Ajker Patrika

অভাব দমিয়ে রাখতে পারেনি রহিমাকে

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১১: ৩৪
অভাব দমিয়ে রাখতে পারেনি রহিমাকে

মাগুরার মহম্মদপুরে দিনমজুর পিতার মুখ উজ্জ্বল করেছে তাঁর একমাত্র মেয়ে রহিমা খাতুন। রহিমা এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ব্যবসা শাখা থেকে এ প্লাস পেয়েছে। অভাব-অনটনের মধ্যেও রহিমার এই সাফল্যে খুব খুশি তার পরিবার, পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজন।

উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আরএসকেএইচ মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নেয় রহিমা। সে উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা মো. মিজান শেখ ও মোছা. মনোয়ারা বেগমের একমাত্র মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, এক ছেলে ও এক মেয়ের মধ্যে রহিমা ছোট। মিজান ও তাঁর স্ত্রী লেখাপড়া জানেন না। অভাবী সংসারের চাহিদা মেটাতে রাজমিস্ত্রি, মাটি কাটা, ভ্যান চালানোসহ নানা কাজ-কর্ম করতে হয় মিজানকে। নিজেরা লেখাপড়া না জানলেও ছেলে-মেয়েকে মানুষের মতো মানুষ করতে অক্লান্ত পরিশ্রম করে মিজান ও তার স্ত্রী মনোয়ারা বেগম।

রহিমা খাতুন তার এই ফলাফলের জন্য বাবা-মা, বড়ভাই ও শিক্ষকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে ভবিষ্যতে নিজেকে একজন বিসিএস ক্যাডার হিসেবে গড়ে তুলে দেশের অসহায় মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে সবার কাছে দোয়া প্রত্যাশা করেছে।

মিজান ও মনোয়ারা মেয়ের এই সফলতার ধারাবাহিকতা রক্ষায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে বলেন, ‘শিক্ষকদের সহযোগিতায় আমাগের মণি অনেক ভালো ফলাফল করছে। এতে আমরা খুব খুশি। শিক্ষক মন্ডলীসহ সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসায় সে যেন একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এই কামনা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত