Ajker Patrika

পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১২: ১০
পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সরকার অনুমোদিত বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁর বদলগাছীর পাহাড়পুরে প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উপজেলার সব স্তরের মানুষ মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পাহাড়পুর বাজারের তিন মাথা মোড়ে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।

জানা গেছে, সাবেক জেলা প্রশাসক মিজানুর রহমান পাহাড়পুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব উপস্থাপন করেন। তারপর থেকেই এ বিশ্ববিদ্যালয় নিয়ামতপুর উপজেলার ছাতরা বিলে প্রতিষ্ঠার দাবিতে শুরু হয় রশি টানাটানি। এতে পাহাড়পুর বৌদ্ধবিহারের ইতিহাস ঐতিহ্য সুরক্ষায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অনিশ্চিত হয়ে পড়ে। এরপর থেকেই প্রধানমন্ত্রীর কাছে এই পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে এলাকাবাসী দীর্ঘ দিন থেকে সভা-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছেন।

গতকাল পাহাড়পুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতুর সভাপতিত্বে বক্তব্য দেন নওগাঁ-৩ এর সাবেক সাংসদ আকরাম হোসেন চৌধুরী, ওই পরিষদের সদস্যসচিব বৈদ্যনাথ টপ্য, যুগ্ম আহ্বায়ক ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, গোবরচাঁপা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ, পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আমিনুর রহমান, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সামসুজ্জামান হিরা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত