রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী পদে চাকরি করেও রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন ইউসুফ হোসেন। ৫ নম্বর ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে লড়ছেন তিনি। তাঁর বিরুদ্ধে আদালতে বিচারাধীন আটটি মামলা।
হলফনামায় দেওয়া তথ্যানুসারে, ইউসুফ হোসেনের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। পেশায় ইন্টারনেট ব্যবসায়ী। নির্বাচনী ব্যয় ৭০ হাজার টাকার উৎস হিসেবে উল্লেখ করেছেন বেসরকারি চাকরি (শিক্ষকতা)। তাঁর আয়ের উৎসের ঘর শূন্য। সম্পদ হিসেবে নগদ টাকা রয়েছে ২ লাখ, ব্যাংকে ১ লাখ, একটি মোটরসাইকেল এবং এক বিঘা কৃষিজমি।
রতনদিয়া রজনীকান্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, তাঁদের স্কুল ২০১৮ সালে সরকারি হয়েছে।
ইউসুফ হোসেন বলেন, ‘হলফনামার এক জায়গায় বেসরকারি চাকরি উল্লেখ আছে আর স্কুল সরকারি হলেও আমাদের চাকরি সরকারি হয়নি। এখনো বেসরকারি বেতনই পাই।’
রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, প্রতিষ্ঠান সরকারি হলেও উনি এখনো সরকারি হননি। ওই প্রার্থী সরকারি কোষাগার থেকে টাকা উত্তোলন করেন তাহলে বাদ পড়ে যাবেন।
জানা গেছে, রাজবাড়ীর পাঁচ উপজেলার পাঁচ ওয়ার্ডে সদস্য পদে লড়ছেন ১৮ জন প্রার্থী। ১ নম্বর ওয়ার্ড সদর উপজেলায় ৫, ২ নম্বর ওয়ার্ড গোয়ালন্দ উপজেলায় ৩, ৩ নম্বর ওয়র্ডে পাংশা উপজেলায় ২, ৪ নম্বর ওয়র্ডে বালিয়াকান্দি উপজেলায় ৪ এবং ৫ নম্বর ওয়ার্ড কালুখালী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে একজন স্বশিক্ষিত, দুজন অষ্টম শ্রেণি পাস, দুজন নবম শ্রেণি, তিনজন এসএসসি, তিনজন এইচএসসি, তিনজন বিএ, দুজন এলএলবি, একজন এমএ এবং একজন প্রযোজ্য নয় বলে উল্লেখ করেছেন। বেশির ভাগ প্রার্থীই পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। আইনজীবী দুজন, একজন আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক।
হলফনামায় দেওয়া তথ্যানুসারে, ১ নম্বর ওয়ার্ডের শওকত হাসান সম্পদে এগিয়ে রয়েছেন আর বার্ষিক আয় বেশি ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী রোকনুজ্জামান।
শওকত হাসানের শিক্ষাগত যোগ্যতা বিকম পাস। তাঁর কৃষিজমির পরিমাণ ৩০ বিঘা। ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ ৪৮ লাখ এবং নগদ আছে ২ লাখ টাকা। কৃষি খাত থেকে ১ লাখ ৪৭ হাজার, বাড়ি-দোকান ভাড়া থেকে ৬০ হাজার এবং পেনশন থেকে ৬০ হাজার টাকা তাঁর বার্ষিক আয়।
প্রার্থীদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে রয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী রোকনুজ্জামান। তাঁর পেশা ব্যবসা। তাঁর বার্ষিক আয় ২০ লাখ ৮৪ হাজার ৬০, নগদ টাকা আছে ৫ লাখ এবং ব্যাংকে রয়েছে ২০ লাখ টাকা। তাঁর নামে আদালতে ছয়টি মামলা বিচারাধীন।
১ নম্বর ওয়ার্ডের প্রার্থী আজম মণ্ডলের পেশা ঠিকাদারি। কৃষি খাত থেকে তাঁর আয় ৫০ হাজার টাকা। স্ত্রীর আয়ও তাই। ব্যবসা খাতে আয় ৬ থেকে ৭ লাখ টাকা। স্ত্রীর আয় ১ লাখ টাকা। নগদ টাকার পরিমাণ ২৫ লাখ, স্ত্রীর ২ লাখ টাকা। ব্যাংকে ২৫ লাখ, স্ত্রীর নামে ২ লাখ টাকা।
৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী আব্দুল বারিক বিশ্বাসের ব্যাংকে দেনার পরিমাণ দেড় কোটি টাকা। পেশা হিসেবে তিনি এটিএম নিটওয়্যার, কুতুবপুর, নারায়ণগঞ্জ বলে হলফনামায় উল্লেখ করেছেন। তাঁর বার্ষিক আয় ৭ লাখ ৭৩ হাজার ৪২০ টাকা। বাড়ি-দোকান ভাড়া থেকে আয় ২ লাখ ৭০ হাজার টাকা। সম্পদের মধ্যে নগদ ২ লাখ, ব্যাংকে জমা ৩০ লাখ টাকা। কৃষিজমি ৪২.৫ শতাংশ এবং রেডিসন অ্যাপারেন্স লিমিটেড, গাজীপুর, যার মূল্য ৩৬ লাখ টাকা। তাঁর স্ত্রীর ব্যাংকে ২০ লাখ টাকা জমা রয়েছে।

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী পদে চাকরি করেও রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন ইউসুফ হোসেন। ৫ নম্বর ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে লড়ছেন তিনি। তাঁর বিরুদ্ধে আদালতে বিচারাধীন আটটি মামলা।
হলফনামায় দেওয়া তথ্যানুসারে, ইউসুফ হোসেনের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। পেশায় ইন্টারনেট ব্যবসায়ী। নির্বাচনী ব্যয় ৭০ হাজার টাকার উৎস হিসেবে উল্লেখ করেছেন বেসরকারি চাকরি (শিক্ষকতা)। তাঁর আয়ের উৎসের ঘর শূন্য। সম্পদ হিসেবে নগদ টাকা রয়েছে ২ লাখ, ব্যাংকে ১ লাখ, একটি মোটরসাইকেল এবং এক বিঘা কৃষিজমি।
রতনদিয়া রজনীকান্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, তাঁদের স্কুল ২০১৮ সালে সরকারি হয়েছে।
ইউসুফ হোসেন বলেন, ‘হলফনামার এক জায়গায় বেসরকারি চাকরি উল্লেখ আছে আর স্কুল সরকারি হলেও আমাদের চাকরি সরকারি হয়নি। এখনো বেসরকারি বেতনই পাই।’
রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, প্রতিষ্ঠান সরকারি হলেও উনি এখনো সরকারি হননি। ওই প্রার্থী সরকারি কোষাগার থেকে টাকা উত্তোলন করেন তাহলে বাদ পড়ে যাবেন।
জানা গেছে, রাজবাড়ীর পাঁচ উপজেলার পাঁচ ওয়ার্ডে সদস্য পদে লড়ছেন ১৮ জন প্রার্থী। ১ নম্বর ওয়ার্ড সদর উপজেলায় ৫, ২ নম্বর ওয়ার্ড গোয়ালন্দ উপজেলায় ৩, ৩ নম্বর ওয়র্ডে পাংশা উপজেলায় ২, ৪ নম্বর ওয়র্ডে বালিয়াকান্দি উপজেলায় ৪ এবং ৫ নম্বর ওয়ার্ড কালুখালী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে একজন স্বশিক্ষিত, দুজন অষ্টম শ্রেণি পাস, দুজন নবম শ্রেণি, তিনজন এসএসসি, তিনজন এইচএসসি, তিনজন বিএ, দুজন এলএলবি, একজন এমএ এবং একজন প্রযোজ্য নয় বলে উল্লেখ করেছেন। বেশির ভাগ প্রার্থীই পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। আইনজীবী দুজন, একজন আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক।
হলফনামায় দেওয়া তথ্যানুসারে, ১ নম্বর ওয়ার্ডের শওকত হাসান সম্পদে এগিয়ে রয়েছেন আর বার্ষিক আয় বেশি ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী রোকনুজ্জামান।
শওকত হাসানের শিক্ষাগত যোগ্যতা বিকম পাস। তাঁর কৃষিজমির পরিমাণ ৩০ বিঘা। ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ ৪৮ লাখ এবং নগদ আছে ২ লাখ টাকা। কৃষি খাত থেকে ১ লাখ ৪৭ হাজার, বাড়ি-দোকান ভাড়া থেকে ৬০ হাজার এবং পেনশন থেকে ৬০ হাজার টাকা তাঁর বার্ষিক আয়।
প্রার্থীদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে রয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী রোকনুজ্জামান। তাঁর পেশা ব্যবসা। তাঁর বার্ষিক আয় ২০ লাখ ৮৪ হাজার ৬০, নগদ টাকা আছে ৫ লাখ এবং ব্যাংকে রয়েছে ২০ লাখ টাকা। তাঁর নামে আদালতে ছয়টি মামলা বিচারাধীন।
১ নম্বর ওয়ার্ডের প্রার্থী আজম মণ্ডলের পেশা ঠিকাদারি। কৃষি খাত থেকে তাঁর আয় ৫০ হাজার টাকা। স্ত্রীর আয়ও তাই। ব্যবসা খাতে আয় ৬ থেকে ৭ লাখ টাকা। স্ত্রীর আয় ১ লাখ টাকা। নগদ টাকার পরিমাণ ২৫ লাখ, স্ত্রীর ২ লাখ টাকা। ব্যাংকে ২৫ লাখ, স্ত্রীর নামে ২ লাখ টাকা।
৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী আব্দুল বারিক বিশ্বাসের ব্যাংকে দেনার পরিমাণ দেড় কোটি টাকা। পেশা হিসেবে তিনি এটিএম নিটওয়্যার, কুতুবপুর, নারায়ণগঞ্জ বলে হলফনামায় উল্লেখ করেছেন। তাঁর বার্ষিক আয় ৭ লাখ ৭৩ হাজার ৪২০ টাকা। বাড়ি-দোকান ভাড়া থেকে আয় ২ লাখ ৭০ হাজার টাকা। সম্পদের মধ্যে নগদ ২ লাখ, ব্যাংকে জমা ৩০ লাখ টাকা। কৃষিজমি ৪২.৫ শতাংশ এবং রেডিসন অ্যাপারেন্স লিমিটেড, গাজীপুর, যার মূল্য ৩৬ লাখ টাকা। তাঁর স্ত্রীর ব্যাংকে ২০ লাখ টাকা জমা রয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫