Ajker Patrika

সভাপতি মামুনুর রফিকুল সম্পাদক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২২, ১২: ১৮
সভাপতি মামুনুর রফিকুল সম্পাদক

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ১৯ বছর পর সম্পন্ন হয়েছে। এতে অধ্যক্ষ মামুনুর রশিদকে সভাপতি ও রফিকুল হায়দার বাবুলকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। দুই পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের মার্চেন্টস একাডেমি বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়।

কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি হাজী ইসমাইল খোকন, সহসভাপতি মো. শাহজাহান, হারুনুর রশিদ, নাজমুল কাদের গুলজার, দিদার হোসেন দেলু, তাফাজ্জল হোসেন মুন্সী, সাঈদুল বাকিন ভূঁইয়া; যুগ্ম সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন রুবেল ভাট, সফিকুর রহমান খাঁন, কামরুল হাসান রাছেল; সাংগঠনিক সম্পাদক পদে মারুফ বিন জাকারিয়া, তানভির হায়দার চৌধুরী রিংকু, সফিউল আযম চৌধুরী সুমন; কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আসিফ রুহুল আরিফ; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আলমগীর হোসেন অশ্রু; যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আক্তার হোসেন মিয়াজি; মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মাহেনুর চৌধুরী; ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. তুষার; শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক রিফাত হোসেন জিকু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রিপন পন্ডিত; প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ হোসেন খোকন প্রমুখ।

এদিন দুপুর ১২টা থেকে সম্মেলন শুরু হয়। উদ্বোধন করেন জেলা সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ইতিবাচক আইসিসি

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: হুমকিতে চীনের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত