Ajker Patrika

হাদিস মানা কেন জরুরি

মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন
আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১০: ০৫
হাদিস মানা কেন জরুরি

প্রশ্ন: অনেকেই বলে থাকেন, হাদিস মানার দরকার নেই। ইসলামের বিধিবিধান পালনের জন্য পবিত্র কোরআনই যথেষ্ট। এ কথা কি সঠিক? 
আবসার উদ্দিন, ঢাকা

উত্তর: কথাটি সঠিক নয়। কারণ হাদিস ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস ও দলিল। মুসলিম উম্মাহর হাজার বছরের ঐকমত্যে হাদিসের সত্যতা প্রমাণিত। বর্ণনা সূত্রের বলিষ্ঠতা-দুর্বলতার কারণে এর প্রামাণিকতার স্তর ভিন্ন হয়। তবে প্রমাণিত হাদিস ও সুন্নতকে অগ্রহণযোগ্য বলার অধিকার কারও নেই। হাদিস অস্বীকার কোরআন অস্বীকারেরই নামান্তর। কারণ হাদিস কোরআনেরই ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, ‘আর আপনার প্রতি কোরআন নাজিল করেছি, যাতে মানুষের জন্য অবতীর্ণ বাণী আপনি তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারেন।’ (সুরা নাহল: ৪৪)

পবিত্র কোরআনে রাসুল (সা.)-কে মুসলমানদের আদর্শ সাব্যস্ত করা হয়েছে। তাঁকে পাঠানোর উদ্দেশ্য কেবল কোরআনের আয়াত হুবহু মানুষের কাছে পৌঁছে দেওয়া নয়; বরং তাদের আমল-আখলাক সংশোধন করা, কোরআনের ব্যাখ্যা দেওয়া এবং প্রজ্ঞাপূর্ণ জ্ঞান শেখানোও তাঁর দায়িত্বের অন্তর্ভুক্ত। আর এই মহান কাজ তখনই আঞ্জাম দেওয়া যাবে, যখন তাঁর প্রতিটি কথা-কাজ প্রামাণ্য ও বিশ্বাসযোগ্য হবে। এ জন্যই কোরআনের প্রায় অর্ধশত আয়াতে রাসুলের আনুগত্যের নির্দেশ এবং তাঁর অবাধ্যতায় নিষেধের কথা এসেছে।

রাসুল (সা.)-এর প্রতিটি কথা ও কাজ অহির অন্তর্ভুক্ত। তাই নবুওয়তের ২৩ বছরে তিনি যা কিছু বলেছেন, করেছেন এবং সমর্থন দিয়েছেন, সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে। মনগড়া কোনো কিছুই তিনি করেননি বা বলেননি। আল্লাহ তাআলা বলেন, ‘আর তিনি মনগড়া কথা বলেন না। তা তো কেবল অহি, যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়।’ (সুরা নাজম: ৩-৪) আয়াতে তাঁর সব কথা-কাজকেই অহি বলা হয়েছে। এর আলোকেই হাদিস শাস্ত্রের ইমামগণ বলেন, অহি দুই প্রকার। এক. কোরআন; 
দুই. হাদিস বা সুন্নাহ। সুতরাং হাদিস মানা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। 

উত্তর দিয়েছেন:মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন, গবেষণা বিভাগীয় প্রধান, মা’হাদুল ফিকরিল ইসলামি, বসুমতি, গুলশান, ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

এনসিপির নির্বাচনকালীন কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ