Ajker Patrika

সিএনজি চালিয়ে হাতে ফোসকা পড়েছে শ্যামল মাওলার

সিএনজি চালিয়ে হাতে ফোসকা পড়েছে শ্যামল মাওলার

শুরুর দিকে ওটিটি প্ল্যাটফর্মে দেশীয় শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে শ্যামল মাওলাকে। মাঝে অনেক দিন তাঁকে ওটিটিতে দেখা না গেলেও, এখন আবার তাঁর সরব উপস্থিতি চোখে পড়ছে। সম্প্রতি শেষ করেছেন ওয়েব সিনেমা ‘আন্তঃনগর’-এর কাজ। নারীদের জীবনযুদ্ধ নিয়ে এটি বানিয়েছেন গৌতম কৈরী।

আন্তঃনগর ওয়েব সিনেমায় একজন সিএনজিচালিত অটোরিকশার ভূমিকায় অভিনয় করেছেন শ্যামল মাওলা। নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘আন্তঃনগরের কাজটা আমার জন্য বেশ কঠিন ছিল। কারণ প্রতিদিন সিএনজি চালাতে হয়েছে। সিএনজি চালাতে চালাতে হাতে ফোসকা পড়ে গেছে। সেই সঙ্গে অভিনয়; সব মিলিয়ে একটা মিশ্র পরিস্থিতি। এ সিনেমার গল্প বলার থেকে দেখতে বেশি ভালো লাগবে। কারণ কাজটা বেশ মৌলিক।’

সিনেমাটি নিয়ে নির্মাতা গৌতম কৈরী বলেন, ‘আন্তঃনগর আমার প্রথম সিনেমা। সে জন্য মিশ্র অনুভূতির মধ্যে আছি। সব অভিনয়শিল্পী নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করেছেন। গল্পের মধ্যে আমরা এক শহর থেকে অন্য শহরে, এক জীবন থেকে অন্য জীবনে প্রবেশ করেছি। আশা করছি, ভিন্ন কিছুই পাবেন দর্শক।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রুনা খান, সোহেল মণ্ডল, শবনম ফারিয়া, আশীষ খন্দকার, প্রান্তর দস্তিদার, নিদ্রা নেহা প্রমুখ। ইতিমধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে। সম্পাদনা শেষে শিগগিরই দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

শ্যামল মাওলাকে সর্বশেষ দেখা গেছে ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’-এ। ওয়েব সিরিজটিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত