ড. মো. শাহজাহান কবীর

সমাজে বসবাসরত প্রত্যেক মানুষ একে অন্যকে শ্রদ্ধা-সম্মান করবে এবং পরস্পরের প্রতি সদয় ও সহানুভূতিশীল হবে, এটিই ইসলামের নির্দেশ। মহান আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেন, ‘কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী ও সঙ্গী-সাথিদের সঙ্গে উত্তম ব্যবহার করবে।’ (সুরা নিসা: ৩৬)
প্রতিবেশীকে কষ্ট দেওয়া মুসলমানের ইমানের পরিপন্থী কাজ। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। (মিশকাত) হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, আমি মহানবী (সা.)-কে এ কথা বলতে শুনেছি, যে ব্যক্তি তৃপ্তিসহকারে উদরপূর্তি করে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে ইমানদার নয়। (বায়হাকি)
ইসলামে শুধু একজন মুসলিমের অধিকার সংরক্ষণের কথা বলা হয়নি, জাতি-ধর্ম, বর্ণ-নির্বিশেষে সব শ্রেণির মানুষের অধিকার প্রতিষ্ঠা ও তার ন্যায্য পাওনার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। অথচ দুঃখজনক হলেও সত্য, আজকের সমাজে প্রতিবেশীর হক তথা অধিকার উপেক্ষিত।
হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘আল্লাহর কসম, ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়।’ জিজ্ঞেস করা হলো, ‘হে আল্লাহর রাসুল, ওই ব্যক্তিটি কে?’ তিনি উত্তর দিলেন, ‘যার অত্যাচার ও অপকার থেকে তার প্রতিবেশীরা নিরাপদে থাকে না।’ (বুখারি ও মুসলিম)
মহানবী (সা.) এরশাদ করেন, হজরত জিবরাইল (আ.) আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এতই তাগিদ দিচ্ছিলেন যে, আমি মনে মনে ভাবতে লাগলাম তিনি হয়তো খুব শিগগিরই প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানিয়ে দেবেন। (মুসলিম)
ড. মো. শাহজাহান কবীর
বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

সমাজে বসবাসরত প্রত্যেক মানুষ একে অন্যকে শ্রদ্ধা-সম্মান করবে এবং পরস্পরের প্রতি সদয় ও সহানুভূতিশীল হবে, এটিই ইসলামের নির্দেশ। মহান আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেন, ‘কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী ও সঙ্গী-সাথিদের সঙ্গে উত্তম ব্যবহার করবে।’ (সুরা নিসা: ৩৬)
প্রতিবেশীকে কষ্ট দেওয়া মুসলমানের ইমানের পরিপন্থী কাজ। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। (মিশকাত) হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, আমি মহানবী (সা.)-কে এ কথা বলতে শুনেছি, যে ব্যক্তি তৃপ্তিসহকারে উদরপূর্তি করে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে ইমানদার নয়। (বায়হাকি)
ইসলামে শুধু একজন মুসলিমের অধিকার সংরক্ষণের কথা বলা হয়নি, জাতি-ধর্ম, বর্ণ-নির্বিশেষে সব শ্রেণির মানুষের অধিকার প্রতিষ্ঠা ও তার ন্যায্য পাওনার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। অথচ দুঃখজনক হলেও সত্য, আজকের সমাজে প্রতিবেশীর হক তথা অধিকার উপেক্ষিত।
হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘আল্লাহর কসম, ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়।’ জিজ্ঞেস করা হলো, ‘হে আল্লাহর রাসুল, ওই ব্যক্তিটি কে?’ তিনি উত্তর দিলেন, ‘যার অত্যাচার ও অপকার থেকে তার প্রতিবেশীরা নিরাপদে থাকে না।’ (বুখারি ও মুসলিম)
মহানবী (সা.) এরশাদ করেন, হজরত জিবরাইল (আ.) আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এতই তাগিদ দিচ্ছিলেন যে, আমি মনে মনে ভাবতে লাগলাম তিনি হয়তো খুব শিগগিরই প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানিয়ে দেবেন। (মুসলিম)
ড. মো. শাহজাহান কবীর
বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫