মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন

প্রশ্ন: অনেকেই বলে থাকেন, হাদিস মানার দরকার নেই। ইসলামের বিধিবিধান পালনের জন্য পবিত্র কোরআনই যথেষ্ট। এ কথা কি সঠিক?
আবসার উদ্দিন, ঢাকা
উত্তর: কথাটি সঠিক নয়। কারণ হাদিস ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস ও দলিল। মুসলিম উম্মাহর হাজার বছরের ঐকমত্যে হাদিসের সত্যতা প্রমাণিত। বর্ণনা সূত্রের বলিষ্ঠতা-দুর্বলতার কারণে এর প্রামাণিকতার স্তর ভিন্ন হয়। তবে প্রমাণিত হাদিস ও সুন্নতকে অগ্রহণযোগ্য বলার অধিকার কারও নেই। হাদিস অস্বীকার কোরআন অস্বীকারেরই নামান্তর। কারণ হাদিস কোরআনেরই ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, ‘আর আপনার প্রতি কোরআন নাজিল করেছি, যাতে মানুষের জন্য অবতীর্ণ বাণী আপনি তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারেন।’ (সুরা নাহল: ৪৪)
পবিত্র কোরআনে রাসুল (সা.)-কে মুসলমানদের আদর্শ সাব্যস্ত করা হয়েছে। তাঁকে পাঠানোর উদ্দেশ্য কেবল কোরআনের আয়াত হুবহু মানুষের কাছে পৌঁছে দেওয়া নয়; বরং তাদের আমল-আখলাক সংশোধন করা, কোরআনের ব্যাখ্যা দেওয়া এবং প্রজ্ঞাপূর্ণ জ্ঞান শেখানোও তাঁর দায়িত্বের অন্তর্ভুক্ত। আর এই মহান কাজ তখনই আঞ্জাম দেওয়া যাবে, যখন তাঁর প্রতিটি কথা-কাজ প্রামাণ্য ও বিশ্বাসযোগ্য হবে। এ জন্যই কোরআনের প্রায় অর্ধশত আয়াতে রাসুলের আনুগত্যের নির্দেশ এবং তাঁর অবাধ্যতায় নিষেধের কথা এসেছে।
রাসুল (সা.)-এর প্রতিটি কথা ও কাজ অহির অন্তর্ভুক্ত। তাই নবুওয়তের ২৩ বছরে তিনি যা কিছু বলেছেন, করেছেন এবং সমর্থন দিয়েছেন, সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে। মনগড়া কোনো কিছুই তিনি করেননি বা বলেননি। আল্লাহ তাআলা বলেন, ‘আর তিনি মনগড়া কথা বলেন না। তা তো কেবল অহি, যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়।’ (সুরা নাজম: ৩-৪) আয়াতে তাঁর সব কথা-কাজকেই অহি বলা হয়েছে। এর আলোকেই হাদিস শাস্ত্রের ইমামগণ বলেন, অহি দুই প্রকার। এক. কোরআন;
দুই. হাদিস বা সুন্নাহ। সুতরাং হাদিস মানা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি।
উত্তর দিয়েছেন:মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন, গবেষণা বিভাগীয় প্রধান, মা’হাদুল ফিকরিল ইসলামি, বসুমতি, গুলশান, ঢাকা।

প্রশ্ন: অনেকেই বলে থাকেন, হাদিস মানার দরকার নেই। ইসলামের বিধিবিধান পালনের জন্য পবিত্র কোরআনই যথেষ্ট। এ কথা কি সঠিক?
আবসার উদ্দিন, ঢাকা
উত্তর: কথাটি সঠিক নয়। কারণ হাদিস ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস ও দলিল। মুসলিম উম্মাহর হাজার বছরের ঐকমত্যে হাদিসের সত্যতা প্রমাণিত। বর্ণনা সূত্রের বলিষ্ঠতা-দুর্বলতার কারণে এর প্রামাণিকতার স্তর ভিন্ন হয়। তবে প্রমাণিত হাদিস ও সুন্নতকে অগ্রহণযোগ্য বলার অধিকার কারও নেই। হাদিস অস্বীকার কোরআন অস্বীকারেরই নামান্তর। কারণ হাদিস কোরআনেরই ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, ‘আর আপনার প্রতি কোরআন নাজিল করেছি, যাতে মানুষের জন্য অবতীর্ণ বাণী আপনি তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারেন।’ (সুরা নাহল: ৪৪)
পবিত্র কোরআনে রাসুল (সা.)-কে মুসলমানদের আদর্শ সাব্যস্ত করা হয়েছে। তাঁকে পাঠানোর উদ্দেশ্য কেবল কোরআনের আয়াত হুবহু মানুষের কাছে পৌঁছে দেওয়া নয়; বরং তাদের আমল-আখলাক সংশোধন করা, কোরআনের ব্যাখ্যা দেওয়া এবং প্রজ্ঞাপূর্ণ জ্ঞান শেখানোও তাঁর দায়িত্বের অন্তর্ভুক্ত। আর এই মহান কাজ তখনই আঞ্জাম দেওয়া যাবে, যখন তাঁর প্রতিটি কথা-কাজ প্রামাণ্য ও বিশ্বাসযোগ্য হবে। এ জন্যই কোরআনের প্রায় অর্ধশত আয়াতে রাসুলের আনুগত্যের নির্দেশ এবং তাঁর অবাধ্যতায় নিষেধের কথা এসেছে।
রাসুল (সা.)-এর প্রতিটি কথা ও কাজ অহির অন্তর্ভুক্ত। তাই নবুওয়তের ২৩ বছরে তিনি যা কিছু বলেছেন, করেছেন এবং সমর্থন দিয়েছেন, সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে। মনগড়া কোনো কিছুই তিনি করেননি বা বলেননি। আল্লাহ তাআলা বলেন, ‘আর তিনি মনগড়া কথা বলেন না। তা তো কেবল অহি, যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়।’ (সুরা নাজম: ৩-৪) আয়াতে তাঁর সব কথা-কাজকেই অহি বলা হয়েছে। এর আলোকেই হাদিস শাস্ত্রের ইমামগণ বলেন, অহি দুই প্রকার। এক. কোরআন;
দুই. হাদিস বা সুন্নাহ। সুতরাং হাদিস মানা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি।
উত্তর দিয়েছেন:মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন, গবেষণা বিভাগীয় প্রধান, মা’হাদুল ফিকরিল ইসলামি, বসুমতি, গুলশান, ঢাকা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫