Ajker Patrika

নৌকার ৭ বিদ্রোহীকে দল থেকে বহিষ্কার

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৯: ০৮
নৌকার ৭ বিদ্রোহীকে দল থেকে বহিষ্কার

মানিকগঞ্জের সিঙ্গাইর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ / ১১ ধারা মোতাবেক তাঁদের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ বহিষ্কারাদেশ গতকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে। বহিষ্কৃতরা সিঙ্গাইরের বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

বহিষ্কৃত নেতারা হলেন সিঙ্গাইর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বলধরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. ওবায়দুর রহমান, চান্দহর ইউনিয়নের আওয়ামী লীগ সদস্য ও ওই ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামির্ত্তা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন।

এ ছাড়া জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন ফকির এবং অলি আহমদ মোল্লা, জামসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিঠু এবং শায়েস্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত