Ajker Patrika

লাভের আশায় বোতলের তেল খুলে খুচরা বিক্রি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৩: ১৩
লাভের আশায় বোতলের তেল খুলে খুচরা বিক্রি

লালমনিরহাটের কালীগঞ্জে বেশি লাভের আশায় তিন ও পাঁচ লিটারের ভোজ্যতেলের বোতল খুলে খুচরা বিক্রি করা হচ্ছে। বাজারে তেলের সংকট থাকায় এই কাজ করছেন ব্যবসায়ীরা। এ ছাড়া ভোজ্যতেল মজুত করারও অভিযোগ উঠেছে কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

তুষভান্ডার বাজারের এক ভোজ্যতেল বিক্রেতা বলেন, ‘বাজারে খোলা সয়াবিন তেল নাই। এ কারণে মজুত করা তিন ও পাঁচ লিটারের বোতল খুলে বিক্রি করলে লাভ বেশি হচ্ছে। পাঁচ লিটারের বোতলজাত তেলের মূল্য ৭৯৫ টাকা, সেটা খুলে বিক্রি হচ্ছে ২০০ টাকা লিটার। পরবর্তী সময়ে খালি বোতলটাও ৫ টাকায় বিক্রি করা যায়।’

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নিম্ন আয়ের মানুষ খোলা সয়াবিন তেল কিনতে দোকানে ভিড় করছেন। বোতলজাত তেল কেনার সামর্থ্য না থাকায় অল্প পরিমাণে তেল কিনতে গিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।

চামটার হাট-বাজারে দিনমজুর জাহাঙ্গীর আলম বলেন, ‘বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭০ টাকা। এই এক লিটার তেল একেবারে কেনার সামর্থ্য নেই। তাই আড়াই শ গ্রাম খোলা তেল কিনতে দোকানে দোকানে ঘুরছি। কিন্তু কোথাও তেল মিলছে না।’

তুষভান্ডারের রাজমিস্ত্রি আশরাফুল ইসলাম বলেন, ‘সারাদিন কাম করি মজুরি পাই ৩০০ টাকা। সপ্তাহের কিস্তির জন্য ১০০ টাকা বাকি ২০০ টাকা দিয়া ৫ জন মানুষ খাই। খোলা তেল নাই একবারে বোতল কিনলে আর কিছু কিনার টাকা থাকে না।’

তুষভান্ডার বাজারের প্রাপ্তি স্টোরের মালিক বাদল কুমার সেন দাবি, ‘তেলের ডিলারের এস আর দোকানে এলেও ৩ ও ৫ লিটারের বোতলের অর্ডার নিচ্ছেন না। ১ ও ২ লিটার কিছু বোতল দিচ্ছে। তা আমরা গায়ের রেটেই বিক্রি করছি।’

কালীগঞ্জের বসুন্ধরা তেলের ডিলার মো. কামরুল ইসলাম বলেন, ‘আমার গোডাউনে কোনো তেল নেই। কোম্পানি থেকে কোনো তেল দিচ্ছে না। তাই মার্কেটে তেল দিতে পারছি না।’

কাকিনা বাজারের পাইকারি খোলা তেলের বিক্রেতা জাকির হোসেন বলেন, ‘আমার কাছে কিছু খোলা তেল আছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। আমি তেল না পেলে মার্কেটে কীভাবে তেল সরবরাহ করব।’

খুচরা বিক্রেতারা বলছেন, ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ার পর থেকেই আরও অস্থির হয়ে উঠেছে তেলের বাজার। বাজারে তেলসংকট দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় বেশি দামে কিনতে হচ্ছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, ‘আমরা নিয়মিত বাজার তদারকি করছি এছাড়া নিম্ন আয়ের মানুষকে টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত