Ajker Patrika

শ্রীপুরে অনুমতি ছাড়াই বিদ্যালয়ের গাছ বিক্রি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৫: ৫১
শ্রীপুরে অনুমতি ছাড়াই বিদ্যালয়ের গাছ বিক্রি

মাগুরায় শ্রীপুর উপজেলার কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় লাখ টাকার তিনটি গাছ বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। করোনার কারণে স্কুল বন্ধ থাকার সুযোগে গোপনে বিদ্যালয়ের গাছ বিক্রি করে দেওয়ায় এলাকাবাসী এবং বিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে প্রধান শিক্ষক তাপস কুমার দত্ত ওই অভিযোগ অস্বীকার করে বলেন, গাছগুলো কে কার কাছে বিক্রি করে দিয়েছে, আর কে কিনেছে সে বিষয়ে আমার কিছুই জানা নেই।

এলাকাবাসী জানায়, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিগত সময়ে নানা জাতের ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়। এর মধ্যে অন্তত ৩০ বছর আগে লাগানো দুটি শিশু এবং একটি কাঁঠাল গাছ গোপনে প্রধান শিক্ষক বিক্রি করে দিয়েছেন। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে স্থানীয় কাঠ ব্যবসায়ী সত্তার মুসল্লির কাছে মাত্র ১৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন তিনি। তিন দিন আগে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ওই গাছগুলো কেটে উপজেলার আমলসার বাজারের সিরাজ মিয়ার করাতকলে নেওয়া হয় বলে জানান কাঠ ব্যবসায়ী সত্তার মুসল্লি। অথচ গাছ বিক্রির বিষয়ে বিদ্যালয়ের সভাপতি জনতা খাতুনের কিছুই জানা নেই।

জনতা খাতুন বলেন, করোনার কারণে স্কুল বন্ধ ছিল। সেখানে এই সময়ে প্রধান শিক্ষক বিদ্যালয় প্রাঙ্গণের কোনো গাছ কাটলে কিংবা বিক্রি করলেও এ বিষয়ে আমাকে কিছু জানান নি।

গত বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে আমলসার বাজারে সিরাজ মিয়ার করাত কলে গিয়ে সেখানে বিদ্যালয় থেকে কেটে নেওয়া গাছের অনেকগুলো খণ্ড দেখতে পাওয়া যায়। এ সময় সেখানে উপস্থিত কাঠ ব্যবসায়ী সত্তার মুসল্লি বলেন, আমি প্রধান শিক্ষক তাপস বাবুর কাছ থেকে ১৫ হাজার টাকায় গাছগুলো কিনেছি। সবাই জানে। কিন্তু প্রধান শিক্ষক আমাকে ফোন করে গাছের কথা কাউকে জানাতে নিষেধ করছেন।

গোপনে বিদ্যালয়ের গাছ বিক্রি করে অর্থ আত্মসাতের বিষয়টি জানাজানি হয়ে পড়ায় এলাকাবাসী এবং বিদ্যালয় সংশ্লিষ্টরা ঘটনার তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়েকটি গাছ কেটে বিক্রি করে ফেলেছেন বলে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়েছি। তিনি আমাকে কিংবা কাউকেই এ বিষয়ে অবহিত করেননি। ঘটনার সত্যতা পাওয়া গেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত