Ajker Patrika

দুই বাক্‌প্রতিবন্ধীর ধুমধামে বিয়ে

বাঘারপাড়া প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০৭: ০৮
দুই বাক্‌প্রতিবন্ধীর  ধুমধামে বিয়ে

বেশ ঘটা করেই বিয়ের আয়োজন করা হয়েছে যশোরের বাঘারপাড়ার সদুল্যাহপুর গ্রামের তামান্না খাতুন ও ঝিনাইদহের পূর্ব চর্বনী গ্রামের শামীমুর রহমান সৌরভের। তাঁরা দুজনই বাক্‌প্রতিবন্ধী। গত বৃহস্পতিবার বিকেলে ধুমধাম করে তাঁদের বিয়ে হয়।

কনের বাড়ি বাঘারপাড়ায় বিয়ের গেট সাজিয়ে গ্রামবাসীকে নিয়ে ধুমধামের সঙ্গে আয়োজন করা হয় এই বিয়ে। বিয়ে দেখতে ভিড় জমান এলাকাবাসী।

অন্য দিকে, বর শামীমুর রহমান সৌরভও জন্ম থেকেই বাক্‌প্রতিবন্ধী। তিনি ঝিনাইদহের পূর্ব চর্বনী গ্রামের রেজাউল করিমের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সৌরভ বড়। কর্মসূত্রে তিনি ঢাকায় থাকেন। সেখানে একটি কোম্পানিতে চাকরি করেন।

কনের মা পারভীন খাতুন বলেন, ‘আমার একটাই মেয়ে। জন্ম থেকেই বাক্‌প্রতিবন্ধী। সে অনেক মেধাবী। খুলনায় গোয়ালমারী প্রতিবন্ধী স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছে। সামাজিক ফেসবুকে পরিচয়ের মাধ্যমে আমার মেয়ের সঙ্গে সৌরভের পরিচয় হয়। সৌরভ তাঁর বাড়িতে আমার মেয়ের ছবি দেখালে তাঁদের পরিবার বিয়ের প্রস্তাব দেয়। ছেলেটাও বাক্‌প্রতিবন্ধী। তাঁদের দুজনের মধ্যে মিল থাকায় অমত করিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করল ভেনেজুয়েলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত