নওরোজ চৌধুরী

প্রতিদিন কতশত নতুন ডিভাইস আসছে বাজারে—আমরা কয়টার আর খবর রাখি। বাজারে আছে কর্মব্যস্ত জীবনের মানসিক চাপ কমানোর চশমা, আছে গান শোনার চশমাও! আবার স্মার্ট হোম সিকিউরিটি ডিভাইসের পাশাপাশি বাজারে আছে ডিসপ্লে-কিপ্যাড ছাড়া ফোন। আবার প্রচণ্ড গরমে শীতল পরশ দিতে বাজারে পাওয়া যায় স্মার্ট কুলিং বেডসহ নানা রকম স্মার্ট পণ্য, যা আমাদের দৈনন্দিন জীবনে জায়গা করে নিয়েছে।
মনের চাপ কমানোর চশমা
স্বয়ংক্রিয়ভাবে চোখের স্নায়ুকে বিশ্রাম দিতে বাজারে এসেছে স্মার্ট চশমা। যুক্তরাষ্ট্রভিত্তিক থেরাবডির তৈরি স্মার্ট চশমাটি মনের চাপ ও উদ্বেগও কমাতে পারে। দাম ১৯৯ মার্কিন ডলার। স্মার্ট সেন্স প্রযুক্তিনির্ভর এই রোদচশমায় রয়েছে আটটি ভাইব্রেটর। পরার পর স্বয়ংক্রিয়ভাবে চোখের পাশাপাশি কপালের বিভিন্ন অংশ কম্পনের মাধ্যমে ম্যাসাজ করতে থাকে এটি। ফলে চোখ ও স্নায়ুর আরাম হয়ে মনের চাপ ও উদ্বেগ কমে যায়।
এক পাওয়ার ব্যাংকে ৩ ডিভাইস চার্জ
চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাজারে এনেছে ২০ হাজার এমএএইচ ব্যাটারি পাওয়ার ব্যাংক। এতে একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ করা যায়। এর টাইপ-সি দ্বিমুখী ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা বাজারে থাকা অন্যান্য পাওয়ার ব্যাংক থেকে সম্পূর্ণ আলাদা। শাওমির নতুন এই পাওয়ার ব্যাংকে দুটি ইউএসবি-এ পোর্ট এবং একটি টাইপ-সি পোর্ট রয়েছে।
স্মার্ট কুলিং বেড
স্মার্ট কুলিং বেড প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে। পাশাপাশি এই বিছানা আপনার কোমরে ব্যথা ও জয়েন্টের সমস্যা থেকে মুক্তি পেতেও সাহায্য করবে।
গান শোনার চশমা
রোদের তীব্রতা থেকে চোখ বাঁচানোর পাশাপাশি মুঠোফোনে কথা বলার সুযোগ করে দেবে এই স্মার্ট চশমা। এই স্মার্ট চশমাটি তৈরি করেছে ভারতের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামব্রেন। ব্লুটুথ সুবিধা থাকায় মোবাইল ফোনের সঙ্গে সহজেই সংযোগ করা যাবে চশমাটিতে। ফলে ফোনকল করার পাশাপাশি চাইলে গানও শোনা সম্ভব। একবার চার্জ করলে ব্যবহার করা যাবে টানা সাত ঘণ্টা। এই স্মার্ট চশমাটির দাম ৪ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৬ হাজার টাকা।
ডিসপ্লে-কিপ্যাড ছাড়া ফোন
দেখলে মনে হবে ব্লুটুথ স্পিকার। আসলে এটি একটি ডিসপ্লে কিবোর্ডহীন ফোনসেট। এই ফোনটিতে আছে একটি পুশ টু টক বাটন। যে বাটনে প্রেস করে শুধু কথা বলা যাবে। এই ফোনে ৪জি সিম স্লট আছে। যার মাধ্যমে এই ডিভাইস কানেকটেড থাকবে। রিলে ফোন নামে এটি বাজারে এসেছে।
ইভ অ্যাকোয়া
পানির কল বন্ধ করতে যদি ভুলে যান, তবে এ ডিভাইসটি আপনার জন্য। দূর থেকে পানির কল চালু বা বন্ধ করতে পারে ইভ অ্যাকোয়া। অ্যাপ নিয়ন্ত্রিত স্মার্ট যন্ত্রটি পানির কলের মুখের কাছে আলাদা পাইপ লাগিয়ে যুক্ত করতে হয়। এরপর এটি আইফোনে থাকা হোম অ্যাপ বা ইভ অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে। যন্ত্রটির দাম ১৫০ ডলার বা ১৪ হাজার ২০০ টাকা।
‘ওরা’ রিং
২৯৯ মার্কিন ডলার বা প্রায় ২৮ হাজার ৩০০ টাকা দামের ওরা রিং দেখতে সাধারণ আংটির মতো। এটি ইনফ্রারেড এলইডি সেন্সর কাজে লাগিয়ে রক্তে অক্সিজেনের মাত্রা শনাক্ত করতে পারে। শুধু তা-ই নয়, ব্যবহারকারীর ঘুম ঠিকমতো হয় কি না, সে তথ্যও জানাতে পারে। অ্যাপ নিয়ন্ত্রিত হওয়ায় সরাসরি স্মার্টফোন থেকেই আংটিটির সংগ্রহ করা সব তথ্য জানা যায়।
সূত্র: ফোর্বস, এনডিটিভি, ম্যাকরিউমারস, টেক ক্রাঞ্চ

প্রতিদিন কতশত নতুন ডিভাইস আসছে বাজারে—আমরা কয়টার আর খবর রাখি। বাজারে আছে কর্মব্যস্ত জীবনের মানসিক চাপ কমানোর চশমা, আছে গান শোনার চশমাও! আবার স্মার্ট হোম সিকিউরিটি ডিভাইসের পাশাপাশি বাজারে আছে ডিসপ্লে-কিপ্যাড ছাড়া ফোন। আবার প্রচণ্ড গরমে শীতল পরশ দিতে বাজারে পাওয়া যায় স্মার্ট কুলিং বেডসহ নানা রকম স্মার্ট পণ্য, যা আমাদের দৈনন্দিন জীবনে জায়গা করে নিয়েছে।
মনের চাপ কমানোর চশমা
স্বয়ংক্রিয়ভাবে চোখের স্নায়ুকে বিশ্রাম দিতে বাজারে এসেছে স্মার্ট চশমা। যুক্তরাষ্ট্রভিত্তিক থেরাবডির তৈরি স্মার্ট চশমাটি মনের চাপ ও উদ্বেগও কমাতে পারে। দাম ১৯৯ মার্কিন ডলার। স্মার্ট সেন্স প্রযুক্তিনির্ভর এই রোদচশমায় রয়েছে আটটি ভাইব্রেটর। পরার পর স্বয়ংক্রিয়ভাবে চোখের পাশাপাশি কপালের বিভিন্ন অংশ কম্পনের মাধ্যমে ম্যাসাজ করতে থাকে এটি। ফলে চোখ ও স্নায়ুর আরাম হয়ে মনের চাপ ও উদ্বেগ কমে যায়।
এক পাওয়ার ব্যাংকে ৩ ডিভাইস চার্জ
চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাজারে এনেছে ২০ হাজার এমএএইচ ব্যাটারি পাওয়ার ব্যাংক। এতে একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ করা যায়। এর টাইপ-সি দ্বিমুখী ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা বাজারে থাকা অন্যান্য পাওয়ার ব্যাংক থেকে সম্পূর্ণ আলাদা। শাওমির নতুন এই পাওয়ার ব্যাংকে দুটি ইউএসবি-এ পোর্ট এবং একটি টাইপ-সি পোর্ট রয়েছে।
স্মার্ট কুলিং বেড
স্মার্ট কুলিং বেড প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে। পাশাপাশি এই বিছানা আপনার কোমরে ব্যথা ও জয়েন্টের সমস্যা থেকে মুক্তি পেতেও সাহায্য করবে।
গান শোনার চশমা
রোদের তীব্রতা থেকে চোখ বাঁচানোর পাশাপাশি মুঠোফোনে কথা বলার সুযোগ করে দেবে এই স্মার্ট চশমা। এই স্মার্ট চশমাটি তৈরি করেছে ভারতের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামব্রেন। ব্লুটুথ সুবিধা থাকায় মোবাইল ফোনের সঙ্গে সহজেই সংযোগ করা যাবে চশমাটিতে। ফলে ফোনকল করার পাশাপাশি চাইলে গানও শোনা সম্ভব। একবার চার্জ করলে ব্যবহার করা যাবে টানা সাত ঘণ্টা। এই স্মার্ট চশমাটির দাম ৪ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৬ হাজার টাকা।
ডিসপ্লে-কিপ্যাড ছাড়া ফোন
দেখলে মনে হবে ব্লুটুথ স্পিকার। আসলে এটি একটি ডিসপ্লে কিবোর্ডহীন ফোনসেট। এই ফোনটিতে আছে একটি পুশ টু টক বাটন। যে বাটনে প্রেস করে শুধু কথা বলা যাবে। এই ফোনে ৪জি সিম স্লট আছে। যার মাধ্যমে এই ডিভাইস কানেকটেড থাকবে। রিলে ফোন নামে এটি বাজারে এসেছে।
ইভ অ্যাকোয়া
পানির কল বন্ধ করতে যদি ভুলে যান, তবে এ ডিভাইসটি আপনার জন্য। দূর থেকে পানির কল চালু বা বন্ধ করতে পারে ইভ অ্যাকোয়া। অ্যাপ নিয়ন্ত্রিত স্মার্ট যন্ত্রটি পানির কলের মুখের কাছে আলাদা পাইপ লাগিয়ে যুক্ত করতে হয়। এরপর এটি আইফোনে থাকা হোম অ্যাপ বা ইভ অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে। যন্ত্রটির দাম ১৫০ ডলার বা ১৪ হাজার ২০০ টাকা।
‘ওরা’ রিং
২৯৯ মার্কিন ডলার বা প্রায় ২৮ হাজার ৩০০ টাকা দামের ওরা রিং দেখতে সাধারণ আংটির মতো। এটি ইনফ্রারেড এলইডি সেন্সর কাজে লাগিয়ে রক্তে অক্সিজেনের মাত্রা শনাক্ত করতে পারে। শুধু তা-ই নয়, ব্যবহারকারীর ঘুম ঠিকমতো হয় কি না, সে তথ্যও জানাতে পারে। অ্যাপ নিয়ন্ত্রিত হওয়ায় সরাসরি স্মার্টফোন থেকেই আংটিটির সংগ্রহ করা সব তথ্য জানা যায়।
সূত্র: ফোর্বস, এনডিটিভি, ম্যাকরিউমারস, টেক ক্রাঞ্চ

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫