কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আমুয়া) সিনিয়র নার্স লক্ষ্মী রানীর সরকারি নার্স ডরমেটরির বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে তাঁর কলেজপড়ুয়া মেয়ে আহত হয়। গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নার্সের বাসায় হামলা, ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও অশ্রাব্য ভাষায় গালমন্দের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে এ ঘটনায় গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।
হামলার বিষয়ে লক্ষ্মী রানী সরকার বলেন, ‘গত শনিবার বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে নার্স ডরমেটরির দ্বিতীয় তলায় আমার বাসায় সহকর্মী নার্স রাজিয়া খানমের স্বামী মো. সহিদুল আলম শাবু সিকদার এবং তাঁর দুই ছেলে পিয়াল ও পিয়াস হামলা চালান। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে রুমের জানালা ও গ্লাস ভাঙচুর করেন এবং অকথ্য ভাষায় গালমন্দ করেন। এমনকি প্রাণনাশের হুমকি দেন। হামলায় আমার মেয়ে আহত হয়। বিষয়টি তাৎক্ষণিক টিএইচ স্যারকে (তাপস কুমার তালুকদার) জানানোর জন্য একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। পরে আরএমও স্যারকে জানালে তিনি বাসায় আসেন এবং দেখে যান। মো. সহিদুল আলম শাবু সিকদার প্রভাবশালী হওয়ায় পরিবারের নিরাপত্তার জন্য বিষয়টি ইউএনও স্যার ও সিভিল সার্জন স্যারকে জানানো হয়েছে।’
নার্স রাজিয়া খানমের স্বামী মো. সহিদুল আলম শাবু সিকদার বলেন, ‘লক্ষ্মী রানীর কোয়ার্টারের পেছনেই আমার বাড়ি। গত শনিবার দুপুরে বাড়ির প্রবেশপথে মরা একটি খরগোশ, মুরগি ও কবুতর ফেলে রাখেন লক্ষ্মী। বিকেলে তাঁর কোয়ার্টারের সামনে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে তিনি আজেবাজে কথা বলেন।’
তবে নার্স লক্ষ্মী রানী মৃত খরগোশ ও মুরগি-কবুতর রাস্তায় ফেলে রাখার অভিযোগ অস্বীকার করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বলেন, লক্ষ্মী রানী ও রাজিয়া খানমের মধ্যে বিরোধ রয়েছে। এর জেরে ঘটনাটি ঘটেছে। তবে মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার বলেন, ‘এ ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, ‘৯৯৯ থেকে কল পেয়ে আমুয়া হাসপাতালে সিনিয়র নার্সের বাসায় পুলিশ পাঠানো হয়। তবে সে রকম কিছু পাওয়া যায়নি।’

ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আমুয়া) সিনিয়র নার্স লক্ষ্মী রানীর সরকারি নার্স ডরমেটরির বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে তাঁর কলেজপড়ুয়া মেয়ে আহত হয়। গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নার্সের বাসায় হামলা, ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও অশ্রাব্য ভাষায় গালমন্দের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে এ ঘটনায় গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।
হামলার বিষয়ে লক্ষ্মী রানী সরকার বলেন, ‘গত শনিবার বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে নার্স ডরমেটরির দ্বিতীয় তলায় আমার বাসায় সহকর্মী নার্স রাজিয়া খানমের স্বামী মো. সহিদুল আলম শাবু সিকদার এবং তাঁর দুই ছেলে পিয়াল ও পিয়াস হামলা চালান। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে রুমের জানালা ও গ্লাস ভাঙচুর করেন এবং অকথ্য ভাষায় গালমন্দ করেন। এমনকি প্রাণনাশের হুমকি দেন। হামলায় আমার মেয়ে আহত হয়। বিষয়টি তাৎক্ষণিক টিএইচ স্যারকে (তাপস কুমার তালুকদার) জানানোর জন্য একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। পরে আরএমও স্যারকে জানালে তিনি বাসায় আসেন এবং দেখে যান। মো. সহিদুল আলম শাবু সিকদার প্রভাবশালী হওয়ায় পরিবারের নিরাপত্তার জন্য বিষয়টি ইউএনও স্যার ও সিভিল সার্জন স্যারকে জানানো হয়েছে।’
নার্স রাজিয়া খানমের স্বামী মো. সহিদুল আলম শাবু সিকদার বলেন, ‘লক্ষ্মী রানীর কোয়ার্টারের পেছনেই আমার বাড়ি। গত শনিবার দুপুরে বাড়ির প্রবেশপথে মরা একটি খরগোশ, মুরগি ও কবুতর ফেলে রাখেন লক্ষ্মী। বিকেলে তাঁর কোয়ার্টারের সামনে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে তিনি আজেবাজে কথা বলেন।’
তবে নার্স লক্ষ্মী রানী মৃত খরগোশ ও মুরগি-কবুতর রাস্তায় ফেলে রাখার অভিযোগ অস্বীকার করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বলেন, লক্ষ্মী রানী ও রাজিয়া খানমের মধ্যে বিরোধ রয়েছে। এর জেরে ঘটনাটি ঘটেছে। তবে মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার বলেন, ‘এ ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, ‘৯৯৯ থেকে কল পেয়ে আমুয়া হাসপাতালে সিনিয়র নার্সের বাসায় পুলিশ পাঠানো হয়। তবে সে রকম কিছু পাওয়া যায়নি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫