
আপনি নাকি ভীষণ স্ক্রিপ্টপ্রেমী?
যতক্ষণ সেটে থাকি, হাতে স্ক্রিপ্ট থাকে। এটা আমার থিয়েটার প্র্যাকটিস। আমার মঞ্চদল নাগরিক নাট্য সম্প্রদায় থেকেই এই প্র্যাকটিস শুরু হয়েছে। দীর্ঘদিন একটা স্ক্রিপ্ট নিয়ে রিহার্সাল হতো। সেই প্রক্রিয়াটা এখনো আমার মধ্যে রয়ে গেছে। থিয়েটারে যাঁরা কাজ করেছেন, তাঁরা জানবেন এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। তা ছাড়া, নিজেকে আমি মেথড অ্যাক্টর মনে করি না। আমি পুরোপুরিই পরিচালক-নির্ভর অভিনেতা। পরিচালক যে চরিত্রটা আমাকে দেন, সেটা আমি যথাযথ ফুটিয়ে তোলার চেষ্টা করি।
পরিচালকের ওপর নির্ভর করা সব সময় সম্ভব হয়?
যখন কোনো পরিচালকের প্রস্তাবে রাজি হই, তখন তাঁর প্রতি পূর্ণ আস্থা রেখেই রাজি হই। অনেক সময় সেটা ভালো রেজাল্ট নিয়ে আসে, কখনো আসে না। স্ক্রিপ্ট যখন পড়ি, তখন একটা রূপ তো নিজের কল্পনাতেই ভেসে ওঠে। আবার ডিরেক্টর তাঁর মতো করে বুঝিয়ে দেন। সব মিলিয়েই হয়ে যায়। আমার অভিনয়ের মূল অস্ত্র বা অবলম্বন স্ক্রিপ্ট।
গত সপ্তাহে বায়োস্কোপে প্রচার শুরু হয়েছে ‘মাকাল’ সিরিজ। আপনি মূল ভূমিকায়। চরিত্রটি নিয়ে যদি কিছু বলেন?
ভয়ংকর প্রতারণার গল্পে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজ। পরিচালনা করেছেন অনিমেষ আইচ। মাস দুয়েক আগে রাজবাড়ীর গোয়ালন্দসহ কয়েকটি লোকেশনে শুটিং হয়েছে। গল্পে তরফদার নামে এক আসামিকে ধরতে যায় পুলিশ। আসামি ধরার পর রাতভর নানা রহস্য আর দ্বিধার মাঝে কাটে সবার। সকালে যখন সেই আসামিকে নিয়ে স্থানীয় থানার দিকে যেতে থাকে পুলিশ, ভীষণ এক ধোঁয়াশার মুখোমুখি হয় তারা। তারা তাদের আসামি ধরতে পেরেছে নাকি সবই আসলে মরীচিকা! শামীম পাটোয়ারী বা সরদার রোকন কিংবা কুখ্যাত তরফদার! নানা রূপে পাওয়া গেছে আমাকে।
সিরিজটি নিয়ে রেসপন্স কেমন?
আমি প্রতারকের চরিত্রে অভিনয় করেছি। চিরায়ত গল্পের বাইরে ভিন্ন এক ন্যারেটিভে গল্প বলেছেন পরিচালক অনিমেষ আইচ। চরিত্রগুলো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, যা দর্শক কানেক্ট করতে পেরেছে বলে মনে করি। আমি ভালো রেসপন্স পাচ্ছি। অনেকেই ফোন করে কিংবা অনলাইনে শুভেচ্ছা জানাচ্ছেন।
প্রথমবার বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন। বড় পর্দায় ভিলেন চরিত্রটি নিয়ে বলবেন?
শুক্রবার মুক্তি পেয়েছে ‘বীরত্ব’। আমার চরিত্রের নাম মুসা চৌধুরী। একজন ভয়ংকর লোক, এক শর বেশি মানুষ খুন করেছে সে; এমন কোনো অপরাধ নেই, যা এই ভয়ংকর লোকটি করেনি। এ চরিত্রটিও আমার জন্য চ্যালেঞ্জ ছিল। প্রস্তাব পাওয়ার পর মনে হলো নতুন কিছু হবে। রাজি হয়ে গেলাম। পরিচালক আমাকে যে রূপে দেখতে চেয়েছেন, আমি সাধ্যমতো সেই রূপটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। একটা কথা না বলে পারছি না, ছোটবেলা থেকেই এমন ভয়ংকর চরিত্র করার ইচ্ছে ছিল আমার।
সেটা কেন?
স্কুল পালিয়ে আমি একজন মানুষের বেশ কিছু সিনেমা দেখেছি, তিনি হুমায়ুন ফরীদি। তখন থেকে মনে স্বপ্ন ছিল এ ধরনের চরিত্রে অভিনয় করার। সেই স্বপ্নটা পূরণ করেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা ও রঞ্জনদা (প্রযোজক)।
নতুন কাজের খবর কী?
আগামী মাসেই মুক্তি পাবে ‘দামাল’, ডিসেম্বরে ‘ওরা ৭ জন’। বদরুল আনাম সৌদের ‘শ্যামাকাব্য’ সিনেমার শুটিং শেষ করেছি গত সপ্তাহে। নতুন দুইটা ওয়েব সিরিজের কথা চলছে। এখনো কনফার্ম হয়নি।
সময়টা কেমন যাচ্ছে?
খুবই উপভোগ করছি। একজন অভিনেতা যখন ভিন্ন ভিন্ন চরিত্র করতে পারবেন, সেই সময়ের মতো ভালো সময় আর হয় না। আমার ক্যারিয়ারে দীর্ঘদিন ভিন্ন ভিন্ন চরিত্র মিসিং ছিল। একই ধরনের চরিত্র করতে করতে হাঁপিয়ে উঠছিলাম। এখন অনেক ম্যাচিউরড ক্যারেক্টার পাওয়া যাচ্ছে।

আপনি নাকি ভীষণ স্ক্রিপ্টপ্রেমী?
যতক্ষণ সেটে থাকি, হাতে স্ক্রিপ্ট থাকে। এটা আমার থিয়েটার প্র্যাকটিস। আমার মঞ্চদল নাগরিক নাট্য সম্প্রদায় থেকেই এই প্র্যাকটিস শুরু হয়েছে। দীর্ঘদিন একটা স্ক্রিপ্ট নিয়ে রিহার্সাল হতো। সেই প্রক্রিয়াটা এখনো আমার মধ্যে রয়ে গেছে। থিয়েটারে যাঁরা কাজ করেছেন, তাঁরা জানবেন এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। তা ছাড়া, নিজেকে আমি মেথড অ্যাক্টর মনে করি না। আমি পুরোপুরিই পরিচালক-নির্ভর অভিনেতা। পরিচালক যে চরিত্রটা আমাকে দেন, সেটা আমি যথাযথ ফুটিয়ে তোলার চেষ্টা করি।
পরিচালকের ওপর নির্ভর করা সব সময় সম্ভব হয়?
যখন কোনো পরিচালকের প্রস্তাবে রাজি হই, তখন তাঁর প্রতি পূর্ণ আস্থা রেখেই রাজি হই। অনেক সময় সেটা ভালো রেজাল্ট নিয়ে আসে, কখনো আসে না। স্ক্রিপ্ট যখন পড়ি, তখন একটা রূপ তো নিজের কল্পনাতেই ভেসে ওঠে। আবার ডিরেক্টর তাঁর মতো করে বুঝিয়ে দেন। সব মিলিয়েই হয়ে যায়। আমার অভিনয়ের মূল অস্ত্র বা অবলম্বন স্ক্রিপ্ট।
গত সপ্তাহে বায়োস্কোপে প্রচার শুরু হয়েছে ‘মাকাল’ সিরিজ। আপনি মূল ভূমিকায়। চরিত্রটি নিয়ে যদি কিছু বলেন?
ভয়ংকর প্রতারণার গল্পে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজ। পরিচালনা করেছেন অনিমেষ আইচ। মাস দুয়েক আগে রাজবাড়ীর গোয়ালন্দসহ কয়েকটি লোকেশনে শুটিং হয়েছে। গল্পে তরফদার নামে এক আসামিকে ধরতে যায় পুলিশ। আসামি ধরার পর রাতভর নানা রহস্য আর দ্বিধার মাঝে কাটে সবার। সকালে যখন সেই আসামিকে নিয়ে স্থানীয় থানার দিকে যেতে থাকে পুলিশ, ভীষণ এক ধোঁয়াশার মুখোমুখি হয় তারা। তারা তাদের আসামি ধরতে পেরেছে নাকি সবই আসলে মরীচিকা! শামীম পাটোয়ারী বা সরদার রোকন কিংবা কুখ্যাত তরফদার! নানা রূপে পাওয়া গেছে আমাকে।
সিরিজটি নিয়ে রেসপন্স কেমন?
আমি প্রতারকের চরিত্রে অভিনয় করেছি। চিরায়ত গল্পের বাইরে ভিন্ন এক ন্যারেটিভে গল্প বলেছেন পরিচালক অনিমেষ আইচ। চরিত্রগুলো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, যা দর্শক কানেক্ট করতে পেরেছে বলে মনে করি। আমি ভালো রেসপন্স পাচ্ছি। অনেকেই ফোন করে কিংবা অনলাইনে শুভেচ্ছা জানাচ্ছেন।
প্রথমবার বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন। বড় পর্দায় ভিলেন চরিত্রটি নিয়ে বলবেন?
শুক্রবার মুক্তি পেয়েছে ‘বীরত্ব’। আমার চরিত্রের নাম মুসা চৌধুরী। একজন ভয়ংকর লোক, এক শর বেশি মানুষ খুন করেছে সে; এমন কোনো অপরাধ নেই, যা এই ভয়ংকর লোকটি করেনি। এ চরিত্রটিও আমার জন্য চ্যালেঞ্জ ছিল। প্রস্তাব পাওয়ার পর মনে হলো নতুন কিছু হবে। রাজি হয়ে গেলাম। পরিচালক আমাকে যে রূপে দেখতে চেয়েছেন, আমি সাধ্যমতো সেই রূপটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। একটা কথা না বলে পারছি না, ছোটবেলা থেকেই এমন ভয়ংকর চরিত্র করার ইচ্ছে ছিল আমার।
সেটা কেন?
স্কুল পালিয়ে আমি একজন মানুষের বেশ কিছু সিনেমা দেখেছি, তিনি হুমায়ুন ফরীদি। তখন থেকে মনে স্বপ্ন ছিল এ ধরনের চরিত্রে অভিনয় করার। সেই স্বপ্নটা পূরণ করেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা ও রঞ্জনদা (প্রযোজক)।
নতুন কাজের খবর কী?
আগামী মাসেই মুক্তি পাবে ‘দামাল’, ডিসেম্বরে ‘ওরা ৭ জন’। বদরুল আনাম সৌদের ‘শ্যামাকাব্য’ সিনেমার শুটিং শেষ করেছি গত সপ্তাহে। নতুন দুইটা ওয়েব সিরিজের কথা চলছে। এখনো কনফার্ম হয়নি।
সময়টা কেমন যাচ্ছে?
খুবই উপভোগ করছি। একজন অভিনেতা যখন ভিন্ন ভিন্ন চরিত্র করতে পারবেন, সেই সময়ের মতো ভালো সময় আর হয় না। আমার ক্যারিয়ারে দীর্ঘদিন ভিন্ন ভিন্ন চরিত্র মিসিং ছিল। একই ধরনের চরিত্র করতে করতে হাঁপিয়ে উঠছিলাম। এখন অনেক ম্যাচিউরড ক্যারেক্টার পাওয়া যাচ্ছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫