলের স্টার লাইনে।
সেখানে গিয়ে দেখেন সিএনজি স্টেশনটি বন্ধ। আশপাশ এলাকায় আর সিএনজি স্টেশন না থাকায় তিনি বাধ্য হয়ে আবার গাড়ি ঘুরিয়ে চলে যান পাঁচগাছিয়ার সিএনজি স্টেশনে। সেখানে যাওয়ার আগে অকটেনও শেষ হয়ে যাওয়ায় লোক দিয়ে গাড়ি ধাক্কা দিয়ে তাকে সিএনজি ফিলিং স্টেশনে যেতে হয়েছে।
এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ফেনী শাখার ব্যবস্থাপক (বিক্রয়) বাপ্পি শাহরিয়ার বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির সংকট রয়েছে। বিদ্যুতের জ্বালানি হিসেবে বর্তমানে গ্যাসের ওপর চাপ বেড়েছে। এ মুহূর্তে বিটিসিএল আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ কমিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ একটু বেশি করছে। এ কারণে গ্যাসসংকট রয়েছে।’

ফেনী শহরে গ্যাস-সংকট চরম আকার ধারণ করায় পৌরবাসীকে তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে। কয়েক বছর ফেনীতে গ্যাসসংকট থাকলেও কয়েকদিন ধরে এ সমস্যা আরও ব্যাপক আকার ধারণ করেছে। গ্যাসসংকটের কারণে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষেরা পড়েছেন মহাবিপদে। তারা লাইনে সাপ্লাই পাওয়া গ্যাসের পাশাপাশি সিলিন্ডার গ্যাস ক্রয় করায় ভোগান্তির শেষ নেই বলে জানান।
নিম্নবিত্তের বাসিন্দাদের মধ্যে অনেকেই জ্বালানি কাঠ ব্যবহার করে কোনো রকম রান্নাবান্না করতে পারলেও বহুতল ভবন ও দালান ঘরের বাসিন্দারা খড়-লাকড়ি ব্যবহার করতে না পারায় তাদের বাধ্য হয়ে গ্যাস সিলিন্ডার ক্রয় করতে হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ বেড়ে যাওয়ায় চাপ কমেছে।
জানা যায়, শহরের মাস্টারপাড়া, উত্তর সহদেবপুর, দক্ষিণ সহদেবপুর, কদল গাজী রোড, একাডেমি, রামপুর, দাউদপুর, আরামবাগ এলাকায় গ্যাসসংকটের পরিমাণ বেশি। প্রতিবছর এসব এলাকায় এ সমস্যা হলেও অন্য বছরের তুলনায় এবার সমস্যা অসহনীয় পর্যায়ে চলে গেছে। এসব এলাকার বাসিন্দারা বলেন, ‘সকাল ৬টা ৩০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত পৌর এলাকায় চুলা জ্বলে না। দিনে গ্যাসের প্রেসার না থাকায় গৃহিণীদের গভীর রাতে রান্না করতে হয়। এতে তাদের চরম দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। তীব্র গ্যাসসংকটের কারণে এসব এলাকার গ্যাস সংযোগ থাকার পরও এলপি গ্যাসের সিলিন্ডার ক্রয় করতে হচ্ছে তাঁদের।
শহরের শান্তিধারা এলাকার গৃহিণী হালিমা বেগম বলেন, ‘রাতের বেলায়ও অনেক সময় চুলায় আগুন মিটমিট করে জ্বলে।’ একই এলাকার গৃহবধূ শাহিনুর ইসলাম জানান, গ্যাস সংযোগ থাকার পরও তাঁরা কয়েক বছর ধরে সিলিন্ডারের গ্যাসই বেশি ব্যবহার করেন। ঠিক সময় খেতে হলে গ্যাস সিলিন্ডারের বিকল্প নেই।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল থেকে লালপোল পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন দুটি। দুটির মধ্যে মহিপালের নজির আহম্মদ ফিলিং স্টেশনে গ্যাস পাওয়া গেলেও প্রেসার থাকে অনেক কম। লালপোলের স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশন প্রায় প্রতিদিন সকাল ৬টা ৩০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত বন্ধই থাকে।
এতে সিএনজিচালিত পরিবহন ব্যবহারকারীরা বিপাকে রয়েছেন।
মহিপালের জসিম নামের এক সিএনজি অটোরিকশাচালক জানান, গেল রোববার তার গাড়িতে সিএনজি শেষ হয়ে যাওয়ায় সোমবার ভোরে অকটেনে গাড়ি চালিয়ে নজির আহম্মদ সিএনজি স্টেশনে যান। গাড়ির বিশাল লাইন দেখে ও প্রেসার কম থাকায় চলে যান লালপোলের স্টার লাইনে।
সেখানে গিয়ে দেখেন সিএনজি স্টেশনটি বন্ধ। আশপাশ এলাকায় আর সিএনজি স্টেশন না থাকায় তিনি বাধ্য হয়ে আবার গাড়ি ঘুরিয়ে চলে যান পাঁচগাছিয়ার সিএনজি স্টেশনে। সেখানে যাওয়ার আগে অকটেনও শেষ হয়ে যাওয়ায় লোক দিয়ে গাড়ি ধাক্কা দিয়ে তাকে সিএনজি ফিলিং স্টেশনে যেতে হয়েছে।
এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ফেনী শাখার ব্যবস্থাপক (বিক্রয়) বাপ্পি শাহরিয়ার বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির সংকট রয়েছে। বিদ্যুতের জ্বালানি হিসেবে বর্তমানে গ্যাসের ওপর চাপ বেড়েছে। এ মুহূর্তে বিটিসিএল আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ কমিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ একটু বেশি করছে। এ কারণে গ্যাসসংকট রয়েছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫