Ajker Patrika

মঠবাড়িয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় কলেজছাত্র খুন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১১: ১৮
মঠবাড়িয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় কলেজছাত্র খুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। বখে যাওয়া এসব কিশোরের একটি গ্রুপের ছুরিকাঘাতে শনিবার রাতে খুন হয়েছেন রাহাত হাওলাদার (২০) নামের এক কলেজশিক্ষার্থী। এ হামলায় গুরুতর আহত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাঁর তিন বন্ধু।

নিহত রাহাত হাওলাদার উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে ও ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি হলতা গুলিশাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতিও।

নারীঘটিত বিরোধের জেরে শনিবার রাতে উপজেলার গুলিশাখালী বাজারসংলগ্ন মৃধাবাড়ি নামক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চুন্নু, শাওন ও সেন্টু নামের তিনজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেপরোয়া কিশোর গ্যাংয়ের সদস্য এক কিশোর স্থানীয় টিয়ারখালী বাজার এলাকার বিবাহিত এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। নিহত রাহাতের বন্ধু শুভ টের পেয়ে এতে বাধা দেন। এতে ওই কিশোর ক্ষিপ্ত হয়ে তাঁর বন্ধু সাব্বিরকে শুভকে শায়েস্তা করার দায়িত্ব দেন। শনিবার রাতে টিয়ারখালী হাইস্কুলের মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখে রাত সাড়ে নয়টার দিকে শুভ, সানাউল, আরিফ, লতিফ ও অন্য বন্ধুদের নিয়ে বাড়ি ফিরছিলেন রাহাত। পথে সাব্বিরের নেতৃত্বে ২০-২৫ জন কিশোরের একটি গ্যাং তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক‌ জানান, নিহত কিশোরের লাশ গতকাল রোববার সকালে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত