বাবুল আক্তার, পাইকগাছা

পাইকগাছায় পবিত্র রমজান শুরুর সঙ্গে সঙ্গে সবজির বাজার অস্থির হয়ে উঠেছে। ইফতারি পণ্যসহ প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এ জন্য বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
রবি ও সোমবার উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি সবজির দাম ১০ থেকে ৪০ টাকা দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচ, বেগুন ও ক্ষীরার দাম।
পৌরসভা কাঁচাবাজার, কপিলমুনি বাজার, গদাইপুর বাজার, নতুন বাজার ও সরল বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। রমজানের আগের সপ্তাহেও কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৪০ টাকায়। প্রতি কেজি বেগুন আগে ৩০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।
পৌর বাজারের কাঁচামাল ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, কেজিপ্রতি টমেটো ২০ থেকে বেড়ে ৪০ টাকা, গাজর ২০ থেকে বেড়ে ৪০, শসা ৪০ থেকে বেড়ে ৮০, পটোল ৪০ থেকে বেড়ে ৬০, কচুর লতি ৩০ থেকে বেড়ে ৬০, ক্ষীরা ৪০ থেকে বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া মিষ্টি কুমড়া, পেঁপে, করলা, ঝিঙে, ঢ্যাঁড়স ও বরবটি দাম বেড়েছে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা। নতুন বাজার কাঁচাবাজার ব্যবসায়ী কবির উদ্দিন বলেন, ‘রমজান শুরুর সঙ্গে সঙ্গে পাইকারি মার্কেটে সবজির দাম বেড়ে গেছে। সে কারণে আমাদের খুচরা বাজারে বেশি দামে মাল বিক্রি করতে হচ্ছে।’
সরল বাজারে গতকাল সোমবার সকাল ৮টায় বাজার করতে আসা ক্রেতা আব্দুল গফুর জানান, রমজান শুরুর সঙ্গে সঙ্গে সবজির দাম চড়া হওয়ায় অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। সবজির বাজার স্থিতিশীল রাখতে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
কপিলমুনি বাজারে আরেক ক্রেতা আবিরন বিবি বলেন, ‘স্বামী দিনমজুর। ভ্যান চালিয়ে চার সদস্যের সংসার চালান। তরিতরকারির দাম বেশি হওয়ায় চাল কিনে যা থাকে তা দিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। আমরা সরকারের কাছে বাজার নিয়ন্ত্রণের দাবি জানাই।’
একই বাজারে সবজি কিনতে আসা মহিদুল ইসলাম বলেন, ‘যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তা স্বপ্নেও ভাবা যায় না। এভাবে দাম বাড়লে আমরা সারাদিন রোজা থেকে ইফতারের সময় খাব কি?’
পাইকগাছা ষোলোআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জান বলেন, ‘আমি রোজার আগেই পৌর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে বাজার নিয়ন্ত্রণের বিষয়ে তাদের বলেছি। তারপরও যদি কেউ বাজার অস্থির করার চেষ্টা করে, তাদের আইনের আওতায় আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলব।’
পৌর প্যানেল মেয়র শেখ মাহাবুবুর রহমান রঞ্জু বলেন, ‘পৌর কাঁচাবাজারের ব্যবসায়ীদের গতকাল সতর্ক করেছি। কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে সবজির দাম বাড়িয়ে বিক্রি করে। আমরা প্রশাসনকে বলেছি, কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে সবজি বিক্রি করলে তাকে আইনের আওতায় আনা হোক।’
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, ‘রমজান মাসে তরিতরকারির দাম বাড়ানো যাবে না। আমরা সবজির বাজারে নিয়মিত পর্যবেক্ষণ করব। অযথা যেন ব্যবসায়ীরা কোনো অজুহাত দেখিয়ে দাম বাড়াতে না পারেন, সে বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখা হবে।’

পাইকগাছায় পবিত্র রমজান শুরুর সঙ্গে সঙ্গে সবজির বাজার অস্থির হয়ে উঠেছে। ইফতারি পণ্যসহ প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এ জন্য বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
রবি ও সোমবার উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি সবজির দাম ১০ থেকে ৪০ টাকা দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচ, বেগুন ও ক্ষীরার দাম।
পৌরসভা কাঁচাবাজার, কপিলমুনি বাজার, গদাইপুর বাজার, নতুন বাজার ও সরল বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। রমজানের আগের সপ্তাহেও কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৪০ টাকায়। প্রতি কেজি বেগুন আগে ৩০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।
পৌর বাজারের কাঁচামাল ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, কেজিপ্রতি টমেটো ২০ থেকে বেড়ে ৪০ টাকা, গাজর ২০ থেকে বেড়ে ৪০, শসা ৪০ থেকে বেড়ে ৮০, পটোল ৪০ থেকে বেড়ে ৬০, কচুর লতি ৩০ থেকে বেড়ে ৬০, ক্ষীরা ৪০ থেকে বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া মিষ্টি কুমড়া, পেঁপে, করলা, ঝিঙে, ঢ্যাঁড়স ও বরবটি দাম বেড়েছে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা। নতুন বাজার কাঁচাবাজার ব্যবসায়ী কবির উদ্দিন বলেন, ‘রমজান শুরুর সঙ্গে সঙ্গে পাইকারি মার্কেটে সবজির দাম বেড়ে গেছে। সে কারণে আমাদের খুচরা বাজারে বেশি দামে মাল বিক্রি করতে হচ্ছে।’
সরল বাজারে গতকাল সোমবার সকাল ৮টায় বাজার করতে আসা ক্রেতা আব্দুল গফুর জানান, রমজান শুরুর সঙ্গে সঙ্গে সবজির দাম চড়া হওয়ায় অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। সবজির বাজার স্থিতিশীল রাখতে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
কপিলমুনি বাজারে আরেক ক্রেতা আবিরন বিবি বলেন, ‘স্বামী দিনমজুর। ভ্যান চালিয়ে চার সদস্যের সংসার চালান। তরিতরকারির দাম বেশি হওয়ায় চাল কিনে যা থাকে তা দিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। আমরা সরকারের কাছে বাজার নিয়ন্ত্রণের দাবি জানাই।’
একই বাজারে সবজি কিনতে আসা মহিদুল ইসলাম বলেন, ‘যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তা স্বপ্নেও ভাবা যায় না। এভাবে দাম বাড়লে আমরা সারাদিন রোজা থেকে ইফতারের সময় খাব কি?’
পাইকগাছা ষোলোআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জান বলেন, ‘আমি রোজার আগেই পৌর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে বাজার নিয়ন্ত্রণের বিষয়ে তাদের বলেছি। তারপরও যদি কেউ বাজার অস্থির করার চেষ্টা করে, তাদের আইনের আওতায় আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলব।’
পৌর প্যানেল মেয়র শেখ মাহাবুবুর রহমান রঞ্জু বলেন, ‘পৌর কাঁচাবাজারের ব্যবসায়ীদের গতকাল সতর্ক করেছি। কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে সবজির দাম বাড়িয়ে বিক্রি করে। আমরা প্রশাসনকে বলেছি, কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে সবজি বিক্রি করলে তাকে আইনের আওতায় আনা হোক।’
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, ‘রমজান মাসে তরিতরকারির দাম বাড়ানো যাবে না। আমরা সবজির বাজারে নিয়মিত পর্যবেক্ষণ করব। অযথা যেন ব্যবসায়ীরা কোনো অজুহাত দেখিয়ে দাম বাড়াতে না পারেন, সে বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখা হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫