Ajker Patrika

নিরাপদ যাতায়াতে খুশি সবাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১২: ৩৭
নিরাপদ যাতায়াতে খুশি সবাই

বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ-সংলগ্ন সুরসপ্তক নামক পথচারী আন্ডারপাসটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। ২০১৮ সালে বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনের পরিপ্রেক্ষিতে আন্ডারপাসটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। গতকাল বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উদ্বোধনের পর দুপুর সাড়ে ১২টায় আন্ডারপাসটি পথচারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অত্যাধুনিক এই আন্ডারপাস উন্মুক্ত করে দেওয়ার পরেই শিক্ষার্থী এবং সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন।

২০১৮ সালে বিমানবন্দর সড়কে জাবালে নুর পরিবহনের দুটি বাসের বেপরোয়া প্রতিযোগিতায় প্রাণ হারায় শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া ও রাজিব। এ ঘটনা নিয়ে তৎকালীন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিতর্কিত মন্তব্যের পর তাঁর পদত্যাগসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয় সারা দেশ। সড়ক থেকে শিক্ষার্থীদের ঘরে ফেরাতে সে সময় দ্রুত সংস্কার করা হয় ট্রাফিক আইন। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। যার একটি শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট কলেজ-সংলগ্ন পথচারী আন্ডারপাস সুরসপ্তক। সরেজমিন দেখা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন ও বয়স্ক মানুষের কথা বিবেচনায় নিয়ে আন্ডারপাসটি ব্যবহারের জন্য রাখা হয়েছে চলন্ত সিঁড়ি ও লিফটের ব্যবস্থা। এ ছাড়া হুইলচেয়ারের জন্যও রয়েছে আলাদা র‍্যাম্প। দিনে সূর্যের আলো ও রাতে চাঁদের আলো প্রবেশ করতে পারে এমন নকশায় তৈরি হয়েছে ৪২ মিটার দীর্ঘ এই আন্ডারপাস।

আন্ডারপাসটি খুলে দেওয়ার পরেই শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের শিক্ষার্থীদের একটি দল হইহুল্লোড় করে ভেতরে ঢোকে। দ্বাদশ শ্রেণির ইতমাম সাঈদ বলেন, ‘রাস্তাটি পার হতে আমাদের অনেক ভয় কাজ করত। আন্ডারপাস হওয়ায় এখন খুব সহজে আমরা পার হতে পারব।’ একই অনুভূতি প্রকাশ করে অন্য পথচারীরাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

জামায়াত লড়বে ১৭৯ আসনে, জোটের সমঝোতা ২৫৩টিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত