Ajker Patrika

পদ্মায় ধরা পড়ল ১৮ কেজির বাগাড়

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২০: ৩০
পদ্মায় ধরা পড়ল ১৮ কেজির বাগাড়

রাজবাড়ী জেলার গোয়ালন্দের পদ্মা নদীতে বাবু চালাক নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বাগাড়। পরে মাছটি ২১ হাজার ৬শ টাকায় বিক্রি হয়। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদী থেকে মাছটি ধরা পড়ে।

জেলে বাবু চালাক বলেন, ‘বৃহস্পতিবার ভোরে মাছ ধরতে নদীতে যাই। ভোর ৬টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর মাছটি পেয়ে অনেক ভালো লাগছে। মাছটির দামও ভালো পেয়েছি। মাছটি বিক্রির জন্য সকাল ৮টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে অবস্থিত শাকিল-সোহান মৎস্য আড়তে নিয়ে আসি। পরে সম্রাট শাহজাহান শেখ নামের এক মাছ ব্যবসায়ী ১ হাজার ১ শত টাকা কেজি দরে মোট ১৯ হাজার ৮ শত টাকায় মাছটি কিনে নেন।’

এ বিষয়ে সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনে ঢাকার এক মাছের ব্যবসায়ীর কাছে ১ হাজার ২শ টাকা কেজি দরে মোট ২১ হাজার ৬ শত টাকায় বিক্রি করা হয়েছে। মাছটি বিক্রি করে আমার ভালোই লাভ হয়েছে। পদ্মায় এখন মাঝে মাঝেই এমন বড়, এমনকি এর থেকে বড় আকারের বাগাড়সহ অন্যান্য মাছ ধরা পড়ে। এলাকায় এমন মাছ ধরা পড়ার কথা শুনলে এলাকাবাসীরা মাছের বাজারে ভিড় জমান। অল্প সময়ের মাঝেই বিক্রি হয়ে যায়’

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, ‘মিঠা পানির এমন সুস্বাদু এবং এত বড় মাছ নদীতে এখন মাঝে মধ্যেই দেখা যাবে। আগামী প্রজন্মের জন্য স্থায়ী অভয়াশ্রম করা গেলে এই মাছের বংশবৃদ্ধি ঘটবে এবং আরও বেশি পাওয়া যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত