Ajker Patrika

স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৬: ১৪
স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচরে নাজমা আক্তার নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোবাব আলী গ্রামে এই ঘটনা ঘটে। গতকাল রোববার সকালে তার লাশ উদ্ধার করে চরজব্বার থানা-পুলিশ।

নাজমা আক্তার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর তোরাব আলী গ্রামের করিম মোল্লার সমাজ এলাকার রবি আলমের মেয়ে। সে মোহাম্মদপুর ইউনিয়নের ইসহাক মুন্সীর হাট এমএইচ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। গত শনিবার রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নাজমা আক্তারের মা বিবি কুলসুম বলেন, পাশের বাড়িতে গিয়ে এক নারীর সঙ্গে ঝগড়ায় করা তিনি মেয়েকে বকা দিয়েছিলেন। তবে মেয়ে কেন আত্মহত্যা করেছে তিনি ধারণা করতে পারছেন না।

নাজমা আক্তারের বাবা রবি আলম বলেন, তিনি অন্যত্র খামারে কাজে ছিলেন। মোবাইল ফোনে মৃত্যুর খবর শুনে তিনি বাড়ি আসেন। মেয়ের মৃত্যুর ঘটনায় তিনি কাউকে সন্দেহ বা দোষারোপ করছেন না বলে জানান।

চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কারও অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত