সম্পাদকীয়

আশপাশের সবার মুখে স্পষ্ট উচ্চারণ শুনতে শুনতে এক ফোটা এক বাচ্চা শাঁওলী মিত্রও স্পষ্ট উচ্চারণে কথা বলতেন। তোতা পাখির মতো এমন সব কথা বলতেন, যা তিনি নিজেও বুঝতেন না। শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছিল। বাবা শম্ভু মিত্র আর মা তৃপ্তি মিত্র ছাড়াও বহুরূপী নাট্যদলের অনেকেই তখন শাঁওলীদের বাড়িতে মহড়া করত। তাই সব সময়ই শাঁওলীর কানে স্পষ্ট উচ্চারণটাই আসত।
একদিন সহকর্মী জাকিরকে নিয়ে শম্ভু মিত্র বাসে উঠেছেন। কোলে দেড় বছরের শাঁওলী। বাসটায় খুব ভিড়। সেই ভিড়ের মধ্যেই কোনোরকমে একটা জায়গা পেয়ে জাকির শাঁওলীকে কোলে নিয়ে বসেছেন। এ সময় বাসের কন্ডাক্টর হঠাৎ বলে বসল, ‘এই রোক্কে, রোক্কে!’
সে কথা শুনে বাসটাও ব্রেক করেছে। আর তখন দেড়-বছুরে শাঁওলী স্পষ্ট উচ্চারণে বলছেন, ‘রোক্কে, রোক্কে। কেয়া তাজ্জব! মানুষ খুন করবেন নাকি?’
কন্ডাক্টরের মুখ হাঁ! চোখ বড় বড়!
আসলে এটা ছিল ‘উলুখাগড়া’ নাটকে বিনোদের একটা সংলাপ। শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছিল শাঁওলীর।
‘ডাকঘর’ নাটকে অমলের অভিনয় করতেন শাঁওলী। শম্ভু মিত্র শুধু প্রথম অভিনয়ই ঠাকুরদার চরিত্রটি করেছিলেন। এ ছাড়া তিনি প্রতিবার করতেন রাজকবিরাজের চরিত্রটি। শাঁওলী তত দিনে পজ নেওয়া, অ্যাক্টরস লেফট, অ্যাক্টরস রাইট ইত্যাদি শিখে ফেলেছেন। তো, অভিনয়ের প্রথম দিন মঞ্চে অমল আর ঠাকুরদা। তৃতীয় দৃশ্য সেটি। শাঁওলী বুঝতে পারলেন, শম্ভু মিত্র সংলাপ ভুলে গেছেন। কিন্তু সেটি অমলের পজ ধরে নিয়ে বসে আছেন তিনি। শাঁওলীর মুখ তখন দর্শকদের দিকে। ছোট্ট শাঁওলী বুঝতে পারলেন, বাবা যে সংলাপ ভুলে গেছেন, সেটা তিনি বুঝতে পারছেন না। তখন অসুস্থ অমল কাতরাতে কাতরাতে পাশ ফিরল। অর্থাৎ তখন মুখ আর দর্শকের দিকে নয়। ফিস ফিস করে বাবাকে তাঁর সংলাপটা বলে দিলেন শাঁওলী। আর তখনই শম্ভু মিত্র বলতে শুরু করলেন তাঁর সংলাপ।
সূত্র: শাঁওলী মিত্র, তর্পণ, ১৪-১৫

আশপাশের সবার মুখে স্পষ্ট উচ্চারণ শুনতে শুনতে এক ফোটা এক বাচ্চা শাঁওলী মিত্রও স্পষ্ট উচ্চারণে কথা বলতেন। তোতা পাখির মতো এমন সব কথা বলতেন, যা তিনি নিজেও বুঝতেন না। শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছিল। বাবা শম্ভু মিত্র আর মা তৃপ্তি মিত্র ছাড়াও বহুরূপী নাট্যদলের অনেকেই তখন শাঁওলীদের বাড়িতে মহড়া করত। তাই সব সময়ই শাঁওলীর কানে স্পষ্ট উচ্চারণটাই আসত।
একদিন সহকর্মী জাকিরকে নিয়ে শম্ভু মিত্র বাসে উঠেছেন। কোলে দেড় বছরের শাঁওলী। বাসটায় খুব ভিড়। সেই ভিড়ের মধ্যেই কোনোরকমে একটা জায়গা পেয়ে জাকির শাঁওলীকে কোলে নিয়ে বসেছেন। এ সময় বাসের কন্ডাক্টর হঠাৎ বলে বসল, ‘এই রোক্কে, রোক্কে!’
সে কথা শুনে বাসটাও ব্রেক করেছে। আর তখন দেড়-বছুরে শাঁওলী স্পষ্ট উচ্চারণে বলছেন, ‘রোক্কে, রোক্কে। কেয়া তাজ্জব! মানুষ খুন করবেন নাকি?’
কন্ডাক্টরের মুখ হাঁ! চোখ বড় বড়!
আসলে এটা ছিল ‘উলুখাগড়া’ নাটকে বিনোদের একটা সংলাপ। শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছিল শাঁওলীর।
‘ডাকঘর’ নাটকে অমলের অভিনয় করতেন শাঁওলী। শম্ভু মিত্র শুধু প্রথম অভিনয়ই ঠাকুরদার চরিত্রটি করেছিলেন। এ ছাড়া তিনি প্রতিবার করতেন রাজকবিরাজের চরিত্রটি। শাঁওলী তত দিনে পজ নেওয়া, অ্যাক্টরস লেফট, অ্যাক্টরস রাইট ইত্যাদি শিখে ফেলেছেন। তো, অভিনয়ের প্রথম দিন মঞ্চে অমল আর ঠাকুরদা। তৃতীয় দৃশ্য সেটি। শাঁওলী বুঝতে পারলেন, শম্ভু মিত্র সংলাপ ভুলে গেছেন। কিন্তু সেটি অমলের পজ ধরে নিয়ে বসে আছেন তিনি। শাঁওলীর মুখ তখন দর্শকদের দিকে। ছোট্ট শাঁওলী বুঝতে পারলেন, বাবা যে সংলাপ ভুলে গেছেন, সেটা তিনি বুঝতে পারছেন না। তখন অসুস্থ অমল কাতরাতে কাতরাতে পাশ ফিরল। অর্থাৎ তখন মুখ আর দর্শকের দিকে নয়। ফিস ফিস করে বাবাকে তাঁর সংলাপটা বলে দিলেন শাঁওলী। আর তখনই শম্ভু মিত্র বলতে শুরু করলেন তাঁর সংলাপ।
সূত্র: শাঁওলী মিত্র, তর্পণ, ১৪-১৫

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫