সম্পাদকীয়

কয়েক বছর ধরেই ব্যাংকিং খাতে দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার-সংক্রান্ত বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। কিন্তু কিছু ঘটনার সুষ্ঠু তদন্তের পর বিচারের মাধ্যমে শাস্তি হলেও, বেশির ভাগ ঘটনার আসল কুশীলবরা আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে গেছেন। অস্বীকার করার সুযোগ নেই, ব্যাংকিং খাতে অনিয়ম, দুর্নীতি ও লুটপাট দেশের উন্নয়নের পথে প্রধান বাধা।
রোববার আজকের পত্রিকায় এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। পাঁচ বছর আগে এই ব্যাংকের অনিয়ম, দুর্নীতি রোধে হস্তক্ষেপ করেছিল বাংলাদেশ ব্যাংক। সেই পরিপ্রেক্ষিতে অপসারণ করা হয়েছিল ব্যাংকটির শীর্ষ নির্বাহীকে। এরপর প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে সরিয়ে সেই পদে দায়িত্ব দেওয়া হয়েছে পারভেজ তমালকে। কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পরও আগের অবস্থার কোনো পরিবর্তন হয়নি; বরং পরিস্থিতি আরও খারাপ হয়েছে
কয়েক বছর ধরে হল-মার্ক, বেসিক ও ফারমার্স ব্যাংক, রিলায়েন্স ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিংসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। এসব লুটপাটের ঘটনায় একের পর এক মামলা করেছে দুদক। এসব ঘটনায় দুর্নীতির সঙ্গে জড়িত ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তাকে দণ্ড দিয়েছেন আদালত। কিন্তু তার পরও বন্ধ হচ্ছে না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থ লুটপাটের ঘটনা।
ব্যাংকের অনিয়ম-দুর্নীতি রোধে নানা উদ্যোগ নেওয়া হলেও আদতে কতটা কাজে আসছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আগে সরকারি পর্যায়ে দুর্নীতি বেশি হলেও এখন বেসরকারি পর্যায়ে এর প্রবণতা বাড়ছে, যা উদ্বেগজনক। আর্থিক লেনদেন, মূলধন প্রাপ্তিসহ নানা কাজে বিকল্প না থাকায় ব্যাংক খাতে মানুষের নির্ভরশীলতা বেশি। কিন্তু দীর্ঘদিন ধরে খেলাপি ঋণ, অনিয়ম-দুর্নীতিসহ নানা কারণে এ খাত সমস্যার আবর্তে ঘুরপাক খাচ্ছে। ফলে এ খাতে আস্থার সংকট বাড়ছে ক্রমাগতভাবে। এ অবস্থায় ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। কিন্তু যাঁদের দায়িত্ব রক্ষা করার কথা, তাঁরাই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় ব্যাংক খাতে ঝুঁকি বাড়ছে।
অনিয়মে নিমজ্জিত থাকা ব্যাংকটিকে বাঁচাতে তমালের নেতৃত্বাধীন এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এখন পর্যন্ত অজানা কারণে সেই সুপারিশের কোনো কিছুই বাস্তবায়ন হয়নি। তিনি এখনো দাপটের সঙ্গে ব্যাংকে থেকে অনিয়মগুলো করেই চলেছেন।
অনিয়ম, দুর্নীতি, লুটপাটের সঠিক বিচার না হওয়ায় ব্যাংক খাত নিয়ে জনগণের মধ্যে তৈরি হয়েছে আস্থাহীনতা ও উৎকণ্ঠা। একটি
দেশের সত্যিকারের সুশাসনের সূচক হলো অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠায় সাফল্য। কিন্তু কয়েক বছর ধরে বেশ কিছু ব্যাংকের চাঞ্চল্যকর কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট বড় কর্তাদের প্রতি সরকারের প্রশ্রয়মূলক মনোভাব দেখা গেছে। এমনিতেই ব্যাংকের বড় কর্তাদের জবাবদিহির বিষয়টি বাংলাদেশে উপেক্ষিত।
অথচ ব্যাংকিং খাতে আস্থা ও বিশ্বাসের বিষয়টি গুরুত্বপূর্ণ। সাধারণ গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার জন্য স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রথমেই প্রতিটি অনিয়মের সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তা-পরিচালকদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই।

কয়েক বছর ধরেই ব্যাংকিং খাতে দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার-সংক্রান্ত বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। কিন্তু কিছু ঘটনার সুষ্ঠু তদন্তের পর বিচারের মাধ্যমে শাস্তি হলেও, বেশির ভাগ ঘটনার আসল কুশীলবরা আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে গেছেন। অস্বীকার করার সুযোগ নেই, ব্যাংকিং খাতে অনিয়ম, দুর্নীতি ও লুটপাট দেশের উন্নয়নের পথে প্রধান বাধা।
রোববার আজকের পত্রিকায় এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। পাঁচ বছর আগে এই ব্যাংকের অনিয়ম, দুর্নীতি রোধে হস্তক্ষেপ করেছিল বাংলাদেশ ব্যাংক। সেই পরিপ্রেক্ষিতে অপসারণ করা হয়েছিল ব্যাংকটির শীর্ষ নির্বাহীকে। এরপর প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে সরিয়ে সেই পদে দায়িত্ব দেওয়া হয়েছে পারভেজ তমালকে। কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পরও আগের অবস্থার কোনো পরিবর্তন হয়নি; বরং পরিস্থিতি আরও খারাপ হয়েছে
কয়েক বছর ধরে হল-মার্ক, বেসিক ও ফারমার্স ব্যাংক, রিলায়েন্স ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিংসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। এসব লুটপাটের ঘটনায় একের পর এক মামলা করেছে দুদক। এসব ঘটনায় দুর্নীতির সঙ্গে জড়িত ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তাকে দণ্ড দিয়েছেন আদালত। কিন্তু তার পরও বন্ধ হচ্ছে না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থ লুটপাটের ঘটনা।
ব্যাংকের অনিয়ম-দুর্নীতি রোধে নানা উদ্যোগ নেওয়া হলেও আদতে কতটা কাজে আসছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আগে সরকারি পর্যায়ে দুর্নীতি বেশি হলেও এখন বেসরকারি পর্যায়ে এর প্রবণতা বাড়ছে, যা উদ্বেগজনক। আর্থিক লেনদেন, মূলধন প্রাপ্তিসহ নানা কাজে বিকল্প না থাকায় ব্যাংক খাতে মানুষের নির্ভরশীলতা বেশি। কিন্তু দীর্ঘদিন ধরে খেলাপি ঋণ, অনিয়ম-দুর্নীতিসহ নানা কারণে এ খাত সমস্যার আবর্তে ঘুরপাক খাচ্ছে। ফলে এ খাতে আস্থার সংকট বাড়ছে ক্রমাগতভাবে। এ অবস্থায় ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। কিন্তু যাঁদের দায়িত্ব রক্ষা করার কথা, তাঁরাই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় ব্যাংক খাতে ঝুঁকি বাড়ছে।
অনিয়মে নিমজ্জিত থাকা ব্যাংকটিকে বাঁচাতে তমালের নেতৃত্বাধীন এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এখন পর্যন্ত অজানা কারণে সেই সুপারিশের কোনো কিছুই বাস্তবায়ন হয়নি। তিনি এখনো দাপটের সঙ্গে ব্যাংকে থেকে অনিয়মগুলো করেই চলেছেন।
অনিয়ম, দুর্নীতি, লুটপাটের সঠিক বিচার না হওয়ায় ব্যাংক খাত নিয়ে জনগণের মধ্যে তৈরি হয়েছে আস্থাহীনতা ও উৎকণ্ঠা। একটি
দেশের সত্যিকারের সুশাসনের সূচক হলো অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠায় সাফল্য। কিন্তু কয়েক বছর ধরে বেশ কিছু ব্যাংকের চাঞ্চল্যকর কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট বড় কর্তাদের প্রতি সরকারের প্রশ্রয়মূলক মনোভাব দেখা গেছে। এমনিতেই ব্যাংকের বড় কর্তাদের জবাবদিহির বিষয়টি বাংলাদেশে উপেক্ষিত।
অথচ ব্যাংকিং খাতে আস্থা ও বিশ্বাসের বিষয়টি গুরুত্বপূর্ণ। সাধারণ গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার জন্য স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রথমেই প্রতিটি অনিয়মের সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তা-পরিচালকদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫