সম্পাদকীয়

দেশভাগ হয়ে গিয়েছিল রাজনীতির মানুষদের অদম্য উৎসাহে। নিজের ভিটেমাটি ছেড়ে অন্য দেশে গিয়ে নতুন করে জীবনযাপন শুরু করা যে কতটা বেদনাদায়ক, তা রাজনীতির লোকেরা হয়তো ধারণাই করেননি। কিন্তু সেই দীর্ঘশ্বাস নিয়ে কেটেছে অনেক মানুষের জীবন।
আহমদ রফিকদের পরিবারের বেশির ভাগ চাকরিজীবীর কর্মস্থল ছিল কলকাতা। দেশভাগের পর তাই তাঁদের অনেকেই চলে এলেন পূর্ব পাকিস্তানে। আর পূর্ব পাকিস্তান থেকে অনেকেই চলে গেল ভারতে। মুসলমানরা এল পূর্ব পাকিস্তানে, হিন্দুরা গেল ভারতে।
মুন্সিগঞ্জে যে বাড়িটায় আহমদ রফিকের চাচা থাকতেন, সেটির নাম ছিল নির্মলা কুটির। একই রকম দুটো যমজ দোতলা বাড়ি পাশাপাশি। দুটো বাড়ির প্রতি তলায় একটা ছোট আর একটা বড় ঘর। যিনি বানিয়েছিলেন, তাঁর নিশ্চয়ই দেশ ছেড়ে যাওয়ার সময় খুব কষ্ট হয়েছিল।
নির্মলা কুটিরের গা ঘেঁষে উত্তরের দিকে ছিল আরেকটি হিন্দুবাড়ি। মধ্যবিত্ত এক পরিবার সে বাড়িতে বাস করত। পাকা ভিতের বড় বড় কয়েকটি টিনের ঘর ছিল তাদের। সে বাড়িতে ছিল দুই তরুণী আর এক কিশোরী। তারা চলে আসত নির্মলা কুটিরে গল্প করতে।
কিন্তু কিছুদিনের মধ্যেই মাঝরাতে সেই বাড়িতে ঢিল পড়তে শুরু করল। কারা যেন ভয় দেখাতে শুরু করল। সেই বাড়ির মানুষেরা ভয় পেতে লাগলেন। একজন মানসিক রোগী ছিলেন সে বাড়িতে, মাঝে মাঝে তিনি আর্তনাদ করে উঠতেন।
এ রকম পরিস্থিতিতে কাউকে না বলেই পরিবারটি কলকাতায় চলে যাওয়ার চিন্তা করে। যাওয়ার আগে সেই কিশোরীটি এসে আহমদ রফিককে বলে, ‘জানেন, আমরা এখান থেকে চলে যাচ্ছি।’
‘কোথায়?’
‘কলকাতায়।’
‘কেন চলে যাচ্ছ?’
কিশোরী বলল, ‘জানি না।’
কিশোরীটি জানে, কেন যাচ্ছে। কিন্তু সে কথা বলেনি।
যাওয়ার দিন স্টিমারঘাটে হাজির হন আহমদ রফিক। কিশোরীর বাঁধভাঙা কান্না এখনো মনে পড়ে তাঁর।
সূত্র: আহমদ রফিক, পথ চলতে যা দেখেছি, পৃষ্ঠা ১০৫-১০৬

দেশভাগ হয়ে গিয়েছিল রাজনীতির মানুষদের অদম্য উৎসাহে। নিজের ভিটেমাটি ছেড়ে অন্য দেশে গিয়ে নতুন করে জীবনযাপন শুরু করা যে কতটা বেদনাদায়ক, তা রাজনীতির লোকেরা হয়তো ধারণাই করেননি। কিন্তু সেই দীর্ঘশ্বাস নিয়ে কেটেছে অনেক মানুষের জীবন।
আহমদ রফিকদের পরিবারের বেশির ভাগ চাকরিজীবীর কর্মস্থল ছিল কলকাতা। দেশভাগের পর তাই তাঁদের অনেকেই চলে এলেন পূর্ব পাকিস্তানে। আর পূর্ব পাকিস্তান থেকে অনেকেই চলে গেল ভারতে। মুসলমানরা এল পূর্ব পাকিস্তানে, হিন্দুরা গেল ভারতে।
মুন্সিগঞ্জে যে বাড়িটায় আহমদ রফিকের চাচা থাকতেন, সেটির নাম ছিল নির্মলা কুটির। একই রকম দুটো যমজ দোতলা বাড়ি পাশাপাশি। দুটো বাড়ির প্রতি তলায় একটা ছোট আর একটা বড় ঘর। যিনি বানিয়েছিলেন, তাঁর নিশ্চয়ই দেশ ছেড়ে যাওয়ার সময় খুব কষ্ট হয়েছিল।
নির্মলা কুটিরের গা ঘেঁষে উত্তরের দিকে ছিল আরেকটি হিন্দুবাড়ি। মধ্যবিত্ত এক পরিবার সে বাড়িতে বাস করত। পাকা ভিতের বড় বড় কয়েকটি টিনের ঘর ছিল তাদের। সে বাড়িতে ছিল দুই তরুণী আর এক কিশোরী। তারা চলে আসত নির্মলা কুটিরে গল্প করতে।
কিন্তু কিছুদিনের মধ্যেই মাঝরাতে সেই বাড়িতে ঢিল পড়তে শুরু করল। কারা যেন ভয় দেখাতে শুরু করল। সেই বাড়ির মানুষেরা ভয় পেতে লাগলেন। একজন মানসিক রোগী ছিলেন সে বাড়িতে, মাঝে মাঝে তিনি আর্তনাদ করে উঠতেন।
এ রকম পরিস্থিতিতে কাউকে না বলেই পরিবারটি কলকাতায় চলে যাওয়ার চিন্তা করে। যাওয়ার আগে সেই কিশোরীটি এসে আহমদ রফিককে বলে, ‘জানেন, আমরা এখান থেকে চলে যাচ্ছি।’
‘কোথায়?’
‘কলকাতায়।’
‘কেন চলে যাচ্ছ?’
কিশোরী বলল, ‘জানি না।’
কিশোরীটি জানে, কেন যাচ্ছে। কিন্তু সে কথা বলেনি।
যাওয়ার দিন স্টিমারঘাটে হাজির হন আহমদ রফিক। কিশোরীর বাঁধভাঙা কান্না এখনো মনে পড়ে তাঁর।
সূত্র: আহমদ রফিক, পথ চলতে যা দেখেছি, পৃষ্ঠা ১০৫-১০৬

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫