Ajker Patrika

এটা কোনো ব্যাটিং হলো?

হাসান মাসুদ
এটা কোনো ব্যাটিং হলো?

দল হারে; কিন্তু এ রকম বাজেভাবে হারলে যে কেউ হই না কেন, আমাদের মন খারাপ হয়ে যায়। মনে হয়, বাংলাদেশ দল নিয়ে নতুন করে চিন্তাভাবনা করার সময় এসেছে।

আশা করি, বিসিবি আমার কথাটা বিশ্বকাপের পরে আমলে নেবে।

এ রকম বাজে একটা দল, আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের চেয়েও দুর্বল মনে হচ্ছে আমার।

বাংলাদেশ প্রথম ধাক্কা খায় টস হেরে। আমি নিশ্চিত বা আমার বিশ্বাস, টস জিতলে বাংলাদেশও আগে ব্যাটিং নিত। প্রথমে ব্যাটিং করলে অন্তত ১০১ রানের বেশি করত।

দক্ষিণ আফ্রিকার মূল যে তিন ব্যাটার, এর মধ্যে দুজন খেলেছেন। রাইলি রুশো ও কুইন্টন ডি কককে নিয়ে আমাদের কোনো হোমওয়ার্ক ছিল না।

হ্যাঁ, রাইলি রুশো টানা দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। এ সেঞ্চুরিটা ৫২ বলে করেছেন। ৬৩ রানের ভালো একটি ইনিংস খেলেছেন ডি ককও। সবচেয়ে বড় কথা, ডি কক-রুশোর বিশ্বকাপের রেকর্ড ১৬৮ রানের জুটিই দক্ষিণ আফ্রিকাকে চালকের আসনে বসায়। যেকোনো উইকেটেই এটা টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড জুটি।

বোলিংয়ে সবচেয়ে বেশি হতাশ অধিনায়ক সাকিব আল হাসানে। যদিও তিনি দুটি উইকেট পেয়েছেন, কিন্তু ৩ ওভারে ৩৩ রান দিয়ে। ৩৩ রান দেওয়া তাঁর মতো একজন অলরাউন্ডারের কাছে প্রত্যাশিত নয়। তাসকিন আরেকটু বেশি রান দিয়েছেন যদিও; তবু তাসকিন তো আর সাকিব আল হাসান নন।

বাংলাদেশের ব্যাটিং যখন দেখেছি, মনে হলো, শুরুটা বেশ ভালোই ছিল। মোটামুটি প্রথম ২ ওভার বেশ ভালোই খেলেছে। কিন্তু তৃতীয় ওভারে আনরিখ নরকিয়া এসে এলেমেলো করে দিয়েছেন, ৩. ৩ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। তাবরেজ শামসিও তাঁকে সহযোগিতা করেছেন ৩ উইকেট নিয়ে।

বাংলাদেশ দলে লিটন দাস ছাড়া ইমপ্রেসিভ কোনো ব্যাটার ছিল না। কেমন একটা খেলা হলো, আমি নিজেও এটাকে হজম করতে পারছি না। এটা কেমন ধরনের ব্যাটিং? এখানে উইকেটে থাকতে হবে, রানও করতে হবে। এটা কোনো ব্যাটিং হলো নাকি? বিশ্বকাপের মতো টুর্নামেন্টে গিয়ে একটা দলের ব্যাটিং পারফরম্যান্স কি এ রকম হয়? বাংলাদেশ দলকে আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের চেয়ে বাজে মনে হয়েছে আমার কাছে। এ জন্য নতুন করে চিন্তাভাবনা করতে হবে।

সাকিব আল হাসানের যে সামনে থেকে নেতৃত্ব দেয়ার একটা ব্যাপার আছে, সেটাও দেখা যাচ্ছে না। সব মিলিয়ে অনেক কিছু নতুন করে চিন্তাভাবনা করতে হবে। বিশ্বকাপের পরেই ক্রিকেট বোর্ড অবশ্যই নতুন করে চিন্তাভাবনা করবে, কীভাবে সামনে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত