সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারের আশুলিয়ায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। মুক্তিপণের টাকা বিকাশে লেনদেনের সূত্র ধরে তাঁদের গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধার করা হয়।
গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও নতুনপাড়া থেকে আসামিদের গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর থানার মশথপুর গ্রামের ইয়াছিন (১৯), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার দিগারহাওলা গ্রামের অন্তর (২০) ও ঝিনাইদহের কালিগঞ্জ থানার মইশা হাটা গ্রামের শাহিন (১৯)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইকরাম (২৫) নামের আরও একজন পালিয়ে গেছেন।
অপহৃত যুবকের নাম মাকসুদুল হক (২১)। তিনি নরসিংদীর শিবপুর থানার দক্ষিণ সাদার চর গ্রামের আব্দুর রবের ছেলে। তিনি আশুলিয়ার গৌরীপুর এলাকার সিবিটি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছিলেন।
পুলিশ জানায়, বুধবার রাতে মাকসুদুল তাঁর বন্ধুকে গাড়িতে উঠিয়ে দিতে নবীনগর বাসস্ট্যান্ডে আসেন। পরে তিনি সাভার সেনা শপিং কমপ্লেক্সের সামনে আসলে অপহরণের শিকার হন। অপহরণকারীরা আশুলিয়ার তাঁকে কুরগাঁও এলাকার মাতৃছায়া স্কুলে নিয়ে যান অপহরণকারীরা।
সেখানে তাঁর কাছে থাকা ১ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন অপহরণকারীরা। পরে তাঁর পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করলে ভুক্তভোগীর বোন সাড়ে ৪ হাজার টাকা পাঠিয়ে দেন। ভুক্তভোগীর এক বন্ধু জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ বিকাশে লেনদেনে সূত্র ধরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং মাকসুদুলকে অক্ষত উদ্ধার করে।
আশুলিয়া থানার এসআই হারুন অর রশিদ বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকার সাভারের আশুলিয়ায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। মুক্তিপণের টাকা বিকাশে লেনদেনের সূত্র ধরে তাঁদের গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধার করা হয়।
গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও নতুনপাড়া থেকে আসামিদের গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর থানার মশথপুর গ্রামের ইয়াছিন (১৯), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার দিগারহাওলা গ্রামের অন্তর (২০) ও ঝিনাইদহের কালিগঞ্জ থানার মইশা হাটা গ্রামের শাহিন (১৯)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইকরাম (২৫) নামের আরও একজন পালিয়ে গেছেন।
অপহৃত যুবকের নাম মাকসুদুল হক (২১)। তিনি নরসিংদীর শিবপুর থানার দক্ষিণ সাদার চর গ্রামের আব্দুর রবের ছেলে। তিনি আশুলিয়ার গৌরীপুর এলাকার সিবিটি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছিলেন।
পুলিশ জানায়, বুধবার রাতে মাকসুদুল তাঁর বন্ধুকে গাড়িতে উঠিয়ে দিতে নবীনগর বাসস্ট্যান্ডে আসেন। পরে তিনি সাভার সেনা শপিং কমপ্লেক্সের সামনে আসলে অপহরণের শিকার হন। অপহরণকারীরা আশুলিয়ার তাঁকে কুরগাঁও এলাকার মাতৃছায়া স্কুলে নিয়ে যান অপহরণকারীরা।
সেখানে তাঁর কাছে থাকা ১ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন অপহরণকারীরা। পরে তাঁর পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করলে ভুক্তভোগীর বোন সাড়ে ৪ হাজার টাকা পাঠিয়ে দেন। ভুক্তভোগীর এক বন্ধু জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ বিকাশে লেনদেনে সূত্র ধরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং মাকসুদুলকে অক্ষত উদ্ধার করে।
আশুলিয়া থানার এসআই হারুন অর রশিদ বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫