শরিফুল ইসলাম তনয়, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

শীতলক্ষ্যা নদী দখল এবং অবৈধ বালু ও পাথর ব্যবসা ঠেকাতে ২০১৪ সালে নির্মাণ করা হয় ওয়াকওয়ে। দূর-দূরান্ত থেকে বিনোদনপিয়াসী লোকজন ছুটে আসে নদী পাড়ে। কিন্তু ওয়াকওয়েতে মোটরসাইকেলের দৌরাত্ম্য দর্শনার্থীরা ভোগান্তিতে পড়ছে। তা ছাড়া মোটরসাইকেল চলাচলের ফলে ওয়াকওয়ের নষ্ট হচ্ছে। ঘটছে দুর্ঘটনা।
গতকাল মঙ্গলবার নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরেজমিনে দেখা যায়, বিকেল হলেই ওয়াকওয়ে পরিণত হয় লোকারণ্যে। শিশু, বৃদ্ধ-বৃদ্ধা, নারী-পুরুষের পদভারে মুখরিত হয়ে ওঠে শীতলক্ষ্যাপাড়ের এই ওয়াকওয়ে। কিন্তু এতে তীব্র হর্ন বাজিয়ে মোটরসাইকেলের চলাচলে শব্দদূষণ হচ্ছে। আবার বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্যরা দ্রুতগতিতে বাইক চালাচ্ছে এই ওয়াকওয়েতে। এতে করে ঘুরতে আসা দর্শনার্থীরা বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে।
আসিফ আহমেদ। পেশায় একজন স্কুলশিক্ষক। তিনি ক্ষুব্ধ হয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়াকওয়ে নির্মিত হয়েছে পথচারীদের হাঁটার জন্য। কিন্তু শীতলক্ষ্যাপাড়ের এই ওয়াকওয়েতে এলে মনে হয় এটা পথচারীদের জন্য নয়, মোটরসাইকেল চালানোর জন্য নির্মিত। পরিবার নিয়ে হাঁটতে এসে মোটরসাইকেলের জন্য ঠিকমতো ওয়াকওয়ে ব্যবহার করার সুযোগই পেলাম না।’
ওয়াকওয়ের একটু সামনে হেঁটে যাচ্ছিলেন বেশ কয়েকজন নারী-পুরুষ। হঠাৎ একটি মোটরসাইকেল ওয়াকওয়েতে উঠে হর্ন বাজাতে বাজাতে বেপরোয়া গতিতে তাঁদের পাশ দিয়ে যেতে থাকলে পথচারীরা প্রতিবাদ করলে মোটরসাইকেলের চালক ও তাঁর পিছে থাকা আরোহী উল্টো তাঁদের গালিগালাজ করে চলে যান। এটি এখন নিত্যদিনের ঘটনা।
কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা হলে তাঁরা অনেকটা আক্ষেপের সুরে জানান, ওয়াকওয়েতে বেপরোয়াভাবে মোটরসাইকেল চলাচলের ফলে তাঁরা নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারছেন না। এ ছাড়া অনেক নারী দর্শনার্থী ইভ টিজিংয়ের শিকার হচ্ছেন। পরিবার নিয়ে হাঁটার পরিবেশ এখন আর নেই। তাঁদের মতে, এই ওয়াকওয়ে নির্মিত হওয়ার সঙ্গে সঙ্গেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচিত ছিল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, যাতে ওয়াকওয়েতে মোটরসাইকেলসহ যেকোনো যানবাহনই চলাচল করতে না পারে। এভাবে চলতে থাকলে ওয়াকওয়ের সৌন্দর্য বেশি দিন টিকবে না।
এ বিষয়ে নাসিক ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। তবে যাঁরা ওয়াকওয়েতে বাইক চালান, তাঁদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি।’ এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সোচ্চার থাকার আহ্বানও জানান ওসি।

শীতলক্ষ্যা নদী দখল এবং অবৈধ বালু ও পাথর ব্যবসা ঠেকাতে ২০১৪ সালে নির্মাণ করা হয় ওয়াকওয়ে। দূর-দূরান্ত থেকে বিনোদনপিয়াসী লোকজন ছুটে আসে নদী পাড়ে। কিন্তু ওয়াকওয়েতে মোটরসাইকেলের দৌরাত্ম্য দর্শনার্থীরা ভোগান্তিতে পড়ছে। তা ছাড়া মোটরসাইকেল চলাচলের ফলে ওয়াকওয়ের নষ্ট হচ্ছে। ঘটছে দুর্ঘটনা।
গতকাল মঙ্গলবার নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরেজমিনে দেখা যায়, বিকেল হলেই ওয়াকওয়ে পরিণত হয় লোকারণ্যে। শিশু, বৃদ্ধ-বৃদ্ধা, নারী-পুরুষের পদভারে মুখরিত হয়ে ওঠে শীতলক্ষ্যাপাড়ের এই ওয়াকওয়ে। কিন্তু এতে তীব্র হর্ন বাজিয়ে মোটরসাইকেলের চলাচলে শব্দদূষণ হচ্ছে। আবার বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্যরা দ্রুতগতিতে বাইক চালাচ্ছে এই ওয়াকওয়েতে। এতে করে ঘুরতে আসা দর্শনার্থীরা বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে।
আসিফ আহমেদ। পেশায় একজন স্কুলশিক্ষক। তিনি ক্ষুব্ধ হয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়াকওয়ে নির্মিত হয়েছে পথচারীদের হাঁটার জন্য। কিন্তু শীতলক্ষ্যাপাড়ের এই ওয়াকওয়েতে এলে মনে হয় এটা পথচারীদের জন্য নয়, মোটরসাইকেল চালানোর জন্য নির্মিত। পরিবার নিয়ে হাঁটতে এসে মোটরসাইকেলের জন্য ঠিকমতো ওয়াকওয়ে ব্যবহার করার সুযোগই পেলাম না।’
ওয়াকওয়ের একটু সামনে হেঁটে যাচ্ছিলেন বেশ কয়েকজন নারী-পুরুষ। হঠাৎ একটি মোটরসাইকেল ওয়াকওয়েতে উঠে হর্ন বাজাতে বাজাতে বেপরোয়া গতিতে তাঁদের পাশ দিয়ে যেতে থাকলে পথচারীরা প্রতিবাদ করলে মোটরসাইকেলের চালক ও তাঁর পিছে থাকা আরোহী উল্টো তাঁদের গালিগালাজ করে চলে যান। এটি এখন নিত্যদিনের ঘটনা।
কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা হলে তাঁরা অনেকটা আক্ষেপের সুরে জানান, ওয়াকওয়েতে বেপরোয়াভাবে মোটরসাইকেল চলাচলের ফলে তাঁরা নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারছেন না। এ ছাড়া অনেক নারী দর্শনার্থী ইভ টিজিংয়ের শিকার হচ্ছেন। পরিবার নিয়ে হাঁটার পরিবেশ এখন আর নেই। তাঁদের মতে, এই ওয়াকওয়ে নির্মিত হওয়ার সঙ্গে সঙ্গেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচিত ছিল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, যাতে ওয়াকওয়েতে মোটরসাইকেলসহ যেকোনো যানবাহনই চলাচল করতে না পারে। এভাবে চলতে থাকলে ওয়াকওয়ের সৌন্দর্য বেশি দিন টিকবে না।
এ বিষয়ে নাসিক ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। তবে যাঁরা ওয়াকওয়েতে বাইক চালান, তাঁদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি।’ এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সোচ্চার থাকার আহ্বানও জানান ওসি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫