Ajker Patrika

চ্যাম্পিয়ন হলেন মাধবদীর শাম্মী

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৫
চ্যাম্পিয়ন হলেন মাধবদীর শাম্মী

ইন্ডিয়া রয়েল বেঙ্গল মাস্টারশেফ অর্গানাইজেশনের ইন্টারন্যাশনাল রেসিপি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন নরসিংদীর মাধবদীর সন্তান শেফ ফারজানা তাবাসসুম শাম্মী। গত ২৪ ফেব্রুয়ারি ভারতের কলকাতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সাতটি দেশের প্রতিযোগীর মধ্যে প্রথম হন তিনি।

জানা গেছে, নরসিংদীর শাম্মী’স কিচেনের কর্ণধার ফারজানা তাবাসসুম শাম্মী। অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও ফ্রান্স, রাশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল ও ভূটানের মোট ৫০ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন ফ্রান্সের ডমিনিক ফিউক্স। আর তৃতীয় স্থান অর্জন করেন নেপালের রমেশ কার্কি।

বর্ণিল আয়োজনের এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী শাম্মীকে ‘মাস্টারশেফ ইন্ডিয়া’ হিসেবে ঘোষণা করে তাঁকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ভারতের বাইরের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ার বিখ্যাত রন্ধন শিল্পী এলেনা রোদিনা ও বাংলাদেশের শাহিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়া রয়েল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশন ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ওয়ার্ল্ড মাস্টারশেফ সিলভেস্টার রোজারিও, অর্গানাইজেশনের সভাপতি প্রীতম সরকার ও সাধারণ সম্পাদক সাই কুমার শর্মা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত