
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। এবার তাঁদের দেখা যাচ্ছে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে। গতকাল শুক্রবার তাঁরা বাজারে বাজারে গিয়ে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানিয়েছেন। বাড়তি দামে পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা। গতকাল চার জেলায় এই চিত্র দেখা গেছে।
সিলেটে বাজার মনিটরিং করেছেন শিক্ষার্থীরা। গতকাল তাঁরা নগরের সব বাজার ঘুরে দেখেন। এ সময় তাঁরা নির্ধারিত দরে পণ্য বিক্রির জন্য সবাইকে অনুরোধ জানান। এ ছাড়া শিক্ষার্থীরা আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের খোঁজখবর নেন। আহতদের পাশে দাঁড়ানো, নগরে পরিচ্ছন্নতা অভিযান এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও করছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম বলেন, ‘শিক্ষার্থীরা রাস্তায় শৃঙ্খলা ফেরাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন। শহরের বিভিন্ন বাজারে গিয়ে বাজার মনিটরিং করছেন। শিক্ষার্থীদের এসব কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্র সংস্কারে শিক্ষার্থীদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
বাজার মনিটরিং করতে ময়মনসিংহ নগরীর কয়েকটি বাজার পরিদর্শন করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে নগরীর মেছুয়া বাজারে বিভিন্ন পণ্যের দাম যাচাই করেন। বাজারের আড়তদার, পাইকারি এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। কোনো অজুহাতে পণ্যের মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তাঁরা। এ সময় পণ্য মজুত, ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং রাস্তার ওপরে দোকানপাট নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা।
সাতক্ষীরার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা গতকাল সকালে শহরের সুলতানপুর বড় বাজার পরিদর্শন করেন। দিনভর পরিচ্ছন্নতা অভিযান ও সড়ক নিয়ন্ত্রণের পাশাপাশি মাংস বাজার, মৎস্য বাজার ও কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম পর্যবেক্ষণ করেন তাঁরা। যেসব দোকানে পণ্যের মূল্যতালিকা টাঙানো নেই, তাঁদের সেটি করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সমন্বয়ক তামিম তাসমিন, সহসমন্বয়ক ওমর তাসনিম, সাব্বির ইসলাম, ফারহান তানভীর প্রমুখ।
রাজশাহী মহানগরীর সাহেববাজারে গতকাল একদল শিক্ষার্থী গিয়ে বিভিন্ন পণ্যের মূল্য মনিটরিং করেন। এ সময় তাঁরা ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান।
এদিকে রাজশাহীতে রাতের নিরাপত্তায় নিয়োজিত হয়েছেন ‘সেভ রাজশাহী’র ছাত্র-জনতা। তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা দিচ্ছেন। এ দলের নেতৃত্ব দিচ্ছেন ‘শাটিকাপ’ চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। তিনি বলেন, কয়েক দিন ধরে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে নগর ভবন, নগর পুলিশ সদর দপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানের লুট হওয়ার জিনিসপত্র ফিরিয়ে আনছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্য শিক্ষার্থীদের পাশাপাশি তাঁরা মাঠে থাকবেন বলেও জানান তাওকীর।
[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী এবং সিলেট, ময়মনসিংহ ও সাতক্ষীরা প্রতিনিধি]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। এবার তাঁদের দেখা যাচ্ছে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে। গতকাল শুক্রবার তাঁরা বাজারে বাজারে গিয়ে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানিয়েছেন। বাড়তি দামে পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা। গতকাল চার জেলায় এই চিত্র দেখা গেছে।
সিলেটে বাজার মনিটরিং করেছেন শিক্ষার্থীরা। গতকাল তাঁরা নগরের সব বাজার ঘুরে দেখেন। এ সময় তাঁরা নির্ধারিত দরে পণ্য বিক্রির জন্য সবাইকে অনুরোধ জানান। এ ছাড়া শিক্ষার্থীরা আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের খোঁজখবর নেন। আহতদের পাশে দাঁড়ানো, নগরে পরিচ্ছন্নতা অভিযান এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও করছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম বলেন, ‘শিক্ষার্থীরা রাস্তায় শৃঙ্খলা ফেরাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন। শহরের বিভিন্ন বাজারে গিয়ে বাজার মনিটরিং করছেন। শিক্ষার্থীদের এসব কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্র সংস্কারে শিক্ষার্থীদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
বাজার মনিটরিং করতে ময়মনসিংহ নগরীর কয়েকটি বাজার পরিদর্শন করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে নগরীর মেছুয়া বাজারে বিভিন্ন পণ্যের দাম যাচাই করেন। বাজারের আড়তদার, পাইকারি এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। কোনো অজুহাতে পণ্যের মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তাঁরা। এ সময় পণ্য মজুত, ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং রাস্তার ওপরে দোকানপাট নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা।
সাতক্ষীরার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা গতকাল সকালে শহরের সুলতানপুর বড় বাজার পরিদর্শন করেন। দিনভর পরিচ্ছন্নতা অভিযান ও সড়ক নিয়ন্ত্রণের পাশাপাশি মাংস বাজার, মৎস্য বাজার ও কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম পর্যবেক্ষণ করেন তাঁরা। যেসব দোকানে পণ্যের মূল্যতালিকা টাঙানো নেই, তাঁদের সেটি করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সমন্বয়ক তামিম তাসমিন, সহসমন্বয়ক ওমর তাসনিম, সাব্বির ইসলাম, ফারহান তানভীর প্রমুখ।
রাজশাহী মহানগরীর সাহেববাজারে গতকাল একদল শিক্ষার্থী গিয়ে বিভিন্ন পণ্যের মূল্য মনিটরিং করেন। এ সময় তাঁরা ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান।
এদিকে রাজশাহীতে রাতের নিরাপত্তায় নিয়োজিত হয়েছেন ‘সেভ রাজশাহী’র ছাত্র-জনতা। তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা দিচ্ছেন। এ দলের নেতৃত্ব দিচ্ছেন ‘শাটিকাপ’ চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। তিনি বলেন, কয়েক দিন ধরে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে নগর ভবন, নগর পুলিশ সদর দপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানের লুট হওয়ার জিনিসপত্র ফিরিয়ে আনছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্য শিক্ষার্থীদের পাশাপাশি তাঁরা মাঠে থাকবেন বলেও জানান তাওকীর।
[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী এবং সিলেট, ময়মনসিংহ ও সাতক্ষীরা প্রতিনিধি]

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫