Ajker Patrika

শিগগির শেষ হচ্ছে না গ্রাহকের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ১৫
শিগগির শেষ হচ্ছে না গ্রাহকের অপেক্ষা

পাসওয়ার্ড না থাকায় ভাঙা হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দুটি লকার। একটি লকারে মিলেছে একাধিক ব্যাংকের ১০৭টি চেকবই। আরেকটিতে ছিল ২ হাজার ৫৩০ টাকা। লকার ভাঙার আগে ধারণা করা হয়েছিল, উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ পাওয়া যাবে, যা থেকে গ্রাহকের পাওনা অর্থ পরিশোধের সুযোগ তৈরি হবে। কিন্তু প্রত্যাশিত কিছু না পাওয়ায় হতাশ হয়েছে নবগঠিত ইভ্যালির পরিচালনা বোর্ড। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লকারে তেমন কিছু না পাওয়ায় গ্রাহকের পাওনা পাওয়ার অপেক্ষা খুব শিগগির শেষ হচ্ছে না।

রাজধানীর ধানমন্ডিতে গতকাল সোমবার বেলা সোয়া তিনটার দিকে ইভ্যালির প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় প্রথম লকারটি মিস্ত্রি দিয়ে ভাঙা শুরু হয়। আধঘণ্টার চেষ্টায় ভাঙা হয় লকারটি। এর আধঘণ্টা পর ভাঙা হয় ভবনের নিচতলায় থাকা দ্বিতীয় লকারটি।

লকার দুটো ভেঙে তেমন কিছু না পাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন হাইকোর্ট গঠিত ইভ্যালির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম, লকারে টাকাপয়সা পাব; কিন্তু মিলল শুধু চেকবই। যা পেয়েছি সেগুলো ফালতু, মূল্যহীন। এগুলো পানিতে ফেলে দেওয়া ছাড়া কোনো কাজে লাগবে না।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিচালনা বোর্ড ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের কাছে লকারের পাসওয়ার্ড চাইলেও সেটি দেননি। রাসেল বর্তমানে কারাগারে। পরে প্রতিষ্ঠানটি পরিচালনায় উচ্চ আদালতের করে দেওয়া অন্তর্বর্তীকালীন বোর্ড লকার ভাঙার সিদ্ধান্ত নেয়। গতকাল বিকেলে পুরো বোর্ডের সদস্য এবং ম্যাজিস্ট্রেট ও ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে লকার দুটি ভাঙা হয়।

ইভ্যালির বিরুদ্ধে টাকা নিয়ে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারার অভিযোগ অনেক দিনের।

এসবের মধ্যেই গত বছরের ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে রাজধানীর মোহাম্মদপুরের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে র‍্যাব। ইভ্যালির কার্যক্রম বন্ধ হয়ে গেলে গত বছরের ১৮ অক্টোবর হাইকোর্ট এক রিটের শুনানি নিয়ে প্রতিষ্ঠানটিতে গ্রাহকের পাওনা পরিশোধসহ এর কার্যক্রম চালুর বিষয়ে পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

সঞ্চয়পত্রে মুনাফার হার আরও কমল

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত