অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে চাল সংগ্রহের নির্ধারিত সময় শেষ হচ্ছে আগামীকাল ৮ ডিসেম্বর। কিন্তু এখন পর্যন্ত কোনো চালই সংগ্রহ করতে পারেনি উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষ। কারণ সরকারনির্ধারিত দামে কেউ চাল দিচ্ছে না।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারনির্ধারিত চালের মূল্য থেকে বাজার মূল্য বেশি থাকায় চাল সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। যে কারণে চালকল মালিকদের সঙ্গে চুক্তির মেয়াদ ইতিমধ্যে একদফা বাড়িয়েছে সরকার। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এ অবস্থায় চালকল মালিকদের সঙ্গে আজ বুধবার আবার বসছেন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আগে চাল সংগ্রহের চুক্তির সময়সীমা ১৭ থেকে ২৬ নভেম্বর নির্ধারণ করা হলেও পরবর্তী সময়ে তা ৮ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়। কিন্তু বর্ধিত সময় শেষ হতে আর মাত্র
এক দিন বাকি থাকলেও উপজেলার কোনো চালকল এখন পর্যন্ত চুক্তিবদ্ধ হয়নি।
সূত্র জানায়, গত ২৭ নভেম্বর যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) নিত্যানন্দ কুন্ডু অভয়নগর উপজেলা খাদ্য গুদামে চাল সংগ্রহ ত্বরান্বিত করতে মিল মালিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। উপজেলার ২১টি চালকলের মালিকেরা বৈঠকে উপস্থিত হন। সরকারি নীতিমালা অনুযায়ী তাদের দ্রুত চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হওয়ার তাগিদ দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক চালকল মালিক জানিয়েছেন, বাজার মূল্যের চেয়ে সরকার নির্ধারিত চালের মূল্য কেজিপ্রতি ৪ থেকে ৫ টাকা কম। এই দরে চাল দিলে তারা লোকসানের মুখে পড়বেন। যে কারণে তাঁরা গুদামে চাল সরবরাহে অনীহা প্রকাশ করেছেন।
আদিত্য মজুমদার চাল মিলের হিসাবরক্ষক তিলক পাল বলেন, ‘ভারত থেকে চাল আমদানি করতে খরচ পড়ছে ৪৫ টাকা ৪৬ পয়সা। অথচ আমাদের সরকার ৪২ টাকা করে মূল্য বেঁধে দিয়েছে। তবে বুধবার বিকেলে আবার চালকল মালিকদের সঙ্গে বৈঠক রয়েছে।’
একই ধরনের অভিযোগ করেন এ রহমান পরশ চালকলের জুয়েল, তীর্থ মজুমদার চালকলের মানস। তাঁরা জানান, এখন পর্যন্ত কোনো চালকল মালিক চাল দিতে চুক্তিবদ্ধ হননি।
নওয়াপাড়া খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ২ হাজার ৯২০ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ চলমান থাকবে। তবে এখনো এক কেজি চালও সংগ্রহ করা সম্ভব হয়নি। কোনো চালকল মালিক চুক্তিবদ্ধ হয়নি।
এ ব্যাপারে নওয়াপাড়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) অসীম কুমারও বাজার মূল্যের চেয়ে সরকার নির্ধারিত মূল্যের পার্থক্যের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘তবু আমরা মিল মালিকদের সঙ্গে আলোচনা করে চাল সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যে সরকারি নীতিমালা মেনেই চাল সংগ্রহ সম্পন্ন হবে।’
অসীম কুমার আরও বলেন, ‘আগামীকাল (বুধবার) এ বিষয় নিয়ে মিল মালিকদের সঙ্গে বসব। আশা করি, খাদ্যগুদামে চাল দিতে মিলাররা চুক্তিবদ্ধ হবেন।’

যশোরের অভয়নগরে চাল সংগ্রহের নির্ধারিত সময় শেষ হচ্ছে আগামীকাল ৮ ডিসেম্বর। কিন্তু এখন পর্যন্ত কোনো চালই সংগ্রহ করতে পারেনি উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষ। কারণ সরকারনির্ধারিত দামে কেউ চাল দিচ্ছে না।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারনির্ধারিত চালের মূল্য থেকে বাজার মূল্য বেশি থাকায় চাল সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। যে কারণে চালকল মালিকদের সঙ্গে চুক্তির মেয়াদ ইতিমধ্যে একদফা বাড়িয়েছে সরকার। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এ অবস্থায় চালকল মালিকদের সঙ্গে আজ বুধবার আবার বসছেন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আগে চাল সংগ্রহের চুক্তির সময়সীমা ১৭ থেকে ২৬ নভেম্বর নির্ধারণ করা হলেও পরবর্তী সময়ে তা ৮ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়। কিন্তু বর্ধিত সময় শেষ হতে আর মাত্র
এক দিন বাকি থাকলেও উপজেলার কোনো চালকল এখন পর্যন্ত চুক্তিবদ্ধ হয়নি।
সূত্র জানায়, গত ২৭ নভেম্বর যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) নিত্যানন্দ কুন্ডু অভয়নগর উপজেলা খাদ্য গুদামে চাল সংগ্রহ ত্বরান্বিত করতে মিল মালিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। উপজেলার ২১টি চালকলের মালিকেরা বৈঠকে উপস্থিত হন। সরকারি নীতিমালা অনুযায়ী তাদের দ্রুত চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হওয়ার তাগিদ দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক চালকল মালিক জানিয়েছেন, বাজার মূল্যের চেয়ে সরকার নির্ধারিত চালের মূল্য কেজিপ্রতি ৪ থেকে ৫ টাকা কম। এই দরে চাল দিলে তারা লোকসানের মুখে পড়বেন। যে কারণে তাঁরা গুদামে চাল সরবরাহে অনীহা প্রকাশ করেছেন।
আদিত্য মজুমদার চাল মিলের হিসাবরক্ষক তিলক পাল বলেন, ‘ভারত থেকে চাল আমদানি করতে খরচ পড়ছে ৪৫ টাকা ৪৬ পয়সা। অথচ আমাদের সরকার ৪২ টাকা করে মূল্য বেঁধে দিয়েছে। তবে বুধবার বিকেলে আবার চালকল মালিকদের সঙ্গে বৈঠক রয়েছে।’
একই ধরনের অভিযোগ করেন এ রহমান পরশ চালকলের জুয়েল, তীর্থ মজুমদার চালকলের মানস। তাঁরা জানান, এখন পর্যন্ত কোনো চালকল মালিক চাল দিতে চুক্তিবদ্ধ হননি।
নওয়াপাড়া খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ২ হাজার ৯২০ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ চলমান থাকবে। তবে এখনো এক কেজি চালও সংগ্রহ করা সম্ভব হয়নি। কোনো চালকল মালিক চুক্তিবদ্ধ হয়নি।
এ ব্যাপারে নওয়াপাড়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) অসীম কুমারও বাজার মূল্যের চেয়ে সরকার নির্ধারিত মূল্যের পার্থক্যের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘তবু আমরা মিল মালিকদের সঙ্গে আলোচনা করে চাল সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যে সরকারি নীতিমালা মেনেই চাল সংগ্রহ সম্পন্ন হবে।’
অসীম কুমার আরও বলেন, ‘আগামীকাল (বুধবার) এ বিষয় নিয়ে মিল মালিকদের সঙ্গে বসব। আশা করি, খাদ্যগুদামে চাল দিতে মিলাররা চুক্তিবদ্ধ হবেন।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫