মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার

দেশজুড়ে জেঁকে বসেছে শীত। এই সময়ে ঘুরে বেড়াতে দেশবাসীর পছন্দের তালিকায় শীর্ষে থাকে কক্সবাজার। প্রতিদিন দেশ-বিদেশের হাজারো পর্যটক এই পর্যটন নগরীতে ছুটে আসেন। পাহাড়-সমুদ্রের মিতালি যে এখানে। এই কক্সবাজারে ইনানী পাথুরে সৈকতের নয়নাভিরাম দৃশ্য টানে কমবেশি সকলকেই। এই সৈকতের পাশেই পাথুয়ারটেক। আরেকটু দূরে কানা রাজার সুড়ঙ্গ। আশপাশের বন-বনানী, প্রাণী বৈচিত্র্যসহ কত কিছু দেখার আছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রকৃতির সব সৌন্দর্য যেন এখানে লুটিয়ে পড়ছে।
প্রাকৃতিকভাবে সৃষ্ট পাথরের স্তূপে দাঁড়িয়ে দিগন্তছোঁয়া সৈকত নীল জলরাশি অবলোকন ভ্রমণপিপাসু টেনে আনে। পাশের পাহাড়, চিংড়ির পোনা উৎপাদনের হ্যাচারি জোন ও সুপারি বাগান ঘুরে দেখারও সুযোগ মেলে তাঁদের।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজার শহরের ডায়াবেটিক পয়েন্ট থেকে কলাতলীর সায়মন বিচ পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় বেশি ভিড় করেন পর্যটকেরা। এখানে মূলত থাকা-খাওয়া ও নিরাপত্তাসহ নানাবিধ সুবিধা সহজলভ্য। যে কারণে এখানে জটলা করেন পর্যটকেরা। অথচ শহর থকে টেকনাফ পর্যন্ত ১২০ কিলোমিটার সৈকতের বেশির ভাগ জায়গায় পর্যটক আকর্ষণের উপযুক্ত পরিবেশ রয়েছে।
গত শুক্রবার দুপুরে পাতুয়ারটেকের সৈকতে মায়ের হাত ধরে হাঁটছিল ৬ বছরের ছোট্ট নাফিজ ইমরান। পাথর থেকে পাথরে লাফ দিচ্ছিল। কখনো আবার বসে স্বচ্ছ জলরাশি নিয়ে খেলা মেতে উঠছিল সে। মা জেরিন ইমরান কোনো ভাবেই তাকে ছাড়ছিলেন না। পাশাপাশি থেকে ছেলে ও স্ত্রীর সেই দৃশ্য ধারণ করছিলেন ইমরান সাঈদ। স্বামী-স্ত্রী দুজনেই চাকরিজীবী। রাজধানী ঢাকার মালিবাগ থেকে সাপ্তাহিক ছুটির দিনে বিদায়ী বছর ও নতুন বছরকে স্বাগত জানাতে কক্সবাজার ছুটে এসেছিলেন তাঁরা।
ইমরান সাঈদ বলেন, পাতুয়ারটেক ও ইনানী সৈকত খুবই নিরিবিলি। একসঙ্গে সব দেখার সুযোগ এখানে রয়েছে।
বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী বার্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমী তাঁর ২৫ সহকর্মীকে ইনানী সৈকতে এসেছিলেন বনভোজনে। তিনি বলেন, সৈকতের আশপাশের সৌন্দর্য আরও বেশি আনন্দ জুগিয়েছে।
স্থানীয় পর্যটন উদ্যোক্তা তৌহিদুল ইসলাম তোহা বলেন, আগের চেয়ে ইনানী ও পাতুয়ারটেক সৈকতে পর্যটকদের আগমন বেড়েছে। মেরিন ড্রাইভ সড়ক ধরে তাঁরা আসছেন। পথে বড়ছড়া পাহাড়ি ঝরনা, দরিয়ানগর পর্যটনকেন্দ্র, হিমছড়ি ঝরনা ও পাহাড় চূড়ার বিনোদনকেন্দ্রেও যাচ্ছেন পর্যটকেরা।
কক্সবাজার টুরিস্ট পুলিশের সুপার (এসপি) মো. জিললুর রহমান বলেন, ইনানী ও পাতুয়ারটেক সৈকতে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ সদস্যরা কাজ করছেন।
যেভাবে যাবেন: কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক। এক পাশে উঁচু পাহাড় ও অন্য পাশে সমুদ্রসৈকত। দীর্ঘ পথে যেতে একটুও ক্লান্ত হবেন না আপনি। এ সড়ক ধরে ২৭ কিলোমিটার গেলেই পাথুরে সৈকত ইনানী। এরপর পড়বে পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপ। আরও তিন কিলোমিটার পর পাতুয়ারটেক।
ঢাকা ও চট্টগ্রাম থেকে সড়কপথে কক্সবাজার এসে নামতে হবে। এরপর বাস টার্মিনাল কিংবা কলাতলীর মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশা বা ব্যাটারিচালিত টমটম, টুরিস্ট জিপে যাওয়া যাবে ইনানী।
ভাড়া: সিএনজিচালিত অটোরিকশা বা টমটমে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় আসা-যাওয়া করা যাবে। জিপে যেতে হলে খরচ হবে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা।
থাকা ও খাওয়া-দাওয়া: ইনানীতে রয়েল টিউলিপ, রয়েল রিসোর্ট, জলতরঙ্গ, অর্কিড ব্লু, পেভেল স্টোনসহ ৩০ টির মতো হোটেল-কটেজ ও গেস্ট হাউস রয়েছে। রয়েছে বেশ কিছু রেস্তোরাঁও। এখানে ১২ হাজার পর্যটকের রাতযাপনের ব্যবস্থা রয়েছে।

দেশজুড়ে জেঁকে বসেছে শীত। এই সময়ে ঘুরে বেড়াতে দেশবাসীর পছন্দের তালিকায় শীর্ষে থাকে কক্সবাজার। প্রতিদিন দেশ-বিদেশের হাজারো পর্যটক এই পর্যটন নগরীতে ছুটে আসেন। পাহাড়-সমুদ্রের মিতালি যে এখানে। এই কক্সবাজারে ইনানী পাথুরে সৈকতের নয়নাভিরাম দৃশ্য টানে কমবেশি সকলকেই। এই সৈকতের পাশেই পাথুয়ারটেক। আরেকটু দূরে কানা রাজার সুড়ঙ্গ। আশপাশের বন-বনানী, প্রাণী বৈচিত্র্যসহ কত কিছু দেখার আছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রকৃতির সব সৌন্দর্য যেন এখানে লুটিয়ে পড়ছে।
প্রাকৃতিকভাবে সৃষ্ট পাথরের স্তূপে দাঁড়িয়ে দিগন্তছোঁয়া সৈকত নীল জলরাশি অবলোকন ভ্রমণপিপাসু টেনে আনে। পাশের পাহাড়, চিংড়ির পোনা উৎপাদনের হ্যাচারি জোন ও সুপারি বাগান ঘুরে দেখারও সুযোগ মেলে তাঁদের।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজার শহরের ডায়াবেটিক পয়েন্ট থেকে কলাতলীর সায়মন বিচ পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় বেশি ভিড় করেন পর্যটকেরা। এখানে মূলত থাকা-খাওয়া ও নিরাপত্তাসহ নানাবিধ সুবিধা সহজলভ্য। যে কারণে এখানে জটলা করেন পর্যটকেরা। অথচ শহর থকে টেকনাফ পর্যন্ত ১২০ কিলোমিটার সৈকতের বেশির ভাগ জায়গায় পর্যটক আকর্ষণের উপযুক্ত পরিবেশ রয়েছে।
গত শুক্রবার দুপুরে পাতুয়ারটেকের সৈকতে মায়ের হাত ধরে হাঁটছিল ৬ বছরের ছোট্ট নাফিজ ইমরান। পাথর থেকে পাথরে লাফ দিচ্ছিল। কখনো আবার বসে স্বচ্ছ জলরাশি নিয়ে খেলা মেতে উঠছিল সে। মা জেরিন ইমরান কোনো ভাবেই তাকে ছাড়ছিলেন না। পাশাপাশি থেকে ছেলে ও স্ত্রীর সেই দৃশ্য ধারণ করছিলেন ইমরান সাঈদ। স্বামী-স্ত্রী দুজনেই চাকরিজীবী। রাজধানী ঢাকার মালিবাগ থেকে সাপ্তাহিক ছুটির দিনে বিদায়ী বছর ও নতুন বছরকে স্বাগত জানাতে কক্সবাজার ছুটে এসেছিলেন তাঁরা।
ইমরান সাঈদ বলেন, পাতুয়ারটেক ও ইনানী সৈকত খুবই নিরিবিলি। একসঙ্গে সব দেখার সুযোগ এখানে রয়েছে।
বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী বার্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমী তাঁর ২৫ সহকর্মীকে ইনানী সৈকতে এসেছিলেন বনভোজনে। তিনি বলেন, সৈকতের আশপাশের সৌন্দর্য আরও বেশি আনন্দ জুগিয়েছে।
স্থানীয় পর্যটন উদ্যোক্তা তৌহিদুল ইসলাম তোহা বলেন, আগের চেয়ে ইনানী ও পাতুয়ারটেক সৈকতে পর্যটকদের আগমন বেড়েছে। মেরিন ড্রাইভ সড়ক ধরে তাঁরা আসছেন। পথে বড়ছড়া পাহাড়ি ঝরনা, দরিয়ানগর পর্যটনকেন্দ্র, হিমছড়ি ঝরনা ও পাহাড় চূড়ার বিনোদনকেন্দ্রেও যাচ্ছেন পর্যটকেরা।
কক্সবাজার টুরিস্ট পুলিশের সুপার (এসপি) মো. জিললুর রহমান বলেন, ইনানী ও পাতুয়ারটেক সৈকতে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ সদস্যরা কাজ করছেন।
যেভাবে যাবেন: কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক। এক পাশে উঁচু পাহাড় ও অন্য পাশে সমুদ্রসৈকত। দীর্ঘ পথে যেতে একটুও ক্লান্ত হবেন না আপনি। এ সড়ক ধরে ২৭ কিলোমিটার গেলেই পাথুরে সৈকত ইনানী। এরপর পড়বে পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপ। আরও তিন কিলোমিটার পর পাতুয়ারটেক।
ঢাকা ও চট্টগ্রাম থেকে সড়কপথে কক্সবাজার এসে নামতে হবে। এরপর বাস টার্মিনাল কিংবা কলাতলীর মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশা বা ব্যাটারিচালিত টমটম, টুরিস্ট জিপে যাওয়া যাবে ইনানী।
ভাড়া: সিএনজিচালিত অটোরিকশা বা টমটমে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় আসা-যাওয়া করা যাবে। জিপে যেতে হলে খরচ হবে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা।
থাকা ও খাওয়া-দাওয়া: ইনানীতে রয়েল টিউলিপ, রয়েল রিসোর্ট, জলতরঙ্গ, অর্কিড ব্লু, পেভেল স্টোনসহ ৩০ টির মতো হোটেল-কটেজ ও গেস্ট হাউস রয়েছে। রয়েছে বেশ কিছু রেস্তোরাঁও। এখানে ১২ হাজার পর্যটকের রাতযাপনের ব্যবস্থা রয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫