
২০১৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান সংবাদ পাঠিকা শবনম বুবলী। একে একে ১১টি সিনেমায় অভিনয় করেন তাঁরা। বেশির ভাগ সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে। এই জুটির ১২তম সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’র কাজ চলছে।
সম্প্রতি শাকিবের সঙ্গ ছেড়ে বুবলী অভিনয় করছেন ইমন, সিয়াম, নিরব, রোশান ও আদর আজাদের মতো নায়কদের বিপরীতে। বুবলীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তালাশ’। নায়ক ছিলেন আদর আজাদ। ব্যবসায়িকভাবে সিনেমাটি লাভের মুখ দেখেনি। এর বাইরে ‘টান’ ও ‘৭ নাম্বার ফ্লোর’ শিরোনামের দুটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন বুবলী। এখানে তিনি বেশ সফল। কুড়িয়েছেন প্রশংসা। বুবলীর অভিনয় প্রতিভার প্রশংসা এর আগে এতটা মেলেনি।
বুবলীর নতুন বাজি ‘চাদর’ সিনেমা নিয়ে। সিনেমায় তাঁর বিপরীতে আছেন নায়ক সাইমন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং এফডিসির প্রযোজনায় নির্মিত হচ্ছে এই সিনেমা। পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। ১২ সেপ্টেম্বর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং হবে। বুবলী বলেন, ‘গত বৃহস্পতিবার এফডিসিতে চুক্তিবদ্ধ হয়েছি। গতকাল শুক্রবার থেকে এফডিসিতে শিল্পী, কলাকুশলীদের নিয়ে রাজু স্যার রিহার্সাল শুরু করেছেন।’
১৯৭৮ সালে নির্মিত আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’ ছিল এফডিসি প্রযোজিত প্রথম চলচ্চিত্র। ১১টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সিনেমার পর ‘সূর্য সংগ্রাম’সহ আরও বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করে জাতীয় এই প্রতিষ্ঠান। কিন্তু পরে নানা কারণে এ উদ্যোগ বন্ধ হয়ে যায়।
এফডিসিকে আবার প্রযোজনায় ফিরিয়ে আনতে ২০২১-২২ অর্থবছরে দুটি সিনেমা নির্মাণের জন্য অনুদান দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। যার একটি চাদর। এই সিনেমার জন্য ৭০ লাখ টাকা অনুদান দিয়েছে মন্ত্রণালয়।
সিনেমায় বুবলী অভিনয় করবেন জরি চরিত্রে। তিনি বলেন, ‘এটি আমার জন্য বড় পাওয়া। একটা ইতিহাসের অংশ হতে পারলাম। নিজের কাছে শান্তি লাগছে। জরি চরিত্রটিতে অভিনয়ের অনেক সুযোগ আছে। নিজেকে প্রমাণ করার সুযোগ আছে।’

২০১৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান সংবাদ পাঠিকা শবনম বুবলী। একে একে ১১টি সিনেমায় অভিনয় করেন তাঁরা। বেশির ভাগ সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে। এই জুটির ১২তম সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’র কাজ চলছে।
সম্প্রতি শাকিবের সঙ্গ ছেড়ে বুবলী অভিনয় করছেন ইমন, সিয়াম, নিরব, রোশান ও আদর আজাদের মতো নায়কদের বিপরীতে। বুবলীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তালাশ’। নায়ক ছিলেন আদর আজাদ। ব্যবসায়িকভাবে সিনেমাটি লাভের মুখ দেখেনি। এর বাইরে ‘টান’ ও ‘৭ নাম্বার ফ্লোর’ শিরোনামের দুটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন বুবলী। এখানে তিনি বেশ সফল। কুড়িয়েছেন প্রশংসা। বুবলীর অভিনয় প্রতিভার প্রশংসা এর আগে এতটা মেলেনি।
বুবলীর নতুন বাজি ‘চাদর’ সিনেমা নিয়ে। সিনেমায় তাঁর বিপরীতে আছেন নায়ক সাইমন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং এফডিসির প্রযোজনায় নির্মিত হচ্ছে এই সিনেমা। পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। ১২ সেপ্টেম্বর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং হবে। বুবলী বলেন, ‘গত বৃহস্পতিবার এফডিসিতে চুক্তিবদ্ধ হয়েছি। গতকাল শুক্রবার থেকে এফডিসিতে শিল্পী, কলাকুশলীদের নিয়ে রাজু স্যার রিহার্সাল শুরু করেছেন।’
১৯৭৮ সালে নির্মিত আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’ ছিল এফডিসি প্রযোজিত প্রথম চলচ্চিত্র। ১১টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সিনেমার পর ‘সূর্য সংগ্রাম’সহ আরও বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করে জাতীয় এই প্রতিষ্ঠান। কিন্তু পরে নানা কারণে এ উদ্যোগ বন্ধ হয়ে যায়।
এফডিসিকে আবার প্রযোজনায় ফিরিয়ে আনতে ২০২১-২২ অর্থবছরে দুটি সিনেমা নির্মাণের জন্য অনুদান দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। যার একটি চাদর। এই সিনেমার জন্য ৭০ লাখ টাকা অনুদান দিয়েছে মন্ত্রণালয়।
সিনেমায় বুবলী অভিনয় করবেন জরি চরিত্রে। তিনি বলেন, ‘এটি আমার জন্য বড় পাওয়া। একটা ইতিহাসের অংশ হতে পারলাম। নিজের কাছে শান্তি লাগছে। জরি চরিত্রটিতে অভিনয়ের অনেক সুযোগ আছে। নিজেকে প্রমাণ করার সুযোগ আছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫