শাহীন রহমান, পাবনা

কেরানীগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়নের নাগরমহল রোডের এস এন টাওয়ারের থান কাপড় ব্যবসায়ী মো. কোরবান। গত ৪ অক্টোবর রাতে দোকান বন্ধ করে চলে যান তিনি। পরদিন সকালে এসে দেখেন দোকানের তালা পরিবর্তন করা হয়েছে। আশপাশের ব্যবসায়ীদের জানানোর পরে সবাই একত্র হয়ে তালা ভেঙে দেখেন ক্যাশ ভাঙা। ক্যাশ থেকে ৯ লাখ ৭৭ হাজার টাকা নাই।
শুধু ব্যবসায়ী কোরবান একা নন, এ রকম ঘটনা কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লির নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রতিনিয়তই ঘটছে চুরি ছিনতাইয়ের মতো বড় বড় ঘটনা। অভিযোগ রয়েছে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতি নিয়েও। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিনিয়ত এমন ঘটনা ঘটতে থাকলেও নিরসনে তেমন কোনো পদক্ষেপ নেই সমিতির।
ভুক্তভোগী কোরবান জানান, তিনি দোকান চুরির ঘটনায় থানায় মামলা করেছেন। এ ছাড়া কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির কাছেও করেছেন লিখিত অভিযোগ। মামলাটি মনিটরিং সেল তদন্ত করলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি মালিক সমিতি। মামলাটির তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মো. জিন্নাহ জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করেছি। মামলাটি মনিটরিং সেল তদন্ত করছে।
গত ৩০ সেপ্টেম্বর বিকেলে ছিনতাইয়ের ঘটনা ঘটে একই এলাকার তানাকা সুপার মার্কেটের সামনে। ওই এলাকার এক ইমাম সাহেবের স্ত্রীর রিকশা থামিয়ে তাঁর ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় তাঁর ব্যাগে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ছিল। ঢাকা জেলা দক্ষিণ ডিবি সূত্রে জানা যায়, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা অথবা ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা যায়নি।
এদিকে কিছুদিন আগে আগানগর স্বাধীন টাওয়ারের সামনে থেকে ভরদুপুরে একজন ধাত্রীর কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
এ ছাড়া গত ৪ অক্টোবর বেড়িবাঁধ রোডে একটি জানাজা নামাজে অংশগ্রহণকালে ৭ জন মুসল্লির মোবাইল ফোন চুরি হয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গার্মেন্টস ব্যবসায়ী বলেন, গার্মেন্টস এলাকায় এ ধরনের ঘটনা ছিল বিরল। এখন প্রতিনিয়তই ঘটছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। এসব বিষয়ে মালিক সমিতির অফিসে অভিযোগ দিয়েও কোনো কাজ হচ্ছে না। তা ছাড়া এসব নিরসনেও কোনো পদক্ষেপ নিচ্ছে না সমিতি।
এ বিষয়ে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মুসলিম ঢালীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এগুলো বিচ্ছিন্ন ঘটনা। আমরা ব্যবস্থা নিয়েছি, ব্যবসায়ীদের পুলিশি সহায়তার জন্য পরামর্শ দিয়েছি। তিনি আরও বলেন, আগে আমাদের এখানে একটা পুলিশ ফাঁড়ি ছিল, এখন সেটা নেই। পুলিশ ফাঁড়ি এখান থেকে সরানোর পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ব্যাহত হয়েছে। গার্মেন্টস পল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। সেই সঙ্গে আমরা স্থানীয় প্রত্যেক বাড়িওয়ালা ও জমিদারের সহযোগিতা কামনা করছি।’
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাব উদ্দিন কবির বলেন, ব্যবসায়ীর দোকান থেকে টাকা চুরির ঘটনা জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।

কেরানীগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়নের নাগরমহল রোডের এস এন টাওয়ারের থান কাপড় ব্যবসায়ী মো. কোরবান। গত ৪ অক্টোবর রাতে দোকান বন্ধ করে চলে যান তিনি। পরদিন সকালে এসে দেখেন দোকানের তালা পরিবর্তন করা হয়েছে। আশপাশের ব্যবসায়ীদের জানানোর পরে সবাই একত্র হয়ে তালা ভেঙে দেখেন ক্যাশ ভাঙা। ক্যাশ থেকে ৯ লাখ ৭৭ হাজার টাকা নাই।
শুধু ব্যবসায়ী কোরবান একা নন, এ রকম ঘটনা কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লির নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রতিনিয়তই ঘটছে চুরি ছিনতাইয়ের মতো বড় বড় ঘটনা। অভিযোগ রয়েছে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতি নিয়েও। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিনিয়ত এমন ঘটনা ঘটতে থাকলেও নিরসনে তেমন কোনো পদক্ষেপ নেই সমিতির।
ভুক্তভোগী কোরবান জানান, তিনি দোকান চুরির ঘটনায় থানায় মামলা করেছেন। এ ছাড়া কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির কাছেও করেছেন লিখিত অভিযোগ। মামলাটি মনিটরিং সেল তদন্ত করলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি মালিক সমিতি। মামলাটির তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মো. জিন্নাহ জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করেছি। মামলাটি মনিটরিং সেল তদন্ত করছে।
গত ৩০ সেপ্টেম্বর বিকেলে ছিনতাইয়ের ঘটনা ঘটে একই এলাকার তানাকা সুপার মার্কেটের সামনে। ওই এলাকার এক ইমাম সাহেবের স্ত্রীর রিকশা থামিয়ে তাঁর ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় তাঁর ব্যাগে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ছিল। ঢাকা জেলা দক্ষিণ ডিবি সূত্রে জানা যায়, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা অথবা ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা যায়নি।
এদিকে কিছুদিন আগে আগানগর স্বাধীন টাওয়ারের সামনে থেকে ভরদুপুরে একজন ধাত্রীর কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
এ ছাড়া গত ৪ অক্টোবর বেড়িবাঁধ রোডে একটি জানাজা নামাজে অংশগ্রহণকালে ৭ জন মুসল্লির মোবাইল ফোন চুরি হয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গার্মেন্টস ব্যবসায়ী বলেন, গার্মেন্টস এলাকায় এ ধরনের ঘটনা ছিল বিরল। এখন প্রতিনিয়তই ঘটছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। এসব বিষয়ে মালিক সমিতির অফিসে অভিযোগ দিয়েও কোনো কাজ হচ্ছে না। তা ছাড়া এসব নিরসনেও কোনো পদক্ষেপ নিচ্ছে না সমিতি।
এ বিষয়ে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মুসলিম ঢালীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এগুলো বিচ্ছিন্ন ঘটনা। আমরা ব্যবস্থা নিয়েছি, ব্যবসায়ীদের পুলিশি সহায়তার জন্য পরামর্শ দিয়েছি। তিনি আরও বলেন, আগে আমাদের এখানে একটা পুলিশ ফাঁড়ি ছিল, এখন সেটা নেই। পুলিশ ফাঁড়ি এখান থেকে সরানোর পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ব্যাহত হয়েছে। গার্মেন্টস পল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। সেই সঙ্গে আমরা স্থানীয় প্রত্যেক বাড়িওয়ালা ও জমিদারের সহযোগিতা কামনা করছি।’
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাব উদ্দিন কবির বলেন, ব্যবসায়ীর দোকান থেকে টাকা চুরির ঘটনা জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫