সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সরকার ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করে দিলেও নীলফামারীর সৈয়দপুরের বাজারে তার কোনো প্রভাব নেই। ব্যবসায়ীরা আগের বাড়তি দামই রাখছেন। ক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে কমানো দাম কার্যকর না হওয়ায় তাঁদের বেশি দামে তেল কিনতে হচ্ছে। আর পাইকারি বিক্রেতারা বলছেন, আগের কেনা তেল বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় গত রোববার বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৮৫, পাঁচ লিটারের বোতল ৯১০, খোলা সয়াবিনের লিটার ১৬৬ ও পাম অয়েল ১৪৮ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু উপজেলার পাইকারি ও খুচরা বাজারে তার প্রতিফলন নেই।
গতকাল মঙ্গলবার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ কোম্পানির তেল আগের দামে বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের এক লিটারের বোতল ২০০ ও পাঁচ লিটারের বোতল ৯৮০ থেকে ৯৯০ টাকায় কিনতে হচ্ছে। আর প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ থেকে ১৮২ এবং পাম অয়েল ১৫৪ থেকে ১৬০ টাকায় মিলছে।
শহরের রেলওয়ে কারখানা গেটবাজারে আসা স্কুলশিক্ষক রাজিয়া সুলতানা বলেন, ‘টিভির খবরে দাম কমার বিষয়টি নিশ্চিত হয়ে তেল কিনতে এসেছিলাম। কিন্তু এসে দেখি আগের দামেই বিক্রি হচ্ছে।’
এ বিষয়ে শহরের ইসলামবাগ শেরু হোটেল এলাকার খুচরা বিক্রেতা মতিউর রহমান বলেন, ‘আগের দামে কেনা, তাই আগের দামেই বিক্রি করতে হচ্ছে।’
একই কথা বলেন গোলাহাট এলাকার পাইকারি বিক্রেতা আশরাফুল ইসলাম। তিনি জানান, আগের দামে কেনা তেল গোদামে রয়ে গেছে। এই তেল বর্তমান নির্ধারিত দামে বিক্রি করলে লোকসান গুনতে হবে।
যোগাযোগ করা হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারীর উপসহকারী পরিচালক শামসুল আলম আজকের পত্রিকাকে বলেন, শিগগির বাজারে অভিযান পরিচালনা করা হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে যারা তেলের দাম বেশি নেবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সরকার ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করে দিলেও নীলফামারীর সৈয়দপুরের বাজারে তার কোনো প্রভাব নেই। ব্যবসায়ীরা আগের বাড়তি দামই রাখছেন। ক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে কমানো দাম কার্যকর না হওয়ায় তাঁদের বেশি দামে তেল কিনতে হচ্ছে। আর পাইকারি বিক্রেতারা বলছেন, আগের কেনা তেল বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় গত রোববার বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৮৫, পাঁচ লিটারের বোতল ৯১০, খোলা সয়াবিনের লিটার ১৬৬ ও পাম অয়েল ১৪৮ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু উপজেলার পাইকারি ও খুচরা বাজারে তার প্রতিফলন নেই।
গতকাল মঙ্গলবার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ কোম্পানির তেল আগের দামে বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের এক লিটারের বোতল ২০০ ও পাঁচ লিটারের বোতল ৯৮০ থেকে ৯৯০ টাকায় কিনতে হচ্ছে। আর প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ থেকে ১৮২ এবং পাম অয়েল ১৫৪ থেকে ১৬০ টাকায় মিলছে।
শহরের রেলওয়ে কারখানা গেটবাজারে আসা স্কুলশিক্ষক রাজিয়া সুলতানা বলেন, ‘টিভির খবরে দাম কমার বিষয়টি নিশ্চিত হয়ে তেল কিনতে এসেছিলাম। কিন্তু এসে দেখি আগের দামেই বিক্রি হচ্ছে।’
এ বিষয়ে শহরের ইসলামবাগ শেরু হোটেল এলাকার খুচরা বিক্রেতা মতিউর রহমান বলেন, ‘আগের দামে কেনা, তাই আগের দামেই বিক্রি করতে হচ্ছে।’
একই কথা বলেন গোলাহাট এলাকার পাইকারি বিক্রেতা আশরাফুল ইসলাম। তিনি জানান, আগের দামে কেনা তেল গোদামে রয়ে গেছে। এই তেল বর্তমান নির্ধারিত দামে বিক্রি করলে লোকসান গুনতে হবে।
যোগাযোগ করা হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারীর উপসহকারী পরিচালক শামসুল আলম আজকের পত্রিকাকে বলেন, শিগগির বাজারে অভিযান পরিচালনা করা হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে যারা তেলের দাম বেশি নেবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫