মনিরামপুর প্রতিনিধি

যশোরের মনিরামপুরে একসময় কদর ছিল ভুট্টার আবাদের। প্রতি মৌসুমে ভুট্টার চাষ বেড়েছিল দেড়গুণ থেকে দ্বিগুণ। কিন্তু গত চার-পাঁচ বছর ধরে এ ফসল চাষে আগ্রহ হারিয়েছেন কৃষকেরা।
চলতি মৌসুমে উপজেলায় মাত্র ৭৩ হেক্টর জমিতে আবাদ হয়েছে ভুট্টার, যা গত বারের তুলনায় ১০০ হেক্টর কম।
উপজেলা কৃষি অফিস বলছে, বাজারে ধানের ভালো দাম থাকায় কৃষকেরা ধান চাষে ঝুঁকছেন। একই সঙ্গে ভুট্টার বাজারজাত করায় রয়েছে নানা সমস্যা। এসবের কারণে ভুট্টার আবাদ কমেছে।
কৃষি অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে, অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি ভুট্টা চাষের উপযুক্ত সময়। চলতি মৌসুমে মনিরামপুরে ৭৩ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। এর মধ্যে মনিরামপুর সদর ইউনিয়নে ২৭ হেক্টর, পৌরসভা এলাকায় ১৪ হেক্টর, খেদাপাড়ায় ১৩ হেক্টর, রোহিতায় ৬ হেক্টর, কাশিমনগর ও ভোজগাতী ইউনিয়নে ৫ হেক্টর করে ১০ হেক্টর, মশ্মিমনগরে ৩ হেক্টর, শ্যামকুড়ে ২ হেক্টর ও মাছনা গ্রামে ১ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে।
দাম ও ফলন দুটোই ভালো হলেও ভুট্টা চাষ আকৃষ্ট করতে পারেনি ঢাকুরিয়া, হরিহরনগর, ঝাঁপা, চালুয়াহাটি, দূর্বাডাঙা ও নেহালপুর ইউনিয়নের কৃষকদের। এসব অঞ্চলে এবার ভুট্টার চাষ শূন্যের ঘরে।
কৃষি অফিসের তথ্য মতে, ২০১৮ সালে ৫০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়। ২০১৯ সালে ভুট্টার চাষ দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছিল ১১০ হেক্টরে। গত বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভুট্টার চাষ হয় ১৭৫ হেক্টর জমিতে।
চলতি মৌসুমে ভুট্টার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭৫ হেক্টর। ২৫০ জন কৃষককে ভুট্টার প্রণোদনাও দেওয়া হয়েছে। কৃষকেরা ২ কেজি করে বীজ ও ৩০ কেজি মিশ্র সার পেয়েছেন। প্রণোদনা দিয়েও এ বছর ভুট্টার আবাদ বাড়ানো যায়নি। বরং চাষ কমেছে গত বছর থেকে ১০২ হেক্টরের।
এদিকে চলতি মাসের প্রথম সপ্তাহের অসময়ের বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে ভুট্টার আবাদ। কৃষি অফিসের তথ্যমতে, ২০ হেক্টর ভুট্টা খেত পানিতে তালিয়ে গেছে। এর মধ্যে ২ হেক্টরে ভুট্টার আবাদ ক্ষতির মুখে পড়েছে।
গবাদিপশু, হাঁস মুরগি, মাছ ও মানুষের খাবার তৈরিতে ভুট্টা ব্যবহৃত হয়। বিশেষ করে পশু ও বয়লারের খামার বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বেড়েছে ভুট্টার।
ভুট্টার চাষ পদ্ধতি সহজ, খরচ কম। শতক প্রতি এর ফলন কয়েক মণ। ফসল তোলার মুহূর্তে কৃষক প্রতিমণ ভুট্টা ৭০০-৭৫০ টাকায় বিক্রি করতে পারেন। দাম ও ফলন ভালো হওয়ায় মনিরামপুর অঞ্চলের কৃষক এ চাষে আগ্রহ দেখিয়েছিলেন।
গত দুই বছর ধানের বাজার দর বেশি। প্রতিমণ ধান খোলা বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়। ভালো দাম পেয়ে ফের কৃষকেরা ধান চাষে ঝুঁকেছেন।
উপজেলার দেবিদাসপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, ৮৪ শতক জমিতে এবার ভুট্টা চাষ করেছি। গত বছর সমপরিমাণ জমিতে ভুট্টা চাষ করেছিলাম। এখন ভুট্টার মণ ১ হাজার ৩০০ টাকা। ফসল ওঠার সময় দাম থাকে ৭০০-৭৫০ টাকা।
কৃষক শহিদুল ইসলাম বলেন, ‘বড় ব্যবসায়ীরা এদিকে আসেন না। স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছে ভুট্টা বিক্রি করতে হয়। বড় ব্যবসায়ীরা এলে দাম কিছুটা বেশি পেতাম।’
মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘ধানের দাম বাড়ার কারণে ভুট্টাসহ মসুর ও সরিষার চাষ মনিরামপুরে অনেকটা কমেছে। ভুট্টার ফল ছাড়ানোর কাজ কৃষকেরা কিছুটা ঝামেলার মনে করেন। তা ছাড়া ভুট্টার বাজারজাতকরণ নিয়েও কৃষকদের সমস্যায় পড়তে হয়।’

যশোরের মনিরামপুরে একসময় কদর ছিল ভুট্টার আবাদের। প্রতি মৌসুমে ভুট্টার চাষ বেড়েছিল দেড়গুণ থেকে দ্বিগুণ। কিন্তু গত চার-পাঁচ বছর ধরে এ ফসল চাষে আগ্রহ হারিয়েছেন কৃষকেরা।
চলতি মৌসুমে উপজেলায় মাত্র ৭৩ হেক্টর জমিতে আবাদ হয়েছে ভুট্টার, যা গত বারের তুলনায় ১০০ হেক্টর কম।
উপজেলা কৃষি অফিস বলছে, বাজারে ধানের ভালো দাম থাকায় কৃষকেরা ধান চাষে ঝুঁকছেন। একই সঙ্গে ভুট্টার বাজারজাত করায় রয়েছে নানা সমস্যা। এসবের কারণে ভুট্টার আবাদ কমেছে।
কৃষি অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে, অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি ভুট্টা চাষের উপযুক্ত সময়। চলতি মৌসুমে মনিরামপুরে ৭৩ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। এর মধ্যে মনিরামপুর সদর ইউনিয়নে ২৭ হেক্টর, পৌরসভা এলাকায় ১৪ হেক্টর, খেদাপাড়ায় ১৩ হেক্টর, রোহিতায় ৬ হেক্টর, কাশিমনগর ও ভোজগাতী ইউনিয়নে ৫ হেক্টর করে ১০ হেক্টর, মশ্মিমনগরে ৩ হেক্টর, শ্যামকুড়ে ২ হেক্টর ও মাছনা গ্রামে ১ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে।
দাম ও ফলন দুটোই ভালো হলেও ভুট্টা চাষ আকৃষ্ট করতে পারেনি ঢাকুরিয়া, হরিহরনগর, ঝাঁপা, চালুয়াহাটি, দূর্বাডাঙা ও নেহালপুর ইউনিয়নের কৃষকদের। এসব অঞ্চলে এবার ভুট্টার চাষ শূন্যের ঘরে।
কৃষি অফিসের তথ্য মতে, ২০১৮ সালে ৫০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়। ২০১৯ সালে ভুট্টার চাষ দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছিল ১১০ হেক্টরে। গত বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভুট্টার চাষ হয় ১৭৫ হেক্টর জমিতে।
চলতি মৌসুমে ভুট্টার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭৫ হেক্টর। ২৫০ জন কৃষককে ভুট্টার প্রণোদনাও দেওয়া হয়েছে। কৃষকেরা ২ কেজি করে বীজ ও ৩০ কেজি মিশ্র সার পেয়েছেন। প্রণোদনা দিয়েও এ বছর ভুট্টার আবাদ বাড়ানো যায়নি। বরং চাষ কমেছে গত বছর থেকে ১০২ হেক্টরের।
এদিকে চলতি মাসের প্রথম সপ্তাহের অসময়ের বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে ভুট্টার আবাদ। কৃষি অফিসের তথ্যমতে, ২০ হেক্টর ভুট্টা খেত পানিতে তালিয়ে গেছে। এর মধ্যে ২ হেক্টরে ভুট্টার আবাদ ক্ষতির মুখে পড়েছে।
গবাদিপশু, হাঁস মুরগি, মাছ ও মানুষের খাবার তৈরিতে ভুট্টা ব্যবহৃত হয়। বিশেষ করে পশু ও বয়লারের খামার বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বেড়েছে ভুট্টার।
ভুট্টার চাষ পদ্ধতি সহজ, খরচ কম। শতক প্রতি এর ফলন কয়েক মণ। ফসল তোলার মুহূর্তে কৃষক প্রতিমণ ভুট্টা ৭০০-৭৫০ টাকায় বিক্রি করতে পারেন। দাম ও ফলন ভালো হওয়ায় মনিরামপুর অঞ্চলের কৃষক এ চাষে আগ্রহ দেখিয়েছিলেন।
গত দুই বছর ধানের বাজার দর বেশি। প্রতিমণ ধান খোলা বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়। ভালো দাম পেয়ে ফের কৃষকেরা ধান চাষে ঝুঁকেছেন।
উপজেলার দেবিদাসপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, ৮৪ শতক জমিতে এবার ভুট্টা চাষ করেছি। গত বছর সমপরিমাণ জমিতে ভুট্টা চাষ করেছিলাম। এখন ভুট্টার মণ ১ হাজার ৩০০ টাকা। ফসল ওঠার সময় দাম থাকে ৭০০-৭৫০ টাকা।
কৃষক শহিদুল ইসলাম বলেন, ‘বড় ব্যবসায়ীরা এদিকে আসেন না। স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছে ভুট্টা বিক্রি করতে হয়। বড় ব্যবসায়ীরা এলে দাম কিছুটা বেশি পেতাম।’
মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘ধানের দাম বাড়ার কারণে ভুট্টাসহ মসুর ও সরিষার চাষ মনিরামপুরে অনেকটা কমেছে। ভুট্টার ফল ছাড়ানোর কাজ কৃষকেরা কিছুটা ঝামেলার মনে করেন। তা ছাড়া ভুট্টার বাজারজাতকরণ নিয়েও কৃষকদের সমস্যায় পড়তে হয়।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫